কোথায় হবে কলকাতা ডার্বি তা এখনও অনিশ্চিত, এরকম পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের তরফে নিশানা করা হল মোহনবাগানকে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছিল ১১ জানুয়ারি গুয়াহাটিতে আয়োজিত হবে ডার্বি। কিন্তু এখনও পর্যন্ত FSDL বা ডার্বির আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। এরফলেই বিরক্তি প্রকাশ করেছেন লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘৩ দিন পরে ডার্বি। এখনও আমরা জানি না কোথায় খেলা হবে। যদি গুয়াহাটিতে খেলা হয় তাহলে তো আমাদের প্লেনের টিকিট এবং হোটেল বুকিংয়ের বিষয় রয়েছে। এর জন্য আমাদের সময় দিতে তো হবে! এর থেকেও বড় কথা দল ডার্বির মানসিকতা নিয়ে তৈরি হতে পারছে না। আদৌ ডার্বি হবে কী হবে না তা জানা না গেলে প্রস্তুতি নেবে কীভাবে?’
এরপর মোহনবাগানকে নিশানা করে তিনি বলেন, ‘এমনও হতে পারে ইতিমধ্যে মোহনবাগান সব কিছু জানে। আমাদের বিপদে ফেলতে তারা ইচ্ছাকৃত ভাবে জানাচ্ছে না। আমি তো এও শুনলাম ম্যাচের প্রস্তুতি দেখতে মোহনবাগান থেকে লোকও চলে গেছে গুয়াহাটিতে। তার মানে তো আমাদের অন্ধকারে রাখা হচ্ছে।’ উল্লেখ্য, বর্তমানে লিগ টেবিলে ১১ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের কাছে প্লে অফে যাওয়ার সামান্য আশা বেঁচে রয়েছে। তবে দল চোট আঘাতের সমস্যায় জেরবার। এরকম পরিস্থিতিতে ডার্বির আগে নতুন বিদেশী ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে তারা। ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। মাদিহ তালাল চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় এই ২৮ বছর বয়সী ফুটবলারকে দলে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পেয়ে উত্তেজিত রিচার্ড সেলিসও। তিনি বলেছেন, ‘এরকম ঐতিহ্যশালী ক্লাবে খেলতে পারাটা গর্বের। এটা আমার জীবনের নতুন চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’ লাল হলুদ কোচও বেশ আশাবাদী সেলিসকে নিয়ে। ব্রুজো বলেন, ‘সামনে পরপর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেখানে রিচার্ডের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। আমাদের দলের শক্তি বাড়ল ও দলে যোগ দেওয়ায়।’ তবে ডার্বির আগে নতুন ফুটবলারকে দলে পাওয়ার কোনও সম্ভাবনা নেই ইস্টবেঙ্গলের। শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারের পর মোহনবাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোটাই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে। বর্তমানে লিগ টেবিলে ১ নম্বরে থাকা দলের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না তা জানে লাল হলুদ শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।