বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > হারের হ্যাটট্রিক চায় না, CFC ম্যাচে জয়ের খোঁজে ATK MB, তিরিও ফিট হয়ে উঠেছেন

হারের হ্যাটট্রিক চায় না, CFC ম্যাচে জয়ের খোঁজে ATK MB, তিরিও ফিট হয়ে উঠেছেন

জয়ে ফিরতে পারবে এটিকে মোহনবাগান।

চেন্নাইয়ের টিমটির বিরুদ্ধে নামার আগে অবশ্য সুখবর দিলেন সবুজ-মেরুন কোচ। তিনি জানিয়েছেন, চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিরি। স্বভাবতই শনিবারের ম্যাচে খেলতে তাঁর কোনও সমস্যা নেই। তিরি খেললে হাবাস সম্ভবত ৪-৪-২ স্ট্র্যাটেজিতে দল সাজাবেন। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবেন তিরি।

আইএসএলের প্রথম দুই ম্যাচে জয়ে পেলেও, এর পরেই মুখ থুবড়ে পড়েছে এটিকে মোহনবাগান। পরপর দুই ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে এটিকে মোহনবাগান। হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি এখন তাদের তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু তারা কোনও ভাবেই হারের হ্যাটট্রিকের লজ্জা বহন করতে চায় না। তাই শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে আন্তোনিও লোপেজ হাবাসের টিম।

চেন্নাইয়ের টিমটির বিরুদ্ধে নামার আগে অবশ্য সুখবর দিলেন সবুজ-মেরুন কোচ। তিনি জানিয়েছেন, চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিরি। স্বভাবতই শনিবারের ম্যাচে খেলতে তাঁর কোনও সমস্যা নেই। তিরি খেললে হাবাস সম্ভবত ৪-৪-২ স্ট্র্যাটেজিতে দল সাজাবেন। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবেন তিরি।

ম্যাচের আগে হাবাস অবশ্য পরিষ্কার বলে দিয়েছেন, শুধু রক্ষণ নয়, তিনি পুরো টিমের পারফরম্যান্স নিয়েই চিন্তিত। তাঁর দাবি, ‘রক্ষণের পারফরম্যান্স নিয়ে যে শুধু ভাবছি, তা কিন্তু নয়। পুরো দল নিয়েই আমাকে ভাবতে হয়। আসলে আমাদের রক্ষণ ও আক্রমণের মধ্যে বোঝাপড়ার এভাব দেখে যাচ্ছে। সে বিষয়টি শুধরোতে হবে। পুরো ম্যাচে আর নিঃখুঁত পারফরম্যান্স করতে হবে। পুরো ৯০ মিনিটই একই রকম ভাবে ভাল খেলতে হবে’

এ বার আইএসএল-এ অন্যতম সেরা দল কিন্তু তৈরি করেছে এটিকে মোহনবাগান। গত বছর ফাইনালে পৌঁছেও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হওয়ার আক্ষেপটা মিটিয়ে নিতে চেয়েছিল বলেই, সেরা দল কর্তৃপক্ষ তৈরি করেছে। দলে রয়েছেন রয় কৃষ্ণ, হুগো বৌমাস এবং জনি কাউকোর মতো ফুটবলার। তাতেও সাফল্য আসছে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাবাস বলছিলেন, ‘দলের ভারসাম্যই আমার কাছে আসল কথা। প্রথম দুই ম্যাচে আমরা সেরা দল ছিলাম। সাত গোল করেছিলাম আমরা। কিন্তু এখন গোল করতে পারছি না। ম্যাচে এবং আমাদের খেলায় ভারসাম্যই হচ্ছে আসল কথা। এটা হারিয়ে গেলে একটা সেরা দল দশ দিনের মধ্যে সবচেয়ে খারাপ দলে পরিণত হতে পারে। আমাদের সেই ভারসাম্যই ফিরিয়ে আনতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন