আআইএসএলজয়ী কোচ ফিরলেন ভারতেই, কিন্তু আইলিগ ক্লাবের হাত ধরেই। কিছুটা অবাক বিষয় হলেও এমনই হল স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে। শারীরিক অসুস্থতার জন্য গত মরশুমে মোহনবাগান ক্লাবের ডাগআউটে শেষ ল্যাপের কয়েকটা ম্যাচে বসতে পারেননি, যদিও শিল্ড জয়ের দিন তিনি উপস্থিত ছিলেন ফুটবলারদের চাঙ্গা করতে। বয়স এবং অসুস্থতার কথা ভেবে এরপর আর তাঁঁকে না রাখার সিদ্ধান্ত নেয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। হাবাসের পরিবর্তে কোচ করে আনা হয় আরেক স্প্যানিশ জোসে মোলিনাকে। আইএসএলে এটিকে দলে হাবাসের মতোই কোচিংয়ের অভিজ্ঞতা ছিল মোলিনার। তিনিও অতীতে আইএসএল চ্যাম্পিয়ন দলের কোচ, ফলে তাঁকে পেয়ে হাবাসকে আর রাখতে চায়নি বাগান, এবার নতুন ক্লাব পেয়ে গেলেন বাগানের প্রাক্তন কোচ।
আরও পড়ুন-MLC-তে ফ্যাফ ধামাকা! প্লে অফে MI-কে হারাল টেক্সাস সুপার কিংস, দেখুন ভিডিয়ো
মোহনবাগানকে আইএসএল শিল্ড জেতানো কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে এবারে দেখা যাবে আইলিগের দল ইন্টার কাশীর ডাগআউটে। অক্টোবর মাসে শুরু হওয়ার কথা আইলিগ, তাঁর আগেই দলের কোচের নাম ঘোষণা করে দিল কাশীর এই ফুটবল দল। সচরাচর এমন দেখা যায় না, যে আইএসএলে দলকে চ্যাম্পিয়ন করা কোচ আইলিগে কোচিং করাতে আসছে, কিন্তু হাবাসও এমনই চ্যালেঞ্জিং মানসিকতার, তাই তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।
আরও পড়ুন-‘বিশ্বকাপ জিততে কপাল লাগে, পিচে কেরামতি নয়’! কাইফের দাবি উড়িয়ে মন্তব্য বিক্রমের
শোনা যাচ্ছে মোহনবাগান কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এই কড়া কোচ। কিন্তু সেখানেও তাঁকে পিছনে ফেলেন স্বদেশিয় ম্যানোলো মার্কোয়েজ। সন্দেশ ঝিংগান, গুরপ্রিত সান্ধুদের কোচের পদে বসেন মার্কোয়েজ। এআইএফএফের কোচ ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করেছিলেন হাবাস, কিন্তু তাঁর নাম না থাকায় শেষ পর্যন্ত চেনা ভারতেরই এক ক্লাবে কোচিংয়ের সিদ্ধান্ত নিলেন বর্ষিয়ান কোচ। গতবার এই দলের কোচ ছিলেন কার্লোস সান্তামারিনা।
আরও পড়ুন-শহরে পা রাখলেন মোহনবাগানের নতুন বিদেশি টম! বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা সমর্থকদের
গতবছর ডিসেম্বরে মোহনবাগান দল পরপর হারতে থাকায় কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জুয়ান ফেরান্দোকে। পরিবর্তে টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকা হাবাসকে দেওয়া হয় দায়িত্ব। কোচের হটসিটে বসে প্রথম থেকেই গাড়ি মসৃণ গতিতে চালানো শুরু করেন হাবাস। একটি পরিবর্তন করে হুগো বুমোর পরিবর্তে জনি কাউকোকে নিয়ে আসেন স্প্যানিশ কোচ, তাতেই পুরো খেলা বদলে যায় বাগানের। এরপর হাইপ্রোফাইল মুম্বই সিটি এফসিকে সল্টলেক স্টেডিয়ামে প্রথমবার হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতে নেয় বাগান। এবার অবশ্য মোহনবাগানের আইলিগজয়ী দলের বেশ কয়েকজন বিদেশি সদস্য়কেই ছেড়ে দিয়েছে বাগান, সেই তালিকায় হাবাসের সঙ্গে রয়েছেন সাদিকু, হেক্টর য়ুস্তে, ব্রেন্ডন হ্যামিলরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।