উরুগুয়ের বিরুদ্ধে বলিভিয়ার ড্রয়ের পরেই পরবর্তী ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যায় আর্জেন্তিনার। বুধবার খোলা মনে মাঠে নেমে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে পরাজিত করে অর্জেন্তিনা।
ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলের জালে তিনবার বল জড়ায় আর্জেন্তিনা। জবাবে ব্রাজিল একবার গোলমুখ খুলতে সক্ষম হয় হোম টিমের। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ঘাড়ে আরও একটি গোল চাপিয়ে দেয় অর্জেন্তিনা। মরিয়া প্রয়াস চালিয়েও শেষার্ধে কোনও গোল করতে পারেনি ব্রাজিল।
ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের শেষ রক্ষণকে পরাস্ত করে আর্জেন্তিনা। ম্যাচের ৪ মিনিটের মাথায় আর্জেন্তিনার হয়ে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। সেই রেশ কাটার আগেই ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্তিনা। ১২ মিনিটের মাথায় বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করেন এনজো ফার্নান্ডেজ।
২৬ মিনিটের মাথায় ব্যবধান কমিয়ে স্কোর-লাইন ২-১ করে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এক্ষেত্রে গোল করেন ম্যাথিয়াস কুনহা। তবে তার কিছুক্ষণের মধ্যেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্তিনা। ৩৭ মিনিটে ব্রাজিলের তেকাঠিতে বল ঠেলে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ফলে আর্জেন্তিনা বিরতিতে যায় ৩-১ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে তুলনায় মরিয়া দেখায়। যদিও ২ গোলের লিড থাকায় আর্জেন্তিনা বাড়তি ঝুঁকি নেয়নি। তাই রক্ষণেই নজর ছিল মার্টিনেজদের। ম্যাচের ৭১ মিনিটের মাথায় উল্টে ব্রাজিলের জালে ফের বল জড়িয়ে দেয় আর্জেন্তিনা। এবার তাদের হয়ে গোল করেন জুলিয়ান সিমিয়নে, যিনি ৬৮ মিনিটের মাথায় আলমাদার পরিবর্তে মাঠে নামেন। ফলে ম্যাচের স্কোর-লাইন দাঁড়ায় আর্জেন্তিনার অনুকূলে ৪-১। বাকি সময়ে কোনও দলই আর নতুন করে প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ফলে চূড়ান্ত স্কোর-লাইনে আর কোনও বদল হয়নি।
এই জয়ের পরে ১৪ ম্যাচে আর্জেন্তিনার সংগ্রহ দাঁড়ায় ৩১ পয়েন্ট। তারা লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে। ব্রাজিল ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছে। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিতে তিন নম্বরে অবস্থান করছে উরুগুয়ে।
আর্জেন্তিনার প্রথম একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, ট্যাগলিয়াফিকো, ওটামেন্দি, রোমেরো, মলিনাস, পারেদেস, আলমাদা, ম্যাক অ্যালিস্টার, এনজো, ডি'পল ও জুলিয়ান আলভারেজ।
ব্রাজিলের প্রথম একাদশ
বেনতো, আরানা, মুরিলো, মারকিনহস, ওয়েসলি, জোলিনটন, আন্দ্রে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, রাফিনহা ও কুনহা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।