বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022 GER vs JAP: 'বিশ্বমানের স্তরে পৌঁছাচ্ছে এশিয়ার দলও', জার্মানিকে হারিয়ে হুঙ্কার জাপানের কোচের

FIFA World Cup 2022 GER vs JAP: 'বিশ্বমানের স্তরে পৌঁছাচ্ছে এশিয়ার দলও', জার্মানিকে হারিয়ে হুঙ্কার জাপানের কোচের

গোল করছে জাপান। ভূপতিত জার্মানি। (ছবি সৌজন্যে এএফপি)

FIFA World Cup 2022 Germany vs Japan: ফুটবল বিশ্বকাপে পিছিয়ে পড়েও জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে জাপান। যে ম্যাচের আগেরদিন আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল সৌদি আরব।

মঙ্গলবার সৌদি আরব, বুধবার জাপান - পরপর দু'দিন বিশ্বকাপে দুই হেভিওয়েট দলকে হারিয়েছে এশিয়ার দল। তারপরই জাপানের হাজিমে মোরিইয়াসু কার্যত হুঁশিয়ারি দিলেন, বিশ্বের সেরা ফুটবল দলগুলির স্তরের কাছে পৌঁছে যাচ্ছে এশিয়ার দলগুলি।

বুধবার পিছিয়ে পড়েও জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জেতার পর জাপানের কোচ বলেন, ‘আমরা আক্রমণাত্মকভাবে খেলা শুরু করতে চেয়েছিলাম। আমরা খেলায় ছড়ি ঘোরাতে চেয়েছিলাম। কিন্তু জার্মানি অত্যন্ত শক্তিশালী দল। তাই ক্রমাগত রক্ষণ সামলাতে হচ্ছিল এবং নিজেদের হাতে আসা সুযোগের সদ্ব্যবহার করতে হত।’ সেইসঙ্গে তিনি বলেন, 'এটা বড়সড় অঘটন। আমরা আর্জেন্তিনার বিরুদ্ধে সৌদি আরবের জয় দেখেছিলাম। এশিয়ার দলগুলি বিশ্বমানের স্তরে পৌঁছাচ্ছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন