কয়েক মাস হল শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছর পর কাপ জিতেছে আর্জেন্তিনা। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও কানাডাতে নিয়মানুযায়ী তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই ২০৩০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০৩০ বিশ্বকাপ ১০০ বছরে বছরে পা দেবে। মঙ্গলবার আর্জেন্তিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের জন্য একসঙ্গে বিড জমা দি। মন্টেভিডিওতে একশো বছর পর ফের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ‘যেখানে ফুটবলের জন্ম হয়েছিল'।
আর্জেন্তিনা ফুটবল সংস্থার (এএফএ) একটি অনুষ্ঠান চলাকালীন, চারটি দেশের কর্মকর্তারা দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের সভাপতি আলেজান্দ্রো ডমিনঙ্গুয়েজকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন। আলেজান্দ্রো অনুষ্ঠানে জানান, তিনি আশা করেন, ফিফা তাদেরকে টুর্নামেন্ট আয়োজন করার ছাড়পত্র দিতে পারে।
তিনি বলেন, ‘২০৩০ বিশ্বকাপ শুধুমাত্র আর একটি বিশ্বকাপ নয়। ১০০ বছর ধরে চলে আসা একটি ইতিহাস। ৩০ বিশ্বকাপ স্বীকৃতির সঙ্গে উদযাপনের দাবি রাখে।’ উল্লেখ্য, ১৯৩০ সালে মন্টেভিডিওতে প্রথম বিশ্বকাপ শুরু হয়। তিনি আরও বলেন, ‘যারা আমাদের আগে এসেছিলেন এবং প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত করিয়ে দেখিয়ে দিয়েছিলেন তাদের স্মৃতিকে সম্মান করার বিষয়ে একটা বাধ্যবাধকতা রয়েছে।’
এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে, আমরা এটা পরিচালনা করতে চাইছি। যা দক্ষিণ আমেরিকানদের স্বপ্ন। শুধুমাত্র বিশ্বকাপের ১০০ বছরের জন্য আমরা এটা করতে চাইছি না। ফুটবলের জন্য যে আবেগ নিয়ে আমরা রয়েছি, তার জন্য করতে চাই।’
আর্জেন্তিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘বলিভিয়াকে এই স্বপ্নে যোগ দিতে বলা হবে।’
১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের পর আর্জেন্তিনা ১৯৭৮ সালে এবং চিলি ১৯৬২ সালে বিশ্বকাপের আয়োজন করে। তবে প্যারাগুয়ে কোনওবারই ফুটবল বিশ্বকাপ আয়োজন করেনি।
তবে দক্ষিণ আমেরিকার এই দেশগুলির একত্রে বিড করলেও তাদের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। স্পেন-পর্তুগালের সঙ্গে তাদের প্রতিযোগিতায় নামতে হবে। অন্যদিকে সৌদি আরব এবং মরক্কো বিড করতে পারে বলে মনে করা হচ্ছে।