পরম আনন্দে বিশ্বকাপের ট্রফি পাশে নিয়ে ঘুমোচ্ছেন। বিশ্বকাপ ট্রফিকে যেন কোনওভাবেই কোল ছাড়া করতে চাইছেন না। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লিওনেল মেসির এমনই ছবি। যে ছবি নিয়ে আবার নেটিজেনদের একাংশ বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে ট্রোল করলেন। তাঁরা মস্করা শুরু করেন, শেষে কিনা অনন্যার নকল করলেন মেসি।
এমনিতে বিশ্বকাপ জয়ের পর ইতিমধ্যে আর্জেন্তিনায় ফিরে গিয়েছেন মেসিরা। যে দেশে এখন উৎসব চলছে। মঙ্গলবার ভোররাতে বুয়েনস আইরেসে ডি'মারিয়া, মার্টিনেজরা পৌঁছানোর পর অভ্যর্থনা জানান আর্জেন্তিনার মানুষ। রাস্তায় পুরো জনপ্লাবন নেমে এসেছিল। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় মেসিদের অবিস্মরণীয় অভ্যর্থনা জানান আর্জেন্তাইনরা। রাস্তায় এত মানুষ ছিলেন যে ভিড় ঠেলে মেসিদের বাস কার্যত এগিয়ে যেতে পারছিল না। তারইমধ্যে সমর্থকরা নাচতে থাকেন। বাজাতে থাকেন ব্যান্ড। গান গাইতে থাকেন তারস্বরে।
সেই অবিস্মরণীয় অভ্যর্থনার পর সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। একটি ছবিতে দেখা গিয়েছে, বিছানায় ঘুমোচ্ছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। পাশে রাখা সেই স্বপ্ন, যা বাস্তবে পরিণত হয়েছে - বিশ্বকাপ ট্রফি। অপর একটি ছবিতে মেসিকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছে। তাঁর পাশেই রাখা আছে বিশ্বকাপ। অপর ছবিতে বিশ্বকাপ ট্রফিকে জাপটে ধরে মেসিকে আর্জেন্তিনার জনপ্রিয় পানীয় খেতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ভোররাতে জনপ্লাবন আর্জেন্তিনায়! বিশ্বকাপ জিতে দেশে পা মেসিদের: ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় মেসির সেইসব ছবি ভাইরাল হয়ে যায়। তারইমধ্যে কয়েকজন তো একধাপ এগিয়ে যান। অনন্যার প্রসঙ্গ টেনে তাঁরা দাবি করতে থাকেন, বলিউড অভিনেত্রীর নকল করছেন মেসি। এক নেটিজেন বলেন, ‘প্রিয় লিওনেল মেসি, দয়া করে আমাদের অনন্যা পান্ডেকে নকল করা বন্ধ করুন।’ একইসুরে অনেকে অনন্যা এবং মেসির কোলাজ পোস্ট করতে থাকেন।
কিন্তু কেন এমন বলছেন নেটিজেনরা? এমনিতে অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোলের মুখে পড়েন অনন্যা। বলিউডে অভিষেকের পরেও তাঁর অভিনয় নিয়ে মস্করা করেছিলেন নেটিজেনদের একাংশ। তারইমধ্যে ২০২০ সালে সেরা নয়া অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন অনন্যা।
তারপর সোশ্যাল মিডিয়ায় অনন্যার দুটি ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তাতে দেখা গিয়েছিল যে ফিল্মফেয়ারের ট্রফি নিয়েই ঘুমোচ্ছেন অনন্যা। তা নিয়ে তুমুল ট্রোলড হয়েছিলেন বলিউড অভিনেত্রী। এখনও অনন্যার পিছু ছাড়ছে না সেই ছবি। এমনকী মেসির ছবির সঙ্গেও তাঁকে ট্রোল করছেন নেটিজেনদের একাংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।