বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > এখনও লক্ষ্যে পৌঁছয়নি, Asian Cup-এ মূলপর্বে খেলা প্রায় নিশ্চিত হলেও হংকং ম্যাচ জিততে মরিয়া ছেত্রী

এখনও লক্ষ্যে পৌঁছয়নি, Asian Cup-এ মূলপর্বে খেলা প্রায় নিশ্চিত হলেও হংকং ম্যাচ জিততে মরিয়া ছেত্রী

সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। ছবি- এআইএফএফ।

ভারতের ভবিষ্যত প্রজন্মের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক সুনীল ছেত্রী।

এএফসি এশিয়ান কাপের প্রথম দুই ম্যাচেই কম্বোডিয়া এবং আফগানিস্তানকে হারিয়ে বেশ ভাল জায়গায় রয়েছে ভারত। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলেই পরের বছর এশিয়ান কাপে খেলা পাকা। অবশ্য না জিতলেও, নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করা সেরা পাঁচ ফুটবল দলের মধ্যে শেষ করে এশিয়ানে কোয়ালিফাই করার সম্ভাবনা প্রবল।

তবে সেইসব হিসেব নিকেশে যেতে চান না ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। হংকংয়ের বিরুদ্ধে জয়ই তাঁর একমাত্র লক্ষ্য। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলেন ছেত্রী বলেন, ‘সবশেষে এক বড় পুরস্কার, অর্থাৎ এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু গত দুই ম্যাচে ভাল করলেও, এখনও নির্ধারিত লক্ষ্যে পৌঁছয়নি। আমাদের বাকি ফলাফল ভুলে টুর্নামেন্টটা ভালভাবে শেষ করা প্রয়োজন। আমরা গত ম্যাচে যেখানে শেষ করেছিলাম, ওই জায়গা থেকেই পরের ম্যাচে শুরু করার প্রয়োজন। টুর্নামেন্টের শুরুতেই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আমরা প্রতিটি ম্যাচে জয়ের জন্যই মাঠে নামব।’

মহাদেশের সেরা দলগুলির বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন সুনীল। পাশাপাশি আগামী প্রজন্মের তরুণদের ওপরেও তাঁর অগাধ ভরসা। ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দলের জন্য সুদিন অপেক্ষা করছে। ধীরে ধীরে ওরা (তরুণরা) দলে নিজেদের ভূমিকা এবং কী করতে হবে না হবে, তা ভালভাবে বুঝতে পারছে। আকাশ, জিকসন, সুরেশ, আনোয়ার ১০ থেকে ২০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা পেয়ে গেলে ওরা কী করতে পারে খালি ভেবে দেখুন।’ আশায় বুক বাঁধছেন সুনীল। ভারত নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (১৪ জুন) হংকংয়ের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা এখন সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

খাইয়ে দেওয়া-চুমু খাওয়া সব হল,শিবপ্রসাদ-কৌশানির 'শিমুল-পলাশ'-গন্ধ মাখা সেকী প্রেম আরজি করের বিচার মিলছে না কেন? জেনেভা গিয়ে প্রশ্নের মুখে এস জয়শঙ্কর, জবাব কী এল? দেশের হয়ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নেই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন জুরেল ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.