কেরিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। তাঁর দিকেই তাকিয়ে ছিলেন আর্জেন্তিনার সমর্থকেরা। হতাশ করলেন না মেসি। গোটা ম্যাচ জুড়ে দাপটের সঙ্গে খেললেন। সেই সঙ্গে গোল করে গড়লেন নজিরও। টপকে গেলেন মারাদোনাকে।
1/5বিশ্বকাপ মেসিময়। মেসি, মেসি এবং মেসি। অন্তত আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের সারাংশ এটাই। আবার মেসি ম্যাজিক দেখল কাতার। আর সেই সঙ্গে মেসি গড়ে ফেললেন নজির। টপকে গেলেন মারাদোনাকে। সামনে শুধু বাতিস্তুতা।
2/5অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেসির গোলেই ভাঙে অস্ট্রেলিয়ার ডিফেন্স। আর সেই সঙ্গে নিজের হাজারতম ম্যাচে মেসি করে ফেললেন নজির। মারাদোনাকে ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার হয়ে মোট ৯টি গোল করলেন তিনি।
3/5বিশ্বকাপে মারাদোনার মোট গোল ৮টি। সেখানে মেসি এ দিন ছাপিয়ে গেলেন মারাদোনাকে। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মারাদোনা। আর এই তালিকায় দুইয়ে উঠে এলেন মেসি।
4/5এই তালিকায় একে রয়েছেন বাসিস্তুতা। তাঁর গোলসংখ্যা ১০। বাতিস্তুতাই আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন। এ বার বাতিস্তুতাকে টপকানোর পালা মেসির।
5/5এ ছাড়াও মারাদোনের মতোই বিশ্বকাপে ৮টি গোল রয়েছে আর্জেন্তিনার আর এক কিংবদন্তি গুইলারমো স্টেবিলের। মারিও কেম্পেস বিশ্বকাপে করেছেন ৬টি গোল।