ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয়ে ফিরল আর্জেন্তিনা। মেসির পাস থেকে বাঁ পায়ের জাদুতে অনবদ্য গোল করলেন মার্টিনেজ। গত ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর এদিনের ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে ফিফা বিশ্বকাপের মূল পর্ব খেলার আরও কাছে পৌঁছে গেল আর্জেন্তিনা। আর ঠিক উল্টো ছবি ব্রাজিল শিবিরে। ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে ড্র করে চাপে ভিনিসিয়াসরা। এর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধেও ম্যাচ ড্র করেছিল তারা। ব্রাজিল এবং আর্জেন্তিনা ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একই গ্রুপে রয়েছে। দু’দলই ১২টি ম্যাচ খেলেছে। বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্তিনা গ্রুপ শীর্ষে রয়েছে এবং ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্তিনা। শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল মেসিরা। সারা ম্যাচে ৭৪ শতাংশ বল পজিশন রেখেছিল তারা। অপরদিকে গোল লক্ষ্য করে ঠিক ভাবে শটই নিতে পারেনি পেরু। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি আর্জেন্তিনার ফুটবলাররা। সেই পথ খোলে দ্বিতীয়ার্ধে। মেসি-মার্টিনেজ যুগলবন্দিতে ম্যাচের ৫৫ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। বাঁ-দিক থেকে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন মেসি। তখন চারজন ডিফেন্ডার তাঁকে ঘিরে রেখেছিল। কিন্তু সকলকে চমকে দিয়ে চোখের পাতা ফেলার আগেই বলটা হালকা করে চিপ করে দেন মেসি। বক্সের মধ্যে সুযোগের অপেক্ষায় থাকা লাওতারো মার্টিনেজ অনবদ্য স্করপিয়ন কিক করে বল জালে জড়িয়ে দেন। এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
অন্যদিকে আরও আঁধারে ব্রাজিলের ফুটবল। ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্রয়ের পর এবার উরুগুয়ের বিরুদ্ধেও ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করল সেলেকাও ব্রিগেড। ম্যাচে ৬২ শতাংশ বল পজিশন রেখেও জিততে ব্যর্থ হল তারা। যদিও খেলার ৫৫ মিনিটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিল ফেদে ভালভের্দে। তবে খুব বেশিক্ষন স্থায়ী হয়নি সেই লিড। ৬২ মিনিটে ব্রাজিলের হয়ে গোল শোধ করেন গার্সন। দু’জনেই দূরপাল্লার শট থেকে বল জালে জড়িয়ে দেন। এরপর ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় দু’পক্ষই। এই ম্যাচ ড্রয়ের পর উরুগুয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এসেছে। বর্তমানে ১২টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২০। তৃতীয় এবং চতুর্থ নম্বরে রয়েছে যথাক্রমে ইকুয়েডর এবং কলম্বিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।