জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শনিবার রাতে আর্সেনাল এবং চেলসি নিজেদের ম্যাচ জিতে খেতাব জেতার দৌড়ে ঢুকে পড়ল দারুণ ভাবে। এদিন লেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট হাসিল করে চেলসি। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ ব্যবধানে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল আর্সেনাল। গত দুই মরশুম EPL-এ রানার্স আপ হিসেবে শেষ করার পর এই মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে আর্সেনাল। তবে লড়াইটা মোটেও সহজ হবে না তাদের জন্য। প্রথম স্থানে থাকা লিভারপুল এবার দারুন ছন্দে রয়েছে। ১১ ম্যাচ খেলে ইতিমধ্যেই ২৮ পয়েন্ট অর্জন করেছে তারা। এবছর কিছুটা খারাপ ফর্মে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। লাগাতার ৩ ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের।
শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের ১২ তম ম্যাচ খেলতে নেমেছিল আর্সেনাল। প্রতিপক্ষ ছিল নটিংহ্যাম ফরেস্ট। ম্যাচে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল গানার্সরা। ১৫ মিনিটে প্রথম গোলটি করেন বুকায়ো সাকা। এরপর প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোল হয়নি আর। ৫২ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন থমাস পার্তে। এরপর ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেন ইথান নওয়ানেরি। শেষ চার ম্যাচের একটিও জিততে না পারার পর এই জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল আর্সেনালের কাছে। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে তারা, ড্র করেছে ৪টি এবং পরাজিত হয়েছে ২টিতে। বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল।
এদিন অপর আরেক ম্যাচে লেস্টার সিটির মুখোমুখি হয়েছিল চেলসি। বিগত মরশুম খারাপ যাওয়ার পর এবার বেশ ভালো শুরু করেছে তারা। এদিনের ম্যাচে প্রথম গোলটি করে চেলসিকে হাফটাইমে এগিয়ে দিয়েছিলেন নিকোলাস জ্যাকসন। এটি তাঁর চলতি প্রিমিয়ার লিগের সপ্তম গোল ছিল। চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। লেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন জর্ডন, খেলার অতিরিক্ত সময় পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। এই মরশুমে ১২টি ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে চেলসি, ড্র করেছে ৪টি এবং পরাজিত হয়েছে ২টিতে। ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। সবে মরশুম শুরু হয়েছে, এখনও অনেকগুলি ম্যাচ বাকি রয়েছে টিমগুলির। তাই শেষ পর্যন্ত খেতাব কার হাতে উঠবে তা জোর দিয়ে বলা মুশকিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।