আজকেই কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার পর্ব। তবে ম্যাচের প্রাক্কালেই গোটা ম্যাচ হওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। ঘটনার কেন্দ্রে কম্বোডিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সাও সোখা।
Fresh News Asia-র এক রিপোর্ট অনুযায়ী, সোখার দাবি তাঁর দলের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করা হয়েছে। তাঁদের পতাকাকে অসম্মান করা থেকে দলের ফুটবলের থাকা-খাওয়ার খেয়াল রাখেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। এর জেরেই তিনিই ভারতীয় ফেডারেশন তথা এএফসি উভয়ের কাছেই দ্রুত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। ক্ষমা চাওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। সেই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এসেছে ম্যাচ না খেলার হমকিও।
আরও পড়ুন:- পরপর হারছে দল, তাও স্টিমাচের অধীনে নাকি ভারতের দারুণ উন্নতি হয়েছে, দাবি সন্দেশের
আরও পড়ুন:- I-League খেলা ফুটবলাররা কেন জাতীয় দলে ব্রাত্য, আসল কারণ খোলসা করলেন কোচ স্টিমাচ
তিনি বলেন, ‘তিন ঘণ্টার মধ্যে যদি এএফসি, আইএফএ এবং আয়োজকরা কম্বোডিয়ার কাছে ক্ষমা না চান, তাহলে ম্যাচ না খেলেই কম্বোডিয়া দেশে ফিরে আসতে বাধ্য হবে।’ ম্যাচের ঠিক আগেই এমন ঘটনার জেরে এখন ম্যাচ আয়োজন হওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।