বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > বিতর্কের মাঝেই লাল-হলুদ জার্সি গায়ে অনুশীলনে নামলেন আনোয়ার আলি, ISL শুরুর আগে কী করবে ইস্টবেঙ্গল?

বিতর্কের মাঝেই লাল-হলুদ জার্সি গায়ে অনুশীলনে নামলেন আনোয়ার আলি, ISL শুরুর আগে কী করবে ইস্টবেঙ্গল?

আনোয়ার আলির ইস্যুতে কোন পথে ইস্টবেঙ্গল (AIFF) (HT_PRINT)

জাতীয় ক্যাম্প থেকে ফিরে ফের ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলনে নামলেন আনোয়ার আলি। মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ সংক্রান্ত ইস্যুতে চার মাস নির্বাসিত করা হয়েছে আনোয়ার আলিকে। ফলে আপাতত ইস্টবেঙ্গলের হয়ে তাঁর আইএসএল খেলা নিয়ে প্রশ্ন রয়েছে।

জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে মঙ্গলবারই কলকাতা ফিরেছেন আনোয়ার-সহ পাঁচ লাল-হলুদ ফুটবলার। এদিন থেকে ফের ক্লাবের অনুশীলনে নামলেন মহেশ সিং, নন্দকুমাররা। মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ সংক্রান্ত ইস্যুতে চার মাস নির্বাসিত করা হয়েছে আনোয়ার আলিকে। ফলে আপাতত ইস্টবেঙ্গলের হয়ে তাঁর আইএসএল খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এরমধ্যেই বুধবার বিকালে লাল-হলুদ জার্সিতে অনুশীলনে নেমে পড়লেন এই তরুণ ডিফেন্ডার। ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবার আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ঘণ্টা দেড়েক প্র্যাকটিস করে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন… Bangladesh vs India Tests: চোটের কারণে ছিটকে গেলেন শরিফুল, টিমে জাকির আলি! ১৬ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসিত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। দলের ফুটবলারকে শাস্তি দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে ইস্টবেঙ্গলকেও। এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছে ইস্টবেঙ্গল। জানা গিয়েছে অ্যাপিল কমিটিতে আবেদন করবে ইস্টবেঙ্গল। এর মধ্যেই গতকাল সব কিছু পিছনে ফেলে দলের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলি।

আরও পড়ুন… Duleep Trophy 2024: মাত্র দুই বল খেলেই মাঠ ছাড়লেন! রুতুরাজের চোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা

সূত্রের খবর, এদিন দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করেন চোট পাওয়া সাইড ব্যাক মহম্মদ রাকিপ। যদিও প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম। বৃহস্পতিবার বিকালের বিমানে বেঙ্গালুরু যাবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আনোয়ারের সঙ্গে শাস্তি পেয়েছে লাল-হলুদও। দু’টো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে তাদের। এ প্রসঙ্গে শীর্ষকর্তা দেবব্রত সরকারের বক্তব্য, ‘এই শাস্তির ব্যাখ্যা চেয়েছি। সেটা হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। ক্লাব ক্লাবের শাস্তি নিয়ে পদক্ষেপ করবে। আনোয়ার, দিল্লি এফসি ওদের শাস্তি নিয়ে পদক্ষেপ করবে।’

আরও পড়ুন… আর্থিক জটিলতা কাটাতে PSG ও এমবাপের মধ্যস্থতার ডাক! প্রস্তাব প্রত্যাখান করলেন কিলিয়ান

দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানের হয়ে খেলতে এসেছিলেন আনোয়ার আলি। আসন্ন মরশুমে মোহনবাগান ছেড়ে লাল-হলুদে পাঁচ বছরের জন্য সই করেন তিনি। মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি মনে করছে এটা নিয়ম-বহির্ভূত। ফলে চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আইএসএলের শুরুর পর্বে খেলতে পারবেন না। যদিও চাইলে আনোয়ার আলি তাঁর শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফার কাছে যেতে পারেন।

আরও পড়ুন… AFG vs NZ 4th Day: ফের বৃষ্টি, ভেস্তে গেল চতুর্থ দিনের ম্যাচ! এখনও টস আয়োজন করা গেল না

ভারতের হয়ে ম্যাচ খেলে গত মঙ্গলবার কোলকাতা ফেরেন তিনি। তারপরেই আসেন লাল-হলুদ তাঁবুতে। আগামী ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। গত কাল থাকে নিজেদের মাঠে অনুশীলন শুরু করেছে লাল-হলুদ। সূত্রের খবর, এদিন দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করেন চোট পাওয়া সাইড ব্যাক মহম্মদ রাকিপ। যদিও প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম। এদিকে, বৃহস্পতিবার কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কাস্টমস। চোটের জন্য এই ম্যাচে নেই আজাদ সাহিম।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.