ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অঞ্জু তামাং-এর গোলে এগিয়ে যায় ভারত। পরে ৬৮ মিনিটে লাই-এর গোলে সমতায় ফেরে চাইনিজ তাইপেই। এরপরে ৮৪ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন সুসান সু।
India vs Chinese Taipei Match Highlight: মন জিতল ভারত
এদিনের ম্যাচটি ভারত হারলেও, দারুণ ফুটবল উপহার দিয়ে সকলের মন জিতলেন অঞ্জু তামাংরা। ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের গ্রুপ লিগের ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের মহিলা ফুটবল দল। সেই ম্যাচে কেমন খেলেন বালা দেবীরা সেটাই দেখার। এদিনের ম্যাচের প্রথমার্ধে কোনও দলই কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অঞ্জু তামাং-এর গোলে এগিয়ে যায় ভারত। পরে ৬৮ মিনিটে লাই-এর গোলে সমতায় ফেরে চাইনিজ তাইপেই। এরপরে ৮৪ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন সুসান সু। যদিও র্যাঙ্কিং-এ ভারতের থেকে চাইনিজ তাইপেই অনেকটা এগিয়ে তবু তাদেরকে দারুণ চ্যালেঞ্জ দিয়েছিলেন বালা দেবীরা। এবার দেখার থাইল্যান্ডের বিরুদ্ধে তারা কী করেন?
IND vs TPE Live Match: জিতল চাইনিজ তাইপেই
বৃহস্পতিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ৪৬ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন অঞ্জু তামাং। ৬৮ মিনিটে লাই-এর গোলে সমতায় ফেরে চাইনিজ তাইপেই। এরপরে ৮৪ মিনিটে গোল করেন সুসান সু। শেষ পর্যন্ত ভারতকে ২-১ গোলে হারাল চাইনিজ তাইপেই।
India vs Chinese Taipei Live Match: ৯০+৫ মিনিট
বাকি আর দু মিনিট। এখনও ১-২ গোলে পিছিয়ে রয়েছে ভারত। তবে দারুণ একটা খেলা উপহার দিয়েছে অঞ্জু তাাং-রা। দেখার বাকি ২ মিনিটে কী হয়?
India vs Chinese Taipei Live Match: ৯০ মিনিট
শেষ হল ৯০ মিনিটের খেলা। সাত মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ২-১ গোলে এগিয়ে চাইনিজ তাইপেই।
২-১ গোলে এগিয়ে গেল চাইনিজ তাইপেই
শ্রেয়া বক্সের ভিতরে আসা একটি লম্বা বলের গতিপথকে ভুলভাবে অনুধাবন করে, সু সহজে গোল করে চাইনিজ তাইপেইকে এগিয়ে দেয়। সুসান সু-এর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে চাইনিজ তাইপেই।
India vs Chinese Taipei Live Match: ৮০ মিনিট
শেষ পাঁচ মিনিটে আবারও বেশকিছু আক্রমণ করল ভারত। তবে শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি তামাং-মনীষারা।
India vs Chinese Taipei Live Match: ৭৫ মিনিট
একের পর এক চাপ তৈরি করছে চাইনিজ তাইপেই। ভারতের বক্সে খেলা চলছে। তবে এর মাঝেই শ্রেয়া দারুণ কয়েকটা সেভ দিলেন।
IND vs TPE Live Match: সমতা ফেরাল চাইনিজ তাইপেই
ম্যাচের ৬৮ মিনিটে ম্যাচের সমতা ফেরাল চাইনিজ তাইপেই। লাই- দুরপাল্লার একটি শট মারেন এবং দারুণ গোল করেন।
India vs Chinese Taipei Live Match: ৬৫ মিনিট
এখনও পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে ভারত। তবে দারুণ ফুটবল উপহার দিচ্ছে ভারতের মহিলা ফুটবল দল।
IND vs TPE: বসলেন বালা দেবী নামলেন জ্যোতি
দলে বড় পরিবর্তন করলেন ভারতীয় দলের কোচ। বসলেন বালা দেবী নামলেন জ্যোতি।
India vs Chinese Taipei Live Match: ৫৫ মিনিট
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে এগিয়ে গিয়েছে ভারত। তবে ম্যাচে ফেরার চেষ্টা করছে চাইনিজ তাইপেই।
গোলললললল
দ্বিতীয়ার্ধের শুরুতেই অঞ্জু তামাং-এর গোলে এগিয়ে গেল ভারত।
India vs Chinese Taipei Live Match: শেষ প্রথমার্ধ
শেষ হল ম্যাচের প্রথমার্ধ, এই সময়ে কোনও দলই গোল করতে পারল না। তবে এই সময়ে চাইনিজ তাইপেইকে দারুণ চ্যালেঞ্জ দল ভারত।
India vs Chinese Taipei Live Match: ৪৫ মিনিট
৪৫ মিনিটের খেলা শেষ। এক মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
India vs Chinese Taipei Live Match: কার্ড দেখলেন সঙ্গীতা বাসফোর
ম্যাচের ৪৩ মিনিটে হলুদ কার্ড দেখলেন সঙ্গীতা বাসফোর।
India vs Chinese Taipei Live Match: ৪০ মিনিট
৪০ মিনিটের খেলা শেষ। এখনও পেল না কোনও দল। প্রথমার্থের বাকি পাঁচ মিনিটে কি কোনও দল করতে পারবে?
India vs Chinese Taipei Live Match: ৩৫ মিনিট
দারুণ সুযোগ তৈরি করেছিল ভারত। মনীষা ও বালা দেবী দারুণ সুযোগ তৈরি করেছিল। কিন্তু তাতে সফল হতে পারল না ভারত। খেলার ফল গোলশূন্য।
India vs Chinese Taipei Live Match: ৩০ মিনিট, আবার সেভ
শ্রেয়া হুডা আবারও দারুণ সেভ দিলেন। চাইনিজ তাইপেই কর্নার নিয়েছিলেন এবং তাতে একটু বদল করা হয়েছিল। দুরপাল্লার শটে গোল করার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত শ্রেয়া হুডা বাঁচিয়ে দেন।
Asian Games Live Match updates: কার্ড দেখলেন মনীষা কল্যাণ
ম্যাচের ২৮মিনিটে হলুদ কার্ড দেখলেন মনীষা কল্যাণ।
India vs Chinese Taipei Live Match: ২৫ মিনিট
ম্যাচের ২৫ মিনিট খেলা হয়ে গিয়েছে, কোনও দলই গোল করতে পারেনি। তবে চাইনিজ তাইপেইকে দারুণ চ্যালেঞ্জ দিয়েছে ভারত।
India vs Chinese Taipei Live Match: ২০ মিনিট
শেষ পাঁচ মিনিটে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। খেলার ফল এখনও গোলশূন্য।
India vs Chinese Taipei Live Match: মিস করলেন বালা দেবী
অল্পের জন্য মিস করলেন বালা দেবী। ম্যাচ ১৮ মিনিটে গোল করার সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন বালা দেবী। তাঁর সামনে গোলরক্ষক ছাড়া আর কেউই ছিলেন না। তবে বলের কাছে পৌঁছাতে ব্যর্থ হন তিনি।
India vs Chinese Taipei Live Match: ১৫ মিনিট
শেষ পাঁচ মিনিটে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছে ভারত। একটা ফ্রি কিকও তারা আদায় করে। তবে দুই দলই গোল করতে পারেনি।
India vs Chinese Taipei Live Match: ১০ মিনিট
