বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ARG vs AUS, FIFA World Cup, Round of 16: মেসি ম্যাজিকে পরাস্ত অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা ৩ গোল করেও, জিতল ২-১-এ
গোলের পর মেসির উচ্ছ্বাস।

ARG vs AUS, FIFA World Cup, Round of 16: মেসি ম্যাজিকে পরাস্ত অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা ৩ গোল করেও, জিতল ২-১-এ

দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফেভারিট ছিল আর্জেন্তিনা। ফেভারিটদের মতো খেলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। শেষ আটের লড়াইয়ে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, যারা আমেরিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

ফের স্বপ্নের ফেরিওয়ালা লিওলেন মেসি। তাঁর ম্যাজিক। তাঁর সেই বাঁ-পা। মেসিতে মজে বিশ্বকাপের মঞ্চ। আর্জেন্তিনার হয়ে তিনি এ দিন আরও একটি গোল করেন। হাজারতম ম্যাচে করে ফেললেন নজির। মারাদোনাকে ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার হয়ে মোট ৯টি গোল করলেন তিনি। মারাদোনা করেছিলেন ৮টি গোল। আর আর্জেন্তিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন বাতিস্তুতা। তাঁর গোলসংখ্যা ১০।

বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। মেসি ছাড়াও আর্জেন্তিনার হয়ে আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ার করা গোলটিও আর্জেন্তিনার দৌলতে পাওয়া। আত্মঘাতী গোল করেন এনজো ফার্সনান্ডেজ।

04 Dec 2022, 02:34:18 AM IST

ম্যাচ শেষের বাঁশি, জিতল আর্জেন্তিনা, কোয়ার্টারে মেসিরা

ম্যাচ শেষের বাঁশি বেজে গেল। দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্জেন্তিনা। ২-১ গোলে তারা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এই ম্যাচে মেসি ম্যাজিকই পিছিয়ে দিল অজিদের। সেই সঙ্গে তো ছিলই অস্ট্রেলিয়ার গোলকিপার রায়ানের বড় ভুল। যার জেরে দ্বিতীয় গোলটি খেয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

04 Dec 2022, 02:09:22 AM IST

গোওওওওলললললল- ব্যবধান কমল অস্ট্রেলিয়ার

৭৭ মিনিট: দুরন্ত প্রচেষ্ঠা গুডউইনের। সঠিক সময়ে অস্ট্রেলিয়া ব্যবধান কমাল। তবে গোলটি হল আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজের জন্য। বক্সের মধ্যে গুডউইনের জোরালো শট এনজোর মাথায় লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোলে ব্যবধান কমাল এখান থেকে অস্ট্রেলিয়া কি পারবে খেলার রং বদলাতে?

04 Dec 2022, 02:06:27 AM IST

তিনটি পরিবর্তন অজিদের

৭৩ মিনিট: তিনটি পরিবর্তন অস্ট্রেলিয়াক। মিলোস ডেজেনেক, মিচেল ডিউক এবং ম্যাথিউ লেকির পরিবর্তে মাঠে নামলেন জেমি ম্যাক্লারেন, ফ্রাঁ কার্সিক এবং গারং কুওল।

04 Dec 2022, 02:04:17 AM IST

আর্জেন্তিনার জোড়া পরিবর্তন

৭২ মিনিট: আলভারেজ এবং আকুনার পরিবর্তে মাঠে এলেন লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকো।

04 Dec 2022, 01:53:15 AM IST

গোওওওওলললললল- ২-০ করে ফেলল আর্জেন্তিনা

৫৭ মিনিট: অজি কিপার রায়ানের ভুলে আরও একটি গোল খেয়ে গেল আর্জেন্তিনা। অস্ট্রেলিয়ার ডিফেন্সের ভুল তো রয়েইছে। তারা প্রতি আক্রমণে উঠে নামতে পারেনি। ফাঁকা গোল, রায়ানের উচিত ছিল বলটা দ্রুত ক্লিয়ার করা। সেটা না করে মেসি, আলভারেজদের মধ্যে দিয়ে বলটি তিনি কী করতে চেয়েছিলেন, নিজের কাছেই বোধহয় পরিষ্কার ছিলেন না। তাঁর ভুল কর্মের জন্যই গোল খেয়ে গেল অস্ট্রেলিয়া। তাঁর পা থেকে বল নিয়ে ফাঁকা গোলে ঢুকিয়ে দেন জুলিয়ান আলভারেজ।

04 Dec 2022, 01:48:54 AM IST

দ্বিতীয়ার্ধে খেলা কিন্তু খুব আগ্রাসী হচ্ছে না

৫৫ মিনিট: নকআউটের ম্যাচ হিসেবে খেলার গতি যতটা বেশি হওয়ার কথা ছিল, ততটা হচ্ছে না। আর অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে, সেটা তাদের খেলাতে বোঝা যাচ্ছে না। সেই তেজটাই যেন নেই। ম্যাচটা তাই কিছুটা এক তরফাই হয়ে গিয়েছে।

