প্রথমে শ্রীলঙ্কার ক্লাব ব্লুস্টার এসসি-কে উড়িয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। তার পর বাংলাদেশের বাংলাদেশের ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে মূলপর্বে খেলার ছাড়পত্র পায় সবুজ মেরুন ব্রিগেড। দুরন্ত ছন্দ থেকে এটিকে মোহনবাগানের মূল পর্বে গ্রুপে কোন কোন টিম রয়েছে, জানেন?
মূূল পর্বে গ্রুপ ডি-তে খেলবে এটিকে মোহনবাগান। তারা ছাড়াও এই গ্রুপে রয়েছে গোকুলাম এফসি, বসুন্ধরা কিংস এবং মাজিয়া এসআর। এই গ্রুপে ভারতের আর এক টিম রয়েছে। প্রসঙ্গত গোকুলম গত বারের আইলিগ চ্যাম্পিয়ন। গত ১৮ মে যুবভারতীতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামবেন হুগো বৌমাস, জনি কাউকোরা।
আরও পড়ুন: উইলিয়ামসের দুরন্ত হ্যাটট্রিক, ৩-১ আবাহনীকে হারিয়ে AFC Cup-এর মূল পর্বে ATK MB
আরও পড়ুন: দলকে সাফল্য এনে দিতে পারেননি, তবু নতুন মরশুমে ATK MB-র দায়িত্বে ফেরান্দোই
তবে এই এএফসি কাপের লড়াইয়ের মাঝেই 'রিমুভ এটিকে' দাবিতে সরব মোহনবাগান সমর্থকেরা। তারা মোহনবাগানের সামনে থেকে এটিকে-কে সরামোর দাবি তুলেছে। আর এই দাবি নিয়ে প্রতিবাদও তীব্র আকার নিচ্ছে।
এ দিকে এখন থেকেই পরের মরশুমের দল গোছাতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান কর্তারা। কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে তারা চুক্তি সেরে ফেলেছে। কিয়ান নাসিরিকেও পরের মরশুমের জন্য সই করিয়েছে। তবে জানা গিয়েছে, এটিকে মোহনবাগান আর পরের মরশুমে রয় কৃষ্ণকে দলে রাখবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।