বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গোল হজম বা রয়ের ফর্মে না থাকা নিয়ে ভাবছেন না, মোহন কোচের স্ট্র্যাটেজি পুরো আলাদা

গোল হজম বা রয়ের ফর্মে না থাকা নিয়ে ভাবছেন না, মোহন কোচের স্ট্র্যাটেজি পুরো আলাদা

ম্যানুয়েল দিয়াজ।

আইএসএলের সফলতম কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ছেড়ে দেওয়া দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন তাঁরই দেশের নতুন প্রজন্মের কোচ জুয়ান ফেরান্দো। আর দায়িত্ব নেওয়ার পরেই সামনে তাঁর সদ্য প্রাক্তন দল এফসি গোয়া।

সদ্য এটিকে মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন। আইএসএলের সফলতম কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ছেড়ে দেওয়া দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন তাঁরই দেশের নতুন প্রজন্মের কোচ জুয়ান ফেরান্দো। আর দায়িত্ব নেওয়ার পরেই সামনে তাঁর সদ্য প্রাক্তন দল এফসি গোয়া। কী বলছেন এই ম্যাচ নিয়ে। নতুন দল নিয়েই বা কী বক্তব্য তাঁর? 

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফেরান্দো যা বললেন:

নতুন দলকে নিয়ে প্রায় এক সপ্তাহ অনুশীলনের পরে দল সম্পর্কে কী ধারণা হল আপনার?

এই পরিস্থিতিতে এখন দলের ফুটবলাররা ভাবছে, কোচ কাকে বেশি চাইছে বা চাইছে না। আর কোচ হিসেবে আমি চাইছি খেলোয়াড়দের সামনে যথাসম্ভব সুযোগ এনে দিতে। এখন যত দিন যাবে, অনুভূতির ওপর নিয়ন্ত্রণ আনতে হবে আমাদের। তবে এখন কাজটা খুব কঠিন। কারণ, এখন নতুন করে শুরু করা বা নতুন কৌশল বোঝানো বা সেই অনুযায়ী খেলার পরিকল্পনা তৈরি করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। আমরা এখন মরশুমের মাঝামাঝি জায়গায় চলে এসেছি। তবে আমি খুশি যে দলের ছেলেদের শেখার আগ্রহ আছে। ওরা অনেক কিছু জানতে চাইছে। এটা আমাদের পক্ষে ভাল।

দলের মান নিয়ে কী বলবেন?

অবশ্যই যথেষ্ট উঁচু মানের দল। তবে এখন ছেলেদের বোঝাতে হবে ফুটবল শুধু গুণ বা মান দিয়ে হয় না। দল হিসেবে খেলাটা জরুরি, প্রতিদিন উন্নতি করাটাও জরুরি। যে পরিকল্পনায় খেলতে হবে, সেই পরিকল্পনার ওপর আস্থা রাখাটাও খুবই জরুরি।

আপনি বলেছেন, আপনার স্টাইলে ফুটবল খেলাবেন এটিকে মোহনবাগানকে দিয়ে। সেটা ঠিক কী রকম?

আমাদের লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল খেলা। সম্ভব হলে মাঠে ৯০ শতাংশ বল নিজেদের দখলে রাখো, আগ্রাসী ফুটবল খেলে বিপক্ষকে চাপে রাখো। পজিশনাল অ্যাটাক জরুরি। প্রয়োজন হলে রক্ষণের খেলোয়াড়রাও আক্রমণে সাহায্য করো। মাঠের মধ্যে জায়গায় ভাল ভাবে বুঝতে হবে, সামনে ও পিছনে। কোন সময়ে একজনের বিরুদ্ধে দু’জন আক্রমণে উঠবে, কখন একজনের বিরুদ্ধে একজন আক্রমণ করবে। আমাদের এরকমই নিয়ম। আশা করি, যত দিন যাবে এই ব্যাপারগুলো সবাই বুঝতে পারবে এবং এ ভাবেই খেলে যাবে।

পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে কী বলবেন?

এই সপ্তাহটা আমার কাছে বেশ অবাক করার মতো। সদ্যপ্রাক্তন হওয়া দলের বিরুদ্ধে নতুন দলকে নামানো। সাধারণত, ক্লাব বদল করলে মাঝখানে সময় পাওয়া যায় শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য। কিন্তু এক্ষেত্রে সে রকম কিছুই পাইনি। আমি কিছুটা বিভ্রান্ত বলতে পারেন। কিছুটা অবাক। কিছু কিছু মুহূর্তের কথা বলে বোঝানো কঠিন। তবে আমি পেশাদার। সেরাটা দেওয়ারই চেষ্টা করব। এখন আমাকে দলটা তৈরি করতে হবে। ম্যাচের আগে ও পরের মুহূর্তগুলো আলাদা। আগের মুহূর্তগুলো জেতার জন্য দলকে প্রস্তুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

গত ১৭ মাস আপনি এফসি গোয়ার কোচ হিসেবে কাজ করেছেন। এর ফলে কি কালকের ম্যাচে আপনি কোনও বাড়তি সুবিধা পেতে পারেন?

