বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > জয়ে ফেরেনি ATK MB,কোনও মতে CFC ম্যাচে ড্র করেছে, আর এতেই সান্ত্বনা খুঁজছেন হাবাস

জয়ে ফেরেনি ATK MB,কোনও মতে CFC ম্যাচে ড্র করেছে, আর এতেই সান্ত্বনা খুঁজছেন হাবাস

আন্তোনিও লোপেজ হাবাস।

জয়ের দেখা নেই এটি মোহনবাগানের। শেষ তিন ম্যাচের মধ্যে দু'টিতে তারা হেরেছে। শনিবার চেন্নাইয়িনের সঙ্গে কোনও মতে ১-১ ড্র করেছে। আর ১ পয়েন্ট পেয়েই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন হাবাস।

শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধেও জয়ে ফেরা হয়নি আন্তোনিও লোপেজ হাবাসের টিমের। ড্র করে কোনও মতে হারের হ্যাটট্রিকের লজ্জা থেকে বেঁচেছে এটিকে মোহনবাগান। তবু নিজেকেই সম্ভবত আশ্বস্ত করতে দলের ফুটবলারদের পারফরম্যান্সে তিনি খুশি বলে দাবি করেছেন হাবাস। শনিবার ফতোরদায় চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র করে যা বললেন সবুজ-মেরুন কোচ:

কোলাসোর গোলের পরে যে ছন্দে আসে মোহনবাগান, সেই ছন্দ পুরো ম্যাচে ধরে রাখতে পারল না টিম। কেন?

হাবাস: আজ আমার দল যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে। কৌশল ও টেকনিকের দিক থেকেও ওরা ভাল জায়গায় ছিল। আমি ওদের পারফরম্যান্সে খুশি। চেন্নাইয়িন যথেষ্ট ভাল দল। আমরাও প্রতি দিনই উন্নতি করছি। আমার কাছে আজকের পারফরম্যান্স সন্তোষজনক।

আজ অন্য ফর্মেশনে খেলে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণকে একটু পিছন থেকে খেলানো হয়। এই পরিবর্তনটা কি কার্যকরী হয়েছে?

হাবাস: হ্যাঁ, আমরা আজ অন্য সিস্টেমে খেলেছি। আমাদের পক্ষে যেটা ভাল ছিল, সেটাই করেছি। এই সিস্টেমে দল যা খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। কারণ, আমাদের প্রতিপক্ষ আজ বেশ শক্তিশালী ছিল। আমাদের দলের ছেলেরাও ভাল খেলেছে। আমার খুশি হওয়াই উচিত।

অন্য দলও যেখানে সপ্তাহে তিনটে করে ম্যাচ খেলছে, সেখানে এটিকে মোহনবাগানকে কেন ক্লান্ত দেখাচ্ছে?

হাবাস: আমাদের খেলোয়াড়দের রিকভারি খুব জরুরি। কিন্তু সেই সময়টাও ঠিকমতো পাচ্ছি না। অন্য দলের ক্ষেত্রেও তা-ই হচ্ছে। অন্য দলের খেলাও দেখেছি। এই গরমে, আর্দ্রতায় পাঁচ দিন অন্তর ম্যাচ খেলা, দু’ঘণ্টা বাসে করে এসে ম্যাচ খেলতে নামা মোটেও সহজ নয়। তার ওপর এই বায়ো বাবল। তাও আমার মনে হয় না দলের ছেলেরা কোনও শারীরিক সমস্যার মধ্যে আছে।

দলের ছেলেদের আক্রমণে ওঠা ও নামার (ট্রানজিশন) সমস্যা হচ্ছে কেন?

হাবাস: আজকে আমার দলের ছেলেরা যেমন রক্ষণ সামলেছে, তেমনই ঠিকমতো আক্রমণেও উঠেছে। ওঠা-নামায় কোনও সমস্যা ছিল না। বিপক্ষকে হয়তো আমাদের আরও চাপে ফেলা উচিত ছিল। আরও বেশি কাউন্টার অ্যাটাকে উঠতে পারতাম হয়তো। কিন্তু সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স খারাপ হয়নি।

পরিবর্তনগুলো কি একটু আগে আগেই করে ফেল?

আমার তা মনে হয় না। দল তো ভালই খেলছিল। আর দল যখন ভাল খেলছে, তখন তো কাউকে বসানোর কোনও প্রয়োজন নেই। দলে পরিবর্তন করা হয় খেলায় বদল বা উন্নতি আনার জন্য। আমার মনে হয়, ঠিক সময়েই পরিবর্তগুলো করেছি আমি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মেলালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা, শিকেয় পরিষেবা ‘এখনও তো ১৫০ ছুঁতে পারল না সিরিজে’! মায়াঙ্ককে নিয়ে তামিমের খোঁচা! জবাব কার্তিকের মুম্বইতে অভিজিৎ-এর পুজো, জমিয়ে ঢাক বাজালেন গায়ক মা ডাক শুনতে চান? জেনে নিন কীভাবে আপনার BMI একে প্রভাবিত করতে পারে জামশেদপুরে টাটা স্টিলের বাঙালি এমডির বাড়ির নকশা এঁকেছিলেন শিক্ষানবীশ রতন টাটা! ‘দ্বিচারিতার জন্য…’! অগ্নি ‘পুজো প্যান্ডেলে যাব’ বলায়, কটাক্ষ কুণালের মালিক রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির আদরের গোয়া! কিন্তু কে সে? অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অনিকেত, ডাক্তারদের চিঠি দিল পুলিশ, জারি টেনশন চাঁদা তুলে পুজোয় বিশ্বাসী নন, নিজের পুজোয় ঢাকি হয়ে ধরা দিলেন গায়ক অভিজিৎ অদ্ভূত বোলিং! কেয়ার যাদবকে নকল করতে গিয়ে ফুল ফ্লপ রিয়ান! নো বল দিলেন আম্পায়ার…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.