বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ভারতীয় ফুটবলের উন্নতিতে ওয়েঙ্গারের সাহায্য প্রার্থনা ফেডারেশন প্রেসিডেন্টের

ভারতীয় ফুটবলের উন্নতিতে ওয়েঙ্গারের সাহায্য প্রার্থনা ফেডারেশন প্রেসিডেন্টের

কল্যাণ চৌবে।

বিশ্ব ফুটবলের উন্নতির জন্য ফিফা বিশেষ দায়িত্ব দিয়েছে আর্সেন ওয়েঙ্গারকে। বিশ্বকাপ চলাকালীন কাতারে গিয়েও ওয়েঙ্গারের সঙ্গে কথা বলে এসেছেন কল্যাণ চৌবে।

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৃণমূল স্তরকে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। ফুটবলের স্বার্থে আগে তৃণমূল স্তরের ভিত মজবুত করতে চায় এআইএফএফ। আর জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গারের সাহায্য নেবে ফেডারেশন।

প্রসঙ্গত বিশ্ব ফুটবলের উন্নতির জন্য ফিফা বিশেষ দায়িত্ব দিয়েছে আর্সেন ওয়েঙ্গারকে। বিশ্বকাপ চলাকালীন কাতারে গিয়েও ওয়েঙ্গারের সঙ্গে কথা বলে এসেছেন কল্যাণ চৌবে।

ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষ্যে শনিবার ‘ভিশন ২০৪৭’ চালু করেন কল্যাণ চৌবে। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফিফার ডেভেলপমেন্ট দলের সঙ্গে আমাদের বিস্তারিত ভাবে কথা হয়েছে। এই দলের মাথা ওয়েঙ্গার। তিনি সাহায্য করবেন তৃণমূল স্তরে ভারতীয় ফুটবলের উন্নতি করার। ওয়েঙ্গারের দলের কোচেরা ভারতে আসবেন। ফুটবলের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থসাহায্য আমরা পেয়েছি। আশা করছি ভবিষ্যতেও পাব।’

আরও পড়ুন: অলৌকিক কিছু না ঘটলে সেরা ছয়ে থাকা যাবে না- ওড়িশার কাছে হেরে মেনে নিলেন EB কোচ

২০৪৭ সালের মধ্যে এশিয়ার সেরা চার দলের অন্যতম হয়ে উঠতে চায় ভারত। তার জন্য রোডম্যাপও তৈরি হয়ে গিয়েছে। আর তার প্রস্তুতি এখন থেকেই নিতে চায় ফেডারেশন। আর ভারতীয় ফুটবলের উন্নতির জন্য, যেটা সবচেয়ে পাশাপাশি ফেডারেশন মহিলা ফুটবলেও জোর দিচ্ছে।

আরও পড়ুন: জঘন্য পারফরম্যান্স, এগিয়ে গিয়েও ওড়িশার কাছে হারল লাল-হলুদ

আসলে ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হতে চলেছে। এখন থেকেই সেই বছরটিকে লক্ষ্য রেখে এগোতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

কল্যাণ বলেছেন, ‘এটা আমাদের স্বপ্ন দেখার অধিকার। আমাদের কর্তব্য হল, এই স্বপ্নকে সত্যি করতে যা যা করা দরকার তা করার। দলগত ভাবে আমাদের প্রচেষ্টার ফলে ভারতীয় ফুটবলকে সেই উচ্চতায় নিয়ে যেতে চাই, যেখানে আগে কোনও দিন ভারতীয় ফুটবল পৌঁছায়নি। দল হিসেবে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ২০৪৭ সালে আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। আমাদের ফুটবলে যে জায়গাটায় এখনও খামতি রয়েছে। আগামী ২৫ বছরে তা পূরণ করে ভারতকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে দেওয়াটাই লক্ষ্য। এই কাজে সবাইকে পাশে চাই। ভারতীয় ফুটবলের সোনালি যুগ ফেরাতে চাই। ১৯৫০ এবং ’৬০-এর দশকে ভারত এশিয়ায় যে ভাবে দাপট দেখাত, সেই দিন ফেরাতে চাই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মদ খেয়ে ডিউটি করলে কঠোরতম শাস্তি, পুলিশ, সিভিক, জিআরপির জন্য কড়া নির্দেশিকা লাখ টাকার পুরস্কার জিতেও ভাগ্য সহায় নয়! যে কারণে পুরস্কার বাতিল করল কোম্পানি উত্তরবঙ্গ লবির কর্তা নাকি প্রধান বিচারপতির ‘আত্মীয়’! দাবি করে গ্রেফতার যুবক ৭৮ এই থামল কণ্ঠ, না ফেরার দেশে দূরদর্শন-আকাশবাণীর সংবাদ পাঠিকা ছন্দা সেন মৃত্যুর আগে শেষ ফোন দুই মেয়ে মালাইকা ও অমৃতাকেই করেছিলেন অনিল! কী কথা হয়? কলম্বিয়ার বিরুদ্ধে হার, মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে সপাটে ‘চড়’ এমি মার্টিনেজের! কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা আরজি কর আবহেই সবুজ ঝড়, তৃণমূলের দখলে আরও একটি সমবায় সমিতি 'মুখ্যমন্ত্রীই এড়িয়ে যাচ্ছেন বৈঠক…', সরকারকে পালটা হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের চোটের কারণে ছিটকে গেলেন শরিফুল, টিমে জাকির আলি! ১৬ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.