বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, হায়দরাবাদ থেকে মোহনবাগানে যোগ দেবেন লেফট ব্যাক আকাশ

চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, হায়দরাবাদ থেকে মোহনবাগানে যোগ দেবেন লেফট ব্যাক আকাশ

আকাশ মিশ্র।

২০২১-২২ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ এফসি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই আকাশ মিশ্র। ক্লাবের এক সূত্র মারফতৎ জানা গিয়েছে, প্রতিভাবান ফুটবলার আকাশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পথে হাঁটতে চলেছে মোহনবাগান।

শুভব্রত মুখার্জি: এই মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন দল এটিকে মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার রাতেই সুখবর পান বাগান সমর্থকেরা। সামনের মরশুম থেকে এটিকে মোহনবাগান নয়, দল সমস্ত টুর্নামেন্ট খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। নাম বদলেই অবশ্য থেমে থাকছে না কলকাতা ময়দানের অন্যতম বড় ক্লাব। এ বার আগামী মরশুমে দলকে সাজিয়ে নিতেও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তারা। আর সেই লক্ষ্যেই দলের ডিফেন্সকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আর সেই কারণে লেফট ব্যাক আকাশ মিশ্রর সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে সবুজ-মেরুন ব্রিগেড।

প্রসঙ্গত ২০২১-২২ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ এফসি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই আকাশ মিশ্র। ক্লাবের এক সূত্র মারফতৎ জানা গিয়েছে, প্রতিভাবান ফুটবলার আকাশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পথে হাঁটতে চলেছে মোহনবাগান। এই চুক্তির অন্যতম অঙ্গ হিসেবে রয়েছে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি-ও। এই চুক্তির জন্য মোহনবাগানের তরফে হায়দরাবাদকে ট্রান্সফার ফি বাবদ‌ দেওয়া হবে তিন কোটি টাকা। সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে এই চুক্তি।

আকাশ তাঁর প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। তাঁর ক্যারিয়ারের সব থেকে বড় বিষয় হল ২০২১-২২ মরশুমে হায়দরাবাদের হয়ে আইএসএল জয়। গত মরশুমেও তিনি হায়দরাবাদের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। ম্যানেলো মার্কেজের দলের হয়ে নিয়মিত শুরু করতেন তিনি। ২০২১ সালের মার্চের ভারতীয় সিনিয়র ফুটবল দলের হয়েও তাঁর অভিষেক হয়েছে। সিনিয়র দলেও তিনি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন। বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলার পরে সিনিয়র দলের হয়ে নিয়মিত খেলাই তাঁর লক্ষ্য। ইতিমধ্যেই সিনিয়র দলের হয়ে ৮টি ম্যাচ তাঁর খেলা হয়ে গিয়েছে। বিশাল কাইথ, হুগো বৌমাস, গ্লেন মার্টিন্স, প্রীতম কোটালদের সঙ্গে আকাশ যোগ দিলে দল আরও বেশি শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।আরও দুই শক্তিশালী বিদেশি ফুটবলারকে সই করাতে তৎপর মোহনবাগান ক্লাব। সেই বিষয়েও কথাবার্তা চলছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জারি অনশন, অবস্থান লালবাজারের সামনে, সপ্তমীর শহরে বাড়ল আন্দোলনের ঝাঁঝ প্রতিদিন বিক্রি করছেন ৯,৩০০ টাকার বড়া পাও , জানুন তাঁর রোজনামচা চলতি আর্থিক বছরে ৬০০টি নতুন শাখা খুলবে SBI, জানালেন চেয়ারম্যান ৯.৫ শতাংশ বেতন বৃদ্ধি হবে পরের বছর! কর্মীদের জন্য সুখবর ১০৬ টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান, সেরা পুজোর খেতাব জিতল কারা? ‘ঈশ্বর সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ রতন টাটার কোন ছবি দেখে বলেছিল নেটপাড়া? তাঁর তৈরি সাম্রাজ্য ছিল ১৬৫ বিলিয়ন ডলারের, তবে রতন টাটা বেতন নিতেন মাত্র... ভারতের উন্নয়ন নিয়ে গভীর চিন্তাভাবনা- রতন টাটার স্মৃতিতে লিখলেন সুন্দর পিচাই ক্যাপ্টেন ও কোচ ভয়ডরহীন ভাবে খেলার লাইসেন্স দিয়েছে, অকপট ম্যাচের সেরা নীতীশ আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! শেষ টেস্ট খেলার আগে বার্তা শাকিবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.