বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > রয়তে মোহভঙ্গ ATK MB-র, নতুন মরশুমের জন্য হায়দরাবাদের তারকা স্ট্রাইকারকে প্রস্তাব

রয়তে মোহভঙ্গ ATK MB-র, নতুন মরশুমের জন্য হায়দরাবাদের তারকা স্ট্রাইকারকে প্রস্তাব

রয় কৃষ্ণ।

রয় কৃষ্ণের সঙ্গে চলতি বছরের মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে সবুজ-মেরুনের। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে আর তা বাড়ানো হবে না বলেই জানা গিয়েছে। এমন কী রয় কৃষ্ণর পরিবর্তও খুঁজে ফেলেছে এটিকে মোহনবাগান।

চলতি মরশুমের শুরুতে রেকর্ড মূল্য তাঁকে সই করিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু বছর ঘোরার আগেই রয় কৃষ্ণের উপর থেকে মোহভঙ্গ হয়েছে সবুজ-মেরুন শিবিরের। আসলে গত বছর যে পারফরম্যান্স করেছিলেন কৃষ্ণ, তার ভিত্তিতেই এ বার তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সে ভাবে এ বার নজরই কাড়তে পারেননি ফিজির তারকা স্ট্রাইকার। পারফরম্যান্সও তলানিতে। সম্ভবত সে কারণেই পরের মরশুমে তাঁকে আর দলে রাখা হবে না বলে এটিকে মোহনবাগান সূত্রের খবর।

রয় কৃষ্ণের সঙ্গে চলতি বছরের মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে সবুজ-মেরুনের। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে আর তা বাড়ানো হবে না বলেই জানা গিয়েছে। এমন কী রয় কৃষ্ণর পরিবর্তও খুঁজে ফেলেছে এটিকে মোহনবাগান। জানা গিয়েছে আগামী মরশুমে বার্থোলোমিউ ওগবেচেকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই তাঁর কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। রাজিও হয়েছে পিএসজি'র এই প্রাক্তন ফুটবলার। চলতি আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে থাকা ওগবেচে এই মুহূর্তে হায়দরাবাদ এফসি'র সঙ্গে চুক্তিবদ্ধ। ৩১ মে হায়দরাবাদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ওগবেচের। তার কিছু দিন পরেই সরকারি ভাবে সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করে দিতে পারবেন তিনি। সেক্ষেত্রে চলতি আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতাকে পেতে এক পয়সা ট্রান্সফার ফিও দিতে হবে না বাগানকে।

এখনও পর্যন্ত চলতি আইএসএল-এ ১৭টি গোল করেছেন নাইজেরিয়ার জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার। একটি অ্যাসিস্টও করেছেন তিনি। ফ্রি ট্রান্সফারে আইএসএল খেলতে প্রথমবার ওগবেচে ভারতে পা রাখেন ২০১৮ সালে। নর্থ ইস্ট থেকে ২০১৯ সালে তিনি যোগ দেন কেরালা ব্লাস্টার্সে। ২০২০ সালে কেরল ব্লাস্টার্সের থেকে লোