বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে দু'টি প্রস্তুতি ম্যাচের জন্য ইতিমধ্যেই বড় ধাক্কা পেয়েছে ভারতীয় দল। চোট পেয়ে বাদ পড়েছেন দুই তারকা ফুটবলার সুনীল ছেত্রী ও আশিক কুরুনিয়ন। এই পরিস্থিতিতে এ বার জাতীয় দলে একাধিক নতুন মুখকে দেখা যেতে পারে।
জানা গিয়েছে, বাহরিনের বিরুদ্ধে ২৮ সদস্যের সম্ভাব্য দলে সুযোগ পেতে পারেন আনোয়ার আলি এবং দানিশ ফারুখ। এফসি গোয়ার হয়ে প্রত্যাবর্তনে অসাধারণ পারফর্ম করেছেন আনোয়ার। এদিকে বেঙ্গালুরু এফসির হয়ে ভালো খেলেছেন দানিশ।
এছাড়া জাতীয় দলে সুযোগ পেতে পারেন ঋত্বিক দাস। জামশেদপুর এফসির হয়ে চার গোল করেছেন ঋত্বিক। তবে ঋত্বিককে প্রস্তুতি ম্যাচে নয়, এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরে সুযোগ দেওয়া হতে পারে।
যা খবর, প্রস্তুতি শিবিরের আগে ঋত্বিককে সে ভাবে পাওয়া যাবে না, যদি জামশেদপুর এফসি ফাইনালের যোগ্যতা অর্জন করে। ফলে একেবারে কলকাতায় এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরে সুযোগ পেতে পারেন বাঙালি এই উইঙ্গার।
বাহরিন এবং বেলারুশের বিরুদ্ধে পর পর দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরিবর্তিত পরিস্থিতিতে বেলারুশের বিরুদ্ধে আগেই না খেলার কথা জানিয়ে দিয়েছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।