বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Asian Cup Qualifiers: চিকেনপক্সে জাতীয় দলের বাইরে ঋত্বিক দাস, বদলি হিসাবে সুযোগ পেলেন ATK MB-র টাংরি

Asian Cup Qualifiers: চিকেনপক্সে জাতীয় দলের বাইরে ঋত্বিক দাস, বদলি হিসাবে সুযোগ পেলেন ATK MB-র টাংরি

জাতীয় দলে ডাক পেলেন দীপক টাংরি। ছবি- টুইটার।

লিস্টন কোলাসো এএফসি কাপ থেকে চোট নিয়ে জাতীয় শিবিরে যোগ দেওয়ায় তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে।

৮ জুন থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার পর্ব। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে খেলবে ভারতীয় দল। সেই মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারের আগেই অসুস্থ হয়ে পড়েছেন ঋত্বিক দাস। ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৬ জনের ভারতীয় দলে ছিলেন ঋত্বিক। তবে  চিকেন পক্স হওয়ায় আপাতত খেলা হচ্ছে না তাঁর।

ঋত্বিকের বদলিও ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। তাঁর বদলে জাতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছেন এটিকে মোহনবাগানের ২৩ বছর বয়সি মিডফিল্ডার দীপক টাংরি। এ বিষয়ে জানিয়ে স্টিমাচ বলেন, ‘ঋত্বিক দাসের চিকেনপক্স হওয়ায় আমরা দীপক টাংরিকে দলে নিয়েছে। দীপক মিডফিল্ড এবং সেন্ট্রাল ডিফেন্ডার, যেখানে আমরা ওকে খেলাতে পছন্দ করি, উভয় জায়গাতেই খেলতে পারে।’ স্টিমাচ আরও জানান রাহুল কেপি, আপুইয়া, বিক্রম এবং রহিম আলিকেও পাচ্ছে না দল। 

এছাড়া সম্ভবত বর্তমানে ভারতের সবচেয়ে ইনফর্ম খেলোয়াড় লিস্টন কোলাসোর খেলা নিয়েও জল্পনা রয়েছে। এএফসি কাপে সুবজ-মেরুনের হয়ে হ্যাটট্রিক করা লিস্টন, চোট নিয়েই জাতীয় শিবিরে যোগ দিয়েছেন বলে জানান স্টিমাচ। ‘লিস্টন এএফসি কাপ চোট পায় এবং সেই নিয়েই আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এই পরিস্থিতিটা আমাদের খতিয়ে দেখতে হবে। ও এটিকে মোহনবাগানের হয়ে দারুণ খেলেছে এবং পাসিং হোক, গোল করা হোক বা এক বনাম এক, ও দারুণ খেলতে সক্ষম।’ ভারত আট জুন কম্বোডিয়া, ১১ জুন আফগানিস্তান এবং ১৪ তারিখ হংকংয়ের বিরুদ্ধে খেলবে।

বন্ধ করুন