ইউরোপা লিগের তৃতীয় পর্যায়ের যোগ্যতা অর্জনকারী পর্বে অবিশ্বাস্য ম্যাচ দেখল সমর্থকরা। একের পর এক টাইব্রেকার হয়, শেষ পর্যন্ত ম্যাচে জয় তুলে নিল আয়াক্স আমস্টারডাম। ম্যাচে নেওয়া হল মোট ৩৪টি পেনাল্টি কিক, সেখানেই শেষ হাসি হাসলেন আয়াক্স ফুটবলাররা। পানাথিনাইকোসকে ১৩-১২ গোলে হারিয়ে শেষ পর্যন্ত ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনের দিকে এক পা বাড়াল নেদারল্যান্ডসের ক্লাব দল আয়াক্স। পেনাল্টি নেওয়ার দিক থেকে ২০০৭ সালে অনূর্ধ্ব ২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসের রেকর্ড ভেঙে দিল এই ম্যাচ। সেই ম্যাচে ৩২টি পেনাল্টি শ্যুটআউট হয়েছিল।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের ত্রাতা বার্গার! শেষ উইকেটে জুটিতে তুললেন ৬৩ রান…
নির্ধারিত সময় শেষে দুই লেগের ফল মিলিয়ে দেখা যায়, নেদারল্যান্ডসের আয়াক্স এবং গ্রিসের পানাথিনাইকোস দল দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। গত সপ্তাহে গ্রিসে গিয়ে ১-০ ফলে জিতেছিল আয়াক্স, ঘরের মাঠেদ্বিতীয় লেগের ম্যাচের শেষ লগ্নে গোল খেয়ে আয়াক্স ১-০ ফলে পিছিয়ে যায়। পয়েন্ট এবং গোলপার্থক্য একই থাকায়, এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়, কিন্তু সেখানেও দুই দলের কেউই পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই দুই দলে ৩৪টি শটের পর জয়ের দেখা পায় আয়াক্স।
টাইব্রেকারে আয়াক্সের হয়ে পাঁচটি সেভ দেন গোলরক্ষক রেমকো পাসভির। প্রথমে নির্ধারিত পাঁচটি টাইব্রেকার শেষ ফল ছিল ৪-৪। এরপর সাডেন ডেথে গিয়েও লড়াই হয় হাড্ডাহাড্ডি। হয় দুই দলের ফুটবলাররা গোল করছিলেন, নাহলে মিস করছিলেন। শেষ পর্যন্ত পানাথিনাইকোসের টনি ভিলহেনার শট মিস হতে, আয়াক্সের ডিফেন্ডার অ্যান্টন গাই গোল করে দলকে প্লে অফে তোলেন।অ্যান্টন যেখানে দুবারই স্পট কিক থেকে গোল করেছেন সেখানে স্ট্রাইকার ব্রায়ান ব্রবি দুবারই টাইব্রেকার শ্যুট মিস করেন। ম্যাচ জিতিয়ে দলের নায়ক আয়াক্সের গোলরক্ষক রেমকো তাই বলেই ফেলেন, ব্রবি কিন্তু ট্রেনিংয়ে পেনাল্টিতে প্রচুর গোল করে, কিন্তু আসল সময়ই রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল।
আরও পড়ুন-লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৪! বাবাকে দেখতে হাসপাতালে লামিন…
বিশ্বফুটবলের ইতিহাসে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটের ইতিহাস তৈরি হয় চলতি বছরের মে মাসে। ইজরায়েলের তৃতীয় ডিভিশনের ম্যাচ এসসি দিমোনা এবং সিমসন তেল আভিভের সেমিফাইনালের ম্যাচে সেদিন নেওয়া হয়েছিল ৫৬টি টাইব্রেকার শট। ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বে ৩৪টি টাইব্রেকারের পর ম্যাচ জিতে প্লে অফ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল ডাচ ক্লাব আয়াক্স। চলতি মাসের শেষেই পোল্যান্ডের ক্লাব জাগিয়েলোনিয়া বিয়ালিস্টোকের মুখোমুখি হবে তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।