জল্পনা বহুদিনেরই ছিল, এবার সেই জল্পনায় শিলমোহর পড়ল। আগামী বছরের ১ জুন বহু প্রতিক্ষিত ম্যাচে মুখোমুখি হতে চলেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ও উয়েফা ইউরো জয়ী ইতালির জাতীয় ফুটবল দল। নিশ্চিতভাবে ঠিক কোথায় অনুষ্ঠিত হবে না জানালেও লন্ডনেই এই খেলা হবে বলে জানিয়েছে উয়েফা।
আর্জেন্তিনা এবং ইতালির জয়ের পরেই বহুদিন ধরে সমর্থকরা দুই ফুটবলপাগল মহাদেশের দুই চ্য়াম্পিয়ন দেশের মধ্যে ম্যাচের আয়োজন নিয়ে সরব হয়েছিলেন। সমর্থকদের দাবি মেনে ম্যাচ হবে শোনা গেলেও কোথায়, কবে হবে, সেই বিষয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। সঠিকভাবে লন্ডনের কোথায় ম্যাচ আয়োজিত হবে না জানালেও মনে করা হচ্ছে ওয়েম্বলিতেই হতে চলেছে এই ম্যাচ।
লাতিন আমেরিকার লিওনেল মেসিদের ফ্লেভার ফুটবলের সঙ্গে চিয়েলিনি-বনুচ্চিদের ইতালির জমাট রক্ষণের মোকাবিলা যে নিঃসন্দেহে প্রচুর সমর্থক আগ্রহ ভরে দেখবেন, তা আলাদা করে বলতে লাগে না। দুই চ্যাম্পিয়ন দলের এই ম্যাচকে ‘ফাইনালিসিমা’ নামকরণ করা হয়েছে।
শুধু তাই না, দক্ষিণ আমিরকার ফুটবল সংস্থা কনমেবলের সঙ্গে যৌথভাবে কাজ করা ও তাদের মধ্যেকার সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে উয়েফা ২০২৮ সাল পর্যন্ত এক চুক্তিও স্বাক্ষর করেছে। দুই ফুটবলসংস্থার যৌথ অফিস লন্ডনে গড়ে তোলা হবে খবর। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতেও দুই মহাদেশের ফুটবল সংস্থা মিলে আরও অনেক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। এর পাশপাশি একদম নীচু স্তরে ফুটবলের উন্নতি, শিক্ষা এবং নিরাপত্তা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে এই চুক্তির মাধ্যমে।