ম্যাচের দশ মিনিটের খেলা শেষ হয়েছে। কোনও দল এখনও গোল পায়নি। তবে ম্যাচের প্রথমে ভারত সুযোগ পেলেও, পরে আক্রমণের ঝড় তুলেছে চাইনিজ তাইপেই। একাধিক আক্রমণ করেছে তারা।
India vs Chinese Taipei Live Match: শ্রেয়া হুডার দারুণ সেভ
৬ মিনিটে চাইনিজ তাইপেই ভারতের বক্সে ঢুকে পড়েছিলেন, কিন্তু শ্রেয়া দারুণ সেভ দিলেন।
India vs Chinese Taipei Live Match: দারুণ শুরু করল ভারত
ম্য়াচের শুরুতে মনীষা কল্যাণ চাইনিজ তাইপেইয়ের বক্সে ঢুকে গিয়েছিলেন, বালা দেবীকে বল দিতে পারলেই সফল হতে পারত ভারত। তবে তাতে সফল হতে পারল না ভারত। দুটো কর্নার আদায় করলেও সেখান থেকে গোল করতে পারল না ভারত।
Asian Games Live Match updates: শুরু ভারত বনাম চাইনিজ-তাইপেইয়ের ম্যাচ
শক্তিশালী চাইনিজ-তাইপেইয়ের বিরুদ্ধে লড়াই শুরু করল ভারত। সুনীল ছেত্রীরা বাংলাদেশকে হারিয়েছে এবার কি বালা দেবীরা করে দেখাতে পারবেন?
India vs Chinese Taipei Live Match: দেখে নিন দুই দলের লাইন আপ
ভারতের লাইন আপ- শ্রেয়া হুডা, সুইটি দেবী, আশালতা দেবী, সঙ্গীতা বাসফোর, সঞ্জু, অঞ্জু তামাং, বালা দেবী, ডাংমেই গ্রেস, ইন্দুমাথি কাথিরেসান, মনীষা কল্যাণ, ডালিমা ছিব্বার চাইনিজ-তাইপেইয়ের লাইন আপ- মিং-জং, লি-পিং, ইয়েন-পিং, জিয়াং-হুই, সিউ-চিন, মানি-চিং, চিয়া-ইং, ইউ-চিহ, টিং-চি, ইং-হুই, পু-ইয়েহ।
চাইনিজ তাইপেইয়ের বর্তমান ফল
চাইনিজ তাইপেই অবশ্য সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছে, পাপুয়া নিউ গিনি (৫-০), লেবানন (৫-১) এবং ইন্দোনেশিয়া (৪-০) এর মতো দলকে পরাজিত করেছে এবং প্যারাগুয়েকেও তারা ধরে রেখে ছিল। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্লেঅফে পেনাল্টিতে হারার আগে ২-২ ড্র করেছিল তারা।
চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ভারতের রেকর্ড
যদিও চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ভারতের রেকর্ডের কথা লেখার মতো নাও হতে পারে। ভারত ছয়টি ম্যাচে হেরেছে এবং একটি জিতেছে। উভয় পক্ষের মধ্যে শেষ বৈঠকটি একটি আশাব্যঞ্জক ফলাফল দেখা গিয়েছিল। কারণ ব্লু টাইগ্রেসরা ১-০ ব্যবধানে জয়লাভ করেছিল। দূর থেকে স্ট্রাইকার রেনুর একটি বিস্ময়কর স্ট্রাইকে জিতেছিল ভারত।
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
ভারতীয় মহিলা দল চিনের ওয়েনঝোতে ওয়েনঝো স্পোর্টস অলিম্পিক সেন্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে একটি ভালো ফলাফল করতে চাইবে। ভারতের তারকা গোলরক্ষক অদিতি চৌহান এই ম্যাচে অনুপস্থিত থাকবেন। তিনি বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে উঠছেন। কিন্তু ভারতীয় দলের হাতে অন্যরকম পূর্ণ শক্তির স্কোয়াড রয়েছে। সেন্ট্রালব্যাক এবং অধিনায়ক আশালতা দেবী, প্লে-মেকার-ইন-চিফ ইন্দুমাথি কাথিরেসান এবং পারদীয় স্ট্রাইকার বালা দেবী দ্বারা গঠিত হয়েছে।