বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের তারকা এবং তরুণ ফুটবলারদের নতুন করে সই করিয়ে বা চুক্তি বাড়িয়ে একটি ব্যালেন্সড দল তৈরি করাই লক্ষ্য এটিকে মোহনবাগানের। আর তাদের লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। রবিবারই যেমন দলের দুই তরুণ প্রতিভাবান ফুটবলার অভিষেক সূর্যবংশী ও রবি রানার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করল সবুজ-মেরুন কর্তৃপক্ষ। এই দুই তরুণের সঙ্গে আরও তিন বছরের চুক্তি করল এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: তিরির বদলি খুঁজে পেল ATK MB, সই করানো হল ‘A’ লিগে খেলা অজি তারকা ডিফেন্ডারকে
দলের কোচ জুয়ান ফেরান্দোর পছন্দের ফুটবলার এই অনূর্ধ্ব-২১-এর দুই তরুণ। তাঁদের খেলায় সন্তুষ্ট এটিকে মোহনবাগান কর্তারাও। স্বভাবতই তাঁদের সঙ্গে চুক্তি বাড়াতে দ্বিতীয় বার ভাবেনি সবুজ-মেরুন। সিনিয়র দলের সঙ্গে খেলিয়ে তাঁদের আরও অভিজ্ঞ করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয় সবুজ-মেরুন শিবিরের। এটিকে মোহনবাগান চুক্তি বাড়ানোয় স্বভাবতই উচ্ছ্বসিত অভিষেক সূর্যবংশী ও রবি রানাও। নিজেদের আরও ভালো করে তৈরি হয়ে সিনিয়র দলে সুযোগ পাওয়াই লক্ষ্য দুই তরুণ ফুটবলারের।
আরও পড়ুন: তারকা আইরিশ মিডিয়োকে ধরে রাখল ATK MB, করা হল আরও ২ বছরের চুক্তি
এর আগে ভালো খেলার পুরস্কার হিসেবে আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে আরও দু' বছরের চুক্তি বাড়ানো হয়েছে। ব্রেন্ডন হ্যামিল, ফ্লোরেন্তিন পোগবাদের মতো তারকা ফুটবলারদের সই করিয়ে দলের শক্তি বাড়িয়েছে সবুজ-মেরুন কর্তৃপক্ষ। এটিকে মোহনবাগান লক্ষ্য এখন একটাই, এএফসি কাপে ভালো ফল করা এবং নতুন মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।