আল নাসেরের কাছে আরও একবার অজেয় থাকল আল হিলাল। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে আরও একবার বিপর্যস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।আর তাতেই রেগে লাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের মাঝেই তিনি এমন কিছু করলেন যার পরে ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার আবহার প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে সৌদি সুপার কাপে শিরোপার লড়াইয়ে রোনাল্ডোদের ৪-১ গোলে বিধ্বস্ত করে দিয়েছে আল হিলাল। সুপার কাপে এটি তাদের রেকর্ড পঞ্চম শিরোপা। দুটির বেশি শিরোপা জেতেনি অন্য কোনও দল।
আরও পড়ুন… The Hundred: ইতিহাসে প্রথমবার সুপার ফাইভ! হারা ম্যাচ জিতে ফাইনালে জোফ্রা আর্চারদের Southern Brave
তবে এই ম্যাচের প্রথমার্ধ শেষে এমন ফলাফল হবে তা হয়তো কেউ ভাবতেই পারেননি। এই বিষয়টা মেনে নেওয়া কঠিন ছিল আল নাসের ভক্তদের জন্য।কারণ প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ১-০ এগিয়ে যায় আল নাসের। এভাবেই প্রথমার্ধ শেষ করেছিল তারা। তবে রোনাল্ডোর আল নাসেরের স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।
আরও পড়ুন… ভিডিয়ো: এটা কি গৌতম গম্ভীরের ম্যাজিক! প্রথমবার শেন ওয়ার্নের মতো লেগ স্পিন করলেন ঋষভ পন্ত
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা আল হিলাল ম্যাচের শেষ ৪৫ মিনিট আক্রমণের ঝড় তোলে। ৫৫ থেকে ৭২ মিনিট অর্থাৎ মাত্র ১৭ মিনিটের মধ্যে চার চারবার নাসেরের জালে বল জড়িয়ে দেয়। ফাইনাল ৪৫ মিনিটে হঠাৎ খেই হারিয়ে ফেলে রোনাল্ডোর দল। লন্ডভন্ড হয়ে যাওয়া ক্রিশ্চিয়ানোর আল নাসের। এরপরে আর ঘুরে দাঁড়াতেই পারেনি তারা। এই সময়ে নিজের মেজাজ হারিয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের পর এক গোল হজম করার পরে সতীর্থদের ওপর বেশ খেপে যান সিআর সেভেন। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী। এরপরে আরও নানা অঙ্গ ভঙ্গি করতে থাকেন তিনি। যার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… এটা বিব্রতকর, কেন প্রযুক্তিকে ব্যবহার করা হবে না- টেনিসের সবচেয়ে বড় বিতর্কে ঝাঁপিয়ে পড়লেন জকোভিচ
ম্যাচের ৫৫ মিনিটে আল হিলালকে সমতায় ফেরান সার্জেস মিলিনকোভিচ-সাবিচ। সমতায় ফেরার পর আর ফিরে তাকাতে হয়নি আল হিলালকে। ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন আলেকজেন্ডার মিত্রোভিচ। ৭২ মিনিটে আল নাসেরের কফিনে শেষ পেরেকটি এটে দেন ম্যালকম। তাতেই রোনাল্ডোদের কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নেয় আল হিলাল। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬টি ম্যাচ। ৬০টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জিতেছিলেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।