লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া। মেসি ম্যাজিকে ম্লান হয়ে গেল লুকা মদ্রিচের লড়াই।
ফাইনালে উঠল আর্জেন্তিনা
২০১৪ সালের পরে আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল মেসি। এদিন ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল আর্জেন্তিনা। এদিন ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি।
ম্যাচে বাকি পাঁচ মিনিট
৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত পাঁচ মিনিটের খেলা চলছে। এখনও ৩-০ এগিয়ে রয়েছে আর্জেন্তিনা।
সেমিফাইনালের পথে আর্জেন্তিনা
এখনও ৩-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। ৯০ মিনিটের খেলা শেষ। আবারাও নিজের স্বপ্নের দিকে এক পা এগিয়ে দিলেন লিওনেল মেসি।
মাঠে নামলেন দিবালা
চলতি বিশ্বকাপে এই প্রথম মাঠে নামলেন দিবালা। অ্যালভারেজের বদলি হিসাবে মাঠে নামলেন দিবালা।
গোলললল..
আবার গোল করলেন অ্যালভারেজ। মেসির অ্যাসিস্ট থেকে গোল করলেন অ্যালভারেজ। মাঠের মধ্যে অ্যালভারেজ ও মেসির ম্যাজিক দেখা গেল। ম্যাচের ৬৯ মিনিটে ৩-০ এগিয়ে গেল আর্জেন্তিনা।
৬০ মিনিট: আর্জেন্তিনা-২, ক্রোয়েশিয়া-০
খেলা ৬০ মিনিট গড়িয়েছে, এখনও ২-০ এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। তবে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া ক্রোয়েশিয়া। এখনও তিনটে পরিবর্তন করে ফেলেছে তারা। ব্রুনো পেটোভিচ মাঠে এসেছেন। এছাড়া ওরিসিচ ও ভ্লাসিচ মাঠে এসেছেন। এর মধ্যে অবশ্য সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের জন্য বিপদ মুক্ত হয় ক্রোয়েশিয়া।
শুরু দ্বিতীয়ার্ধ
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। এখন দেখার আর্জেন্তিনা নিজেদের লিড ধরে রাখতে পারে কিনা। নাকি সহজেই ফাইনালে পৌঁছে যাবে মেসি অ্যান্ড কোম্পানি।
প্রথমার্ধের খেলা শেষ
মেসি ও অ্যালবারেজের গোলে এগিয়ে আর্জেন্তিনা। ২-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে আর্জেন্তিনা। দেখা যাক শেষ ৪৫ মিনিট খেলা কোন পথে যায়।
৪৫ মিনিট শেষ
৪৫ মিনিট শেষ। ৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ২-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্তিনা।
রেকর্ড করলেন মেসি
বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড করলেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখনও পর্যন্ত আর্জেন্তিনার জার্সি গায়ে ১১টি গোল করেছেন তিনি।
আবার গোললললল
মেসির পরে এবার অ্যালভারেজ। দুরন্ত গোল করে ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিল আর্জেন্তিনা।
গোলললল
মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্তিনা। ম্যাচের ৩৪ মিনিট পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন লিওনেল মেসি।
পেনাল্টি পেল আর্জেন্তিনা
ম্যাচের ৩৩ মিনিটে অ্যালভারেজকে অবৈধ ভাবে আটকাতে গিয়ে ফাউল করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।
৩০ মিনিট: আর্জেন্তিনা-০, ক্রোয়েশিয়া-০
৩০ মিনিটের খেলা শেষ হয়ে গেলেও গোলের দেখা পাওয়া গেল না। তবে এবার গোলের পজিশন আস্তে আস্তে নিজেদের দখলে নিচ্ছে আর্জেন্তিনা।
১৮ মিনিট: আর্জেন্তিনা-০, ক্রোয়েশিয়া-০
ম্যাচের ১৮ মিনিটের খেলা শেষ, এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে বল পজিশনে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। এখনও আর্জেন্তিনার দখলে রয়েছে ৩৪ শতাংশ, ক্রোয়েশিয়ার দখলে রয়েছে ৬৬%।
জানেন কি আর্জেন্তিনার এই রেকর্ড!
আর্জেন্তিনা এখনও পর্যন্ত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে কোনও দিনও হারেনি। এখন দেখার ক্রোয়েশিয়া কি সেই ইতিহাস বদলে দেবে।
শুরু কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল
আপনাদের সকলকে স্বাগত। শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ৯০ মিনিটের লড়াই-এ দেখা যাবে ফল কী হয়?
দেখে নিন দুই দলের ফুটবলারের তালিকা
আর্জেন্তিনা: ড্যামিয়ান মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো, ডি পল, পেরেদেস, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেজ।
বাকি সদস্যরা: আরমানি, ফয়থ, পেজেল্লা, ডি মারিয়া, রুলি, প্যালাসিওস, কোরিয়া, আলমাদা, রদ্রিগেজ, দিবালা, লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ।
ক্রোয়েশিয়া: লিভাকোভিচ, জুরানোভিচ, লোভরেন, গভার্দিওল, সোসা, মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, প্যাসালিচ, ক্রামারিচ, পেরিসিচ।
সাব: স্ট্যানিসিচ, বারিসিচ, এরলিচ, মেজার, গ্রবিচ, ভ্লাসিচ, লিভাজা, পেটকোভিচ, বুদিমির, ওরসিচ, ভিদা, ইভুসিচ, সুতালো, সুসিচ, জ্যাকিচ।
রেফারি: ড্যানিয়েল ওরসাতো (ইতালি)
লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ
চলতি কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া মাত্র একটা ম্যাচ ৯০ মিনিটের মধ্য়ে জিতে সেমিফাইনালে উঠেছে। নক আউটের দুটি ম্যাচেই লুকা মদ্রিচরা জিতেছেন টাইব্রেকারে। প্রি-কোয়ার্টারে জাপান, কোয়ার্টারে ব্রাজিল। দুটি নক আউট ম্যাচেই ১২০ মিনিট পর ম্যাচের ফল ১-১ হওয়ার পর টাইব্রেকারে ক্রোয়েশিয়ার জেতান গোলকিপার লিভাকোভিচ। অন্যদিকে, সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরুর পর লিওনেল মেসিরা যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে গিয়েছেন। মেক্সিকো, পোল্যান্ডকে হারিয়ে নক আউটে ওঠার পর প্রি-কোয়ার্টারে অস্ট্রেলিয়া, আর শেষ আটে ডাচদের হারায় আর্জেন্তিনা। এবার ফাইনালে ওঠার লড়াই।