04 Dec 2022, 01:35:41 AM IST

শুরু দ্বিতীয়ার্ধের খেলা

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। মেসির গোলে এগিয়ে আর্জেন্তিনা। তবে গোলের ব্যবধান বাড়াতে হবে। ১-০ লিড ধরে রাখা কিন্তু কঠিন।

04 Dec 2022, 01:22:39 AM IST

বিরতি

প্রথমার্ধের খেলা শেষ। এখনও পর্যন্ত দুরন্ত ফুটবল হয়েছে এমন নয়। দুই দলের কেউই খুব অসাধারণ খেলেনি। তবে মেসি-ম্যাজিকেই এগিয়ে আর্জেন্তিনা। চোখ জোড়ানো ওই একটি গোলই ম্যাচের অক্সিজেন। মেসির গোলের হাত ধরেই ১-০ এগিয়ে রয়েছে আর্জেন্তিনা।

04 Dec 2022, 01:11:51 AM IST

গোওওওওললললললল- মেসির ম্যাজিক

৩৫ মিনিট: অনবদ্য গোল। হাজারতম ম্যাচে দুরন্ত গোল। ৩৫ মিনিটের আগে মেসিকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কিন্তু আসল কাজটাই করে গেলেন মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম গোল করলেন মেসি। বলটি যে ভাবে অজি ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ালেন, সেটাতেই প্রমাণিত, কেন তিনি বিশ্বের সেরা প্লেয়ার। চোখধাঁধানো গোল।বিশ্বকাপের মঞ্চে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯টি। তার আগে একমাত্র রয়েছেন বাতিস্তুতা। আর্জেন্তিনার হয়ে তাঁর গোলসংখ্যা ১০। এটাই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার ফুটবলারের করা সবচেয়ে বেশি গোল। এ বার বাতিস্তুতাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন মেসি।

04 Dec 2022, 01:01:35 AM IST

আর্জেন্তিনার প্রথম পজিটিভ একটা প্রচেষ্টা

গোমেজ, যিনি একাদশে ডি'মারিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন, তিনি লক্ষ্যে বল রাখতে পারেননি। তা না হলে খেলার ফল অন্য রকম হতেই পারত।

04 Dec 2022, 12:56:32 AM IST

আগ্রাসী ভাব নেই আর্জেন্তিনার

২০ মিনিট: প্রি-কোয়ার্টারের মতো আর্জেন্তিনাকে কিন্তু ছন্দে দেখাচ্ছে না। আরও একটু আক্রমণাত্মক হতে হবে এবং দ্রুত গোল তুলে নিতে হবে। খুচরো দু'-একটি আক্রমণ ছাড়া সে ভাবে চাঞ্চল্যকর কিছু করতে দেখা যায়নি আর্জেন্তিনা। মেসিও এখনও আশা দেখাচ্ছেন না। 

04 Dec 2022, 12:48:27 AM IST

এখনও কোনও দল লক্ষ্যে শট রাখতে পারেনি

১০ মিনিট: ১০ মিনিট ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত  ৭২ শতাংশ বলের দখল যদিও রেখেছে আর্জেন্তিনা।

04 Dec 2022, 12:33:40 AM IST

খেলা শুরু

আমেরিকাকে সহজে হারিয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা-অস্ট্রেলিয়া। এই ম্যাচে কি মেসিরা জয় ছিনিয়ে নেবেন? নাকি অজিরা অঘটন ঘটাবে?

04 Dec 2022, 12:25:14 AM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

ম্যাথু রায়ান, মিলোস ডিজেনেক, কাই রোলস, হ্যারি সাউটার, আজিজ বেহিচ, কিয়ানু ব্যাকাস, অ্যারন মুয়, জ্যাকসন আরভিন, ম্যাথু লেকি, মিচ ডিউক, রিলি ম্যাকগ্রি।

04 Dec 2022, 12:24:12 AM IST

আর্জেন্তিনার প্রথম একাদশ

আশঙ্কা সত্য়ি করে চোটের জন্য চিটকে গিয়েছেন ডি'মারিয়া।এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, রডরিগো ডি'পল, মার্কোস অ্যাকুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, আলেজান্দ্রো গোমেজ, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি (অধিনায়ক)।

