আকাশ মুখোপাধ্যায়, কলকাতা ময়দানে এই নামটা এখন প্রত্যেকের কাছেই পরিচিত। পিয়ারেলেসের আকাশ ফুটবল ময়দানে এক অন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। বাবার মৃত্যুর পরেও সে মাঠে এসে দলের জার্সি গায়ে তুলে নিয়েছিলেন। বাবার শেষকৃত্য করার আগে ফুটবল মাঠে নিজের দায়িত্ব পালন করেছিলেন। মাথা ফেটেছিল, ছটা সেলাই হয়েছিল, সব কিছুর পরেও সে ফুটবল মাঠে নিজের দায়িত্ব পালন করেছিল। খেলার প্রতি তাঁর এই ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
মাঠ থেকে ফিরে আকাশ বাবার শেষ কাজ সম্পন্ন করেছেন। তবে আকাশের মতে এখনই সব শেষ হয়নি। এবার শুরু হবে আকাশের আসল লড়াই। কারণ আকাশের বাবা চাইতেন ছেলে যেন বড় ফুটবলার হয়। বড় ক্লাবের জার্সি গায়ে তোলে। আকাশ এ বার নিজের খেলার মাধ্যমে বাবার সেই স্বপ্নপূরণ করতে চাইছেন। আকাশ জানিয়েছেন, ‘আরও ভালো খেলতে হবে, বড় ক্লাবের জার্সি গায়ে তুলে বাবার স্বপ্ন পূরণ করতে হবে।’
সোমবার সকালেই মৃত্যু হয়েছিল বাবার। তাঁর স্বপ্নপূরণের জন্য কয়েক ঘণ্টা পরেই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে নেমে পড়েছিলেন মাঠে। তারইমধ্যে মাথা ফেটে গিয়েছিল পিয়ারলেসের আকাশ মুখোপাধ্যায়ের। বাবাকে হারানোর ধাক্কাটুকু সামলে ওঠার আগেই মাঠে নেমে আকাশ যে দৃষ্টান্ত স্থাপন করলেন তাতে অনেকেই বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা টেনে ছিলেন। এখন দেখার আকাশ বাবার স্বপ্নপূরণ করে বড় ক্লাবের জার্সি গায়ে তুলে কলকাতা ময়দানের বিরাট কোহলি হয়ে উঠতে পারেন কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।