ব্রেন স্ট্রোকে আক্রান্ত ফুটবলার আনসুমানা ক্রোমা। দীর্ঘদিন কলকাতা ময়দানে খেলেছেন এই লাইবেরিয়ান স্ট্রাইকার। গতবারও ছিলেন আইলিগের দল নেরোকা এফসিতে। জানা গেছে, হঠাৎই ব্রেক স্ট্রোক হয় এই ফুটবলারের। ভর্তি করা হয় হাসপাতালে। আইসিইউতে রয়েছেন তিনি। অবস্থা স্থিতিশীল হলেও সংকটমুক্ত নন তিনি। চিকিৎসকরা ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন এই ফুটবলারকে। এক সময় দুই প্রধানেই দাপিয়ে খেলেছিলেন ক্রোমা। বিপক্ষে দলের ত্রাস হয়ে উঠেছিলেন। কলকাতা লিগে বিদেশ ফুটবলার খেলানোয় নিষেধাজ্ঞা আসার পর আর কলকাতার বড় ক্লাবে সেভাবে খেলতে দেখা যায়নি তাঁকে। আইলিগের বিভিন্ন ক্লাবেই খেলতে দেখা যেত আনসুমানা ক্রোমাকে। তাঁর অসুস্থতার খবরে স্বভাবতই মন খারাপ বাংলার ফুটবলের।
কয়েকবছর আগে বাংলার ফুটবলের অন্যতম চর্চার কেন্দ্র বিন্দুতে ছিলেন আনসুমানা ক্রোমা। মোহনবাগানে কামোর সঙ্গে জুটি বেঁধে খেলেছিলেন কলকাতা লিগ, এরপরই আইলিগেও সুযোগ পান। পরে ইস্টবেঙ্গলেও জার্সিতেও ময়দানে দাপিয়ে বেড়িয়েছিলেন। কিন্তু আইএসএল আসার পর আর তাঁকে বড় ক্লাবে দেখা যায়নি। কলকাতা লিগেও বিদেশি ফুটবলার খেলানোয় নিষেধাজ্ঞা থাকায়, খেপের মাঠেই মূলত খেলতে দেখা যেত তাঁকে। ছোট মাঠের ফুটবলে নিয়মিত সদস্য ছিলেন তিনি। জানা গেছে, প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর ফুটবল খেলা নিয়ে না ভেবে, তাঁকে যাতে সুস্থ করা যায় সেই চিন্তাই করছে চিকিৎসকরা।
৩০ বছর বয়সী এই লাইবেরিয়ান ফুটবলার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শরীরের এক পাশ অসাড় হয়ে গেছে। এই অবস্থায় তাঁর ফুটবলার জীবন হয়ত শেষ। কিন্তু আপাতত সেসব নিয়ে না ভেবে, তাঁকে সংকটমুক্ত করাই প্রধান কাজ চিকিৎসকদের। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার দেবজিত ঘোষ। যত দ্রুত তাঁকে সংকটমুক্ত করা যায়, চিকিৎসকদের কাছে সেই আবেদনই রেখেছেন তিনি। আপাতত আইসিইউতেই রাখা হয়েছেন আনসুমানা ক্রোমাকে। জানা গেছে আগের থেকে কিছুটা স্থিতিশীল রয়েছেন তিনি। তাঁর স্বদেশী বন্ধুরা বারবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের থেকে তাঁর খোজ খবর নিচ্ছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, নেরোকার পাশাপাশি চার্চিল ব্রাদার্স, পিয়ারলেস স্পোর্টস ক্লাবেও অতীতে খেলেছেন এই মিডিও। এই ধরণের অসুস্থতার ক্ষেত্রে সুস্থ হওয়ার প্রক্রিয়া অনেক দীর্ঘ হয়, অর্থাৎ অনেকটা সময় ধরেই চিকিৎসা চলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও। আপাতত প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বেরোনোর মতোই লাইবেরিয়ান ক্রোমার সামনে চ্যালেঞ্জ আইসিইউ থেকে বেরিয়ে সুস্থতার পথে ফিরে আসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।