নিশ্চিত ভাবেই লিয়োনেল মেসির জন্য এটি ছিল শেষ কোপা আমেরিকা। তবে শেষ ম্যাচেও পুরো ম্যাচ খেলা হল না মেসির। চোটের কারণে মাঠ ছাড়তে হল আর্জেন্তাইন মহাতারকাকে। আর চোট পেয়ে মাঠ ছাড়ার সময়ে কান্নায় ভেঙে পড়লেন লিও মেসি। সোমবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার তারকা প্লেয়ার চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাচের ৬৬ মিনিটে। মেসির পরিবর্তে নামানো হয় নিকোলাস গঞ্জালেজকে।
আরও পড়ুন: সেরা প্লেয়ার হলেন রদ্রি, ট্রফি জিতে কত টাকা পেল স্পেন?
ম্যাচের ৩৭ মিনিটে মূলত নতুন করে চোট লেগেছিল মেসির। আক্রমণে ওঠার সময়ে তাঁকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের জেরে গোড়ালিতে চোট পান মেসি। এর পরে সাময়িক চিকিৎসা চলে তাঁর। তবে খেলায় ফিরে আসেন কিছুক্ষণের মধ্যেই। চোট পাওয়ার পর প্রথমার্ধে তাঁকে সতর্ক ভাবে খেলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: সরে দাঁড়াচ্ছেন সাউথগেট? ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর ইংরেজ কোচের কথায় তেমনই জল্পনা
দ্বিতীয়ার্ধেও নিজে চেনা মেজাজে তাই পাওয়া যাচ্ছিল না মেসিকে। প্রেসিং করতে গিয়ে বারবার মাঠে পড়ে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন ডি মারিয়ার হাতে। মাঠ ছাড়লেন চোখে জল নিয়ে। প্রসঙ্গত, মেসিকে এমন কড়া ট্যাকেলের পরেও কোনও কার্ড দেখতে হয়নি আরিয়াসকে। ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস বাজাননি ফাউলের বাঁশিও।
মাঠ ছাড়ার পর রিজার্ভ বেঞ্চে বসে ছেলেমানুষের মতোই হাউমাউ করে কেঁদে ফেলেন মেসি। কোপায় মেসির চোট আগে থেকেই ছিল। এর আগে তিনি ম্যাচও খেলতে পারেননি। ভালো ছন্দেও ছিলেন না। পেনাল্টি মিস করেছেন। তবু কোপার ফাইনালে ৯০ মিনিট মাঠে থাকতে না পারার যন্ত্রণায় চোখের জল ধরে রাখতে পারলেন না এলএমটেন। রিজার্ভ বেঞ্চে পায়ে বরফ বেঁধে ডাগ আউটে বসে হাপুস নয়নে কেঁদে ফেলেন মেসি। যে ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তাতে চোখে জল মেসি ভক্তদের। মেসি যখন মাঠ ছাড়ছেন তখনও ফাইনাল ম্যাচ গোলশূন্য।
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ঘিরে আর্জেন্তিনার খেলোয়াড়দের আবেগটা একটু বেশিই ছিল। সেই আবেগ যেন ফল্গুধারার মতোই উপচে পড়ছিল মাঠে। টেলিভিশনের পর্দায় মেসির কান্নার দৃশ্য নিঃসন্দেহে সকলের চোখ ভিজিয়েছে। তবে আর্জেন্তিনার জন্য শেষ পর্যন্ত গলা ফাটিয়ে গিয়েছে ভক্তরা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে চরম আবেগের ম্যাচে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতল আর্জেন্তিনা। এর আগে ১৫টি শিরোপা জিতে উরুগুয়ের সঙ্গে যৌথ ভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে নাম ছিল তাদের।
আরও পড়ুন: সুয়ারেজের জন্য ইতিহাস লেখা হল না কানাডার, টাইব্রেকারে জিতে কোপায় তৃতীয় উরুগুয়ে
এই জয়ে ত্রিমুকুটও পেয়ে গেলেন মেসি-দি মারিয়ারা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা- স্পেনের পর ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্তিনা। ২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতার পর, মেসিরা ২০২৪ সালের কোপা আমেরিকাতেও জয় ছিনিয়ে নিল। স্পেন এই কীর্তি গড়েছিল ২০১০ বিশ্বকাপের আগে এবং পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দু'টি তারা জিতেছে ২০০৮ এবং ২০১২ সালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।