এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচে কম্বোডিয়াকে হারানোর পর, শনিবার (১১ জুন) দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। দুই দলের গত ম্যাচ ১-১ ড্র হয়েছিল। যুবভারতীতে এদিন সন্ধ্যায় আবারও ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে একেবারে শেশ মুহূর্তে জ্বলে উঠেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।
গোটা ম্যাচে ছেত্রী একাধিকবার গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেন। প্রথমার্ধে অনেকটা ফাঁকা জায়গা পেয়েও কর্ণার থেকে তাঁর হেডার গোলে রাখতে পারেননি, দ্বিতীয়ার্ধে বাই সাইকেল কিকে গোল করার চেষ্টা করেও, বলের সঙ্গে পা সঠিক কানেক্ট করতে পারেননি ছেত্রী। তবে ১৭ বছরের লম্বা কেরিয়ারে ভারতের দরকারে বরাবরই শেষ কথা সুনীলই। যুবভারতীতেও অধিনায়ক প্রমাণ করে দিলেন ‘বুড়ো হাড়ে’ এখনও যথেষ্ট ক্ষমতা রয়েছে। ম্যাচের ৮৫ মিনিটে সুনীল ছেত্রী ফ্রি-কিক থেকে যে গোলটা করলেন, তেমন গোলে বিশ্বের যে কোনও ফুটবলার গর্ব বোধ করতেন।
আরও পড়ুন:- নাটকীয় রাতে ফের সুনীলের গোল দেখল যুবভারতী, আফগানদের হারাল ভারত
আরও পড়ুন:- হাতাহাতি থেকে ঘুষি - ম্যাচের শেষে ঝামেলা ভারত ও আফগান ফুটবলারদের: ভিডিয়ো
আফগান ওয়ালের পাশ দিয়ে দুরন্ত বাঁক খাওয়ানো শটে সুনীল জালে বল জড়িয়ে দেন। শটের এতটা শক্তি ছিল যে আফগান গোলরক্ষক বলে হাত লাগিয়েও তা রুখতে পারেননি। এই গোলের সুবাদে জাতীয় দলের জার্সি গায়ে ছেত্রীর মোট গোলসংখ্যা দাঁড়াল ৮৩, যা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর, এখনও খেলা চালিয়ে যাওয়া ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। যদি সুনীলের গোলের পরে আফগানদের হয়ে হায়দারি সমতা ফেরান। তবে শেষমেশ সাহালের আরেকটি দারুণ ফিনিশে ম্যাচ জিতে নেয়। পরপর দুই ম্যাচ জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ভারত। তাদের পরবর্তী ম্যাচ গ্রুপ শীর্ষে থাকা হংকংয়ের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।