আই লিগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তারা কাজও শুরু হয়ে দিয়েছে। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন সংস্থা নতুন পরিকল্পনার ব্লু প্রিন্ট। এআইএফএফ-এর উপর ভরসা রাখছেন আই লিগ খেলা ক্লাব গুলো। আইএসএল শুরু হওয়ার পর থেকেই আই লিগকে দেশের দ্বিতীয় লিগ হিসাবে ধরা হয়। আসলে গত কয়েক বছরে লিগের মান কিছুটা খারাপ হয়েছিল। কিন্তু আই লিগের মান বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন… আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সেরা বললেন কেন উইলিয়ামসন?
আগেই আইএসএলের সঙ্গে আই লিগকে জুড়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। আই লিগের চ্যাম্পিয়ন দল এখন আইএসএলে খেলার সুযোগ পাচ্ছে। শুরু হতে চলেছে অবনমনও। এই পরিস্থিতিতে আই লিগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে এআইএফএফ। কাজও শুরু হয়ে গিয়েছে। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন সংস্থার উপর ভরসা রাখছেন আই লিগে খেলা ক্লাবের কর্তারা ব্যাক্তিরা।
শনিবার দিল্লিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আধিকারিকদের সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠক হয়েছে। আই লিগের উন্নতির জন্য আগেই একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। বৈঠকে সেই টাস্ক ফোর্সের আধিকারিকেরাও ছিলেন। লিগের উন্নতি নিয়ে তাঁদের কথা হয়েছে। ফেডারেশন যে ভাবে বিষয়টি নিয়ে কাজ করছে তাতে ক্লাব কর্তারাও খুশি। এই প্রসঙ্গে দিল্লি এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজ বলেন, ‘প্রথম বার মনে হচ্ছে আই লিগ যতটা ক্লাবের, ততটাই ফেডারেশনের। আমরা প্রত্যেকে এই লিগ নিয়ে ভাবছি। আমি জানি, রাতারাতি সব বদলে যাবে না, কিন্তু এক জন ক্লাব কর্তা ও টাস্ক ফোর্স কমিটির এক সদস্য হিসাবে ফেডারেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’
আরও পড়ুন… আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি! ENG vs AUS সিরিজে উপেক্ষিত হয়েই কি এমন সিদ্ধান্ত?
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ভারতীয় ফুটবল সংস্থার কাছে রিপোর্ট জমা দেবে টাস্ক ফোর্স। সেখানে আই লিগ আয়োজনের জন্য মাঠ, সম্প্রচার, বাজেট ও সূচির ক্ষেত্রে কী কী বদল করা দরকার সেই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। সেই প্রস্তাব অনুযায়ী কাজ করবে ফেডারেশন। এই বৈঠকের পরে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘১২ অগস্ট শেষ বার বৈঠকের পরে টাস্ক ফোর্স কমিটি অনেকটাই এগিয়েছে। নতুন মরশুম শুরু হওয়ার আগে এআইএফএফ-এর সঙ্গে আই লিগের ক্লাবগুলো এক জোট হয়ে নতুন ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছে। আগামী দিনে আই লিগের উন্নতির জন্য আমরা সব রকম চেষ্টা করব।’ আসলে আই লিগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।