বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC কাপের জার্সিতে এ বার দেশের পতাকা, স্বাধীনতা দিবসের আগেই বড় চমক ATK MB-র

AFC কাপের জার্সিতে এ বার দেশের পতাকা, স্বাধীনতা দিবসের আগেই বড় চমক ATK MB-র

জাতীয় পতাকা লাগানো জার্সি পরে হাবাস এন্ড কোং।

আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে এটিকে মোহনবাগান। তাই আসন্ন এএফসি কাপে যে জার্সি পরে মাঠে নামবেন এটিকে মোহনবাগান ফুটবলাররা, তাতে ক্লাবের লোগোর ওপরে স্থান দেওয়া হয়েছে দেশের জাতীয় পতাকাকে।

স্বাধীনতা দিবসের আগে ভারতকে গর্বে ভরিয়ে দিল এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। এ বারের এফসি কাপের সবুজ-মেরুন জার্সিতে দলের লোগোর উপরে জাতীয় পতাকা থাকবে। কোচ আন্তোনিও লোপেজ হাসাব থেকে শুরু করে পুরো কোচিং স্টাফ, ফুটবলার প্রত্যেকেই ভারতের জাতীয় পতাকা লাগানো জার্সিই পরবেন। রয় কৃষ্ণরা সেই জার্সি পরেই এএফসি কাপ খেলতে মাঠে নামবেন।

সারা ভারত জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে রবিবার। তার আগেই হাবাসদের জাতীয় পতাকা লাগানো জার্সি পরা ছবি ভাইরাল হয়েছে। এর আগেও এফসি গোয়া একবার ভারতীয় ক্লাব হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সময়ে জাতীয় পতাকা লাগানো জার্সি পরেই মাঠে নেমেছিল। এ বার এটিকে মোহনবাগানও সেই পথ ধরেই হাঁটছে।

আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে এটিকে মোহনবাগান। তাই আসন্ন এএফসি কাপে যে জার্সি পরে মাঠে নামবেন এটিকে মোহনবাগান ফুটবলাররা, তাতে ক্লাবের লোগোর ওপরে স্থান দেওয়া হয়েছে দেশের জাতীয় পতাকাকে। শনিবার এএফসি কাপের (দক্ষিণাঞ্চল) গ্রুপ ‘ডি’-র ম্যাচ খেলতে মলদ্বীপে উড়ে গিয়েছে সবুজ-মেরুন শিবির। সেখানে তারা চিরাচরিত সবুজ মেরুন জার্সিই পরে মাঠে নামবে। বুকে থাকবে দেশের জাতীয় পতাকাও।

জার্সিতে জাতীয় পতাকা থাকায় খুশি দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেছেন, ‘ক্লাবের জার্সি আমাদের কাছে গর্বের। এএফসি কাপে সাফল্যের জন্য দলের ছেলেরা তাদের সেরাটা উজাড় করে দেবে।’

স্বাধীনতা দিনই এএফসি কাপের প্লে-অফ ম্যাচে মলদ্বীপের ক্লাব ইগলসের বিরুদ্ধে নামবে দেশের আর এক ক্লাব বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে যারা জিতবে, তাদের বিরুদ্ধেই এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বুধবার। ২১ অগস্ট তারা খেলবে মলদ্বীপেরই মাজিয়া এসআরসি-র বিরুদ্ধে ও ২৪ তারিখে তাদের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস।

বন্ধ করুন