এটা বোঝানো সোজা হবে না। মাত্র দু’দিনে আমাকে অনেক কিছু বদলে ফেলতে হয়েছে। আমার পক্ষেও এত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। তবে এখন আমার ফোকাসে শুধুই ক্লাব। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এফসি গোয়ার প্রতি অবশ্যই শুভেচ্ছা রইল। আসলে কিছু কিছু সময় এমন আসে যে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে।

কয়েক দিন আগে পর্যন্ত এফসি গোয়ার কোচ হিসেবে কাজ করার সুবাদে ওদের প্লাস-মাইনাস আপনার জানাই আছে। এটা কি আপনার দলের পক্ষে একটা বাড়তি সুবিধা?

আমার কিন্তু তা মনে হয় না। কারণ, ওদের নতুন কোচ এসেছেন। ওরা নিশ্চয়ই একশো শতাংশ নতুন পরিকল্পনা নিয়ে খেলবে। ওদের এখন যিনি হেড কোচ (ডেরেক পেরেইরা), তিনি সব সময় প্রথম এগারোর খুব কাছাকাছি থেকেছেন। উনি দলটাকে খুব ভাল করে চেনেন। আশা করি উনিও নতুন পরিকল্পনা করেছেন। এটা আমার ধারণা। তবে আমি নিজের দল নিয়ে বেশি ভাবব। নিজেদের খেলোয়াড়দের নিয়ে বেশি চিন্তা করব। আশা করি আমাদের পরিকল্পনা সফল হবে।

এফসি গোয়ার সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে বা কারা?

আমার মনে ওদের দলের ২৯জন খেলোয়াড়ই বিপজ্জনক। যথেষ্ট ভাল খেলোয়াড় ওরা। প্রিস্টন, গ্ল্যান, দেবেন্দ্র, রোমারিওর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আগের চেয়ে অনেক উন্নতি করেছে। বিদেশি ফুটবলাররাও প্রত্যেকে পরিশ্রমী।

আপনার দলের গোলকিপার অমরিন্দরের পারফরম্যান্স খুব একটা ভাল হচ্ছে না। ডিফেন্ডারদের সঙ্গে গোলকিপারের বোঝাপড়ার অভাবও দেখা দিচ্ছে। আপনি কি একমত?

আমার কাছে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দু’সপ্তাহ আগে যা হয়েছে, তা ভুলে যাওয়াই ভাল। নর্থইস্ট ম্যাচের পর থেকে কী কী হয়েছে, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে এটা নতুন চ্যালেঞ্জ। নতুন স্টাইল, নতুন পরিকল্পনায় খেলাতে হবে এই দলকে। পরে পরে আরও উন্নতি করতে হবে।

এটিকে মোহনবাগান সেট পিস থেকে অনেক গোল খেয়েছে, বিশেষ করে কর্নার থেকে। এই জায়গাটাতে কী ভাবে শোধরাবেন?

দলের আবেগ, অনুভূতি এগুলো ঠিক করতে হবে। দলের ওঠা-নামায় গতি আনা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে অবশ্যই উন্নতি দরকার। তবে এটাই দলের একমাত্র সমস্যা নয়। তা ছাড়া আইএসএলের সাত-আটটা দলের এই একই সমস্যা রয়েছে। এই বিষয়ে অবশ্যই সংশোধন প্রয়োজন।

ইদানীং দেখা যাচ্ছে হুগো বুমৌস ও রয় কৃষ্ণাকে কড়া মার্কিংয়ে রাখা হচ্ছে। তা সত্ত্বেও কী ভাবে ওদের সঠিক ভাবে ব্যবহার করবেন?

আমার মনে হয় দু-একজনকে নিয়ে কথা বলার চেয়ে সবাইকে নিয়ে বলা ভাল। আমার কাছে দলের সবার একই মানের ফুটবল খেলাটা বেশি জরুরি। সে রয় হোক বা ডেভিড বা হুগো। এটাই আমার লক্ষ্য। যাদের কথা বলছেন, তারা নিঃসন্দেহে ভাল খেলোয়াড়। তবে তিরি, কার্ল, কাউকো, হুগো, প্রীতম, রয় সবাই একসঙ্গে সমান ভাল খেলুক, একই পরিকল্পনা নিয়ে খেলুক এটাই আমার লক্ষ্য।

নক আউটে যোগ্যতা পাওয়ার জন্য প্রথম লেগে কত পয়েন্ট নিয়ে শেষ করাটা লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন আপনি?

অবশ্যই একটা লক্ষ্য থাকা উচিত। নক আউটে যেমন প্রতি ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে নামতে হয়, লিগেও তাই। প্রতি ম্যাচে জেতাই লক্ষ্য হওয়া উচিত।

সদ্য ছেড়ে আসা দলের বিরুদ্ধে দল নামানোটা কি আপনার কাছে বাড়তি চাপের?

হ্যাঁ, চাপের তো বটেই। তবে এই চাপটা আমি উপভোগ করি। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই ক্লাব যে আমার ওপর আস্থা রেখেছে, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।

আপনার দলে কোনও চোট-আঘাত রয়েছে?

না না, আমাদের মেডিক্যাল স্টাফরা খুব ভাল কাজ করছেন। প্রত্যেকেই ফিট রয়েছে। এই ম্যাচে আমি সেরা এগারো বেছে নেওয়ার পুরোপুরি সুযোগ পাচ্ছি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,কোনও ধর্মীয় কাটামোর জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.