03 Dec 2022, 11:42:11 PM IST

দ্বৈরথের পরিসংখ্যান

ইতিহাস বলছে, আর্জেন্তিনা-অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত যে সাত বার মুখোমুখি হয়েছে, তার প্রথমটিতে জিতেছে অস্ট্রেলিয়া। সিডনিতে সেই ১৯৮৮ সালে। এর পর ১৯৯৩ সালে মারাদোনার দলের সঙ্গেও ড্র করেছিল অস্ট্রেলিয়া।মোদ্দা কথা, পরিসংখ্যানে এগিয়ে মেসিরা। সাত বারের মধ্যে পাঁচ বার আর্জেন্তিনা জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে এবং একটি জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৭ সালে সিডনিতে শেষ বার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সে বার আর্জেন্তিনা জিতেছিল এক গোলে।

03 Dec 2022, 11:42:11 PM IST

অস্ট্রেলিয়ার কোচ আত্মবিশ্বাসী

ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়া ৩৮ নম্বরে। তবে তাদের দলের অন্তত ৯ জন ফুটবলার ইউরোপে নিয়মিত খেলেন। নকআউটে উঠেই তাই আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। সাংবাদিক সম্মেলনে আর্জেন্তিনার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করে দিয়েছে তিনি। বলেছেন, ‘এটা হলুদ জার্সি বনাম নীল-সাদা জার্সির লড়াই, এটা যুদ্ধ এগারো বনাম এগারোর। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’ গ্রাহাম আর্নল্ড তাঁর ছেলেদের জানিয়ে দিয়েছেন, সবাইকে ফিট থেকে সেরাটা দিতে হবে সেরা দলের বিরুদ্ধে। 

03 Dec 2022, 11:42:11 PM IST

আর্জেন্তিনা শিবিরের হাল

গ্রুপ লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলেও বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন করে আর্জেন্তিনা। তবে শেষ ষোলোর লড়াইয়ের আগে চাপে কোচ লিওনেল স্কালোনি। ডি'মারিয়ার চোট তাঁর দুশ্চিন্তা বাড়িয়েছে। শেষ পনেরো দিন অনেকটাই বদলে দিয়েছে স্কালোনিকে। বিশেষ করে সৌদি আরবের কাছে হার অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল তাঁকে। নিজেই স্বীকার করে নিয়েছেন, চোট সত্ত্বেও ফুটবলার বেছেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঠিক কোন ফর্মেশনে দল সাজাবেন, তা নিয়েই বেশি চিন্তিত তিনি।গ্রুপের সীমানা অতিক্রম করলেও, নকআউটের লড়াই খুব সহজ হবে না। স্কালোনি আগেই সূচি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। পোল্যান্ড ম্যাচ খেলার ৭২ ঘণ্টার মধ্যে ফের খেলতে হচ্ছে। রিকভারির জন্য এত কম সময় পাওয়ায়, ফিট হতে পারেননি ডি'মারিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত নন কোচ নিজেও। ম্যাচের আগে জানিয়েছেন, ‘গতকাল অধিকাংশের রিকভারি ছিল। অস্ট্রেলিয়াকে বিশ্লেষণ করতেই সময় গিয়েছে। প্রস্তুতির পর স্পষ্ট ছবি পাওয়া যাবে।’ 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লাদাখে বিজেপির টিকিট না পেয়ে ফুঁসলেন সেরিং, প্রার্থী তাশি, জল্পনা তুঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপত্তিতে ফেলেছে নির্বাচন কমিশনকে, ‘‌এআই’‌ কি ভিলেন?‌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ স্থগিত করল ক্রিকেট আয়ারল্যান্ড সংস্কার চলছে মা উড়ালপুলে, শুক্রবার পর্যন্ত চলবে কাজ, যান চলাচল কি ব্যাহত হবে? ভারতীয়রা গরীব দেশে টি২০ খেলে না- অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে দরিদ্র বললেন সেহওয়াগ? ৫ বারের সেরা সাংসদ, ৫৮ বছর বয়সে অবশেষে দশম পাশ করলেন শিবসেনা নেতা ‘শাশুড়ি কখনো মা হয় না…’! রাজের মায়ের সঙ্গে ভিডিয়ো, শেয়ার করে কী লিখলেন শুভশ্রী? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত রগরগে ঘনিষ্ট দৃশ্যে সাবলীল ছিলেন রেখা, এখনও স্মৃতি হাতড়ে চলছেন শেখর সুমন 'রাজপরিবারের যুবরাজের উপদেষ্টা...', 'উত্তরাধিকার কর' নিয়ে কংগ্রেসকে তোপ মোদীর

Latest IPL News

ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি চলতি আইপিএলে অভিষেক পোড়েলের খেলাই হত না এবার! দাবি DC-র তারকা অজি ওপেনারের IPL-র ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রান করার নজির গড়লেন স্টইনিস জাতীয় দল নয়, IPL-এ খেলাকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান! দাবি সতীর্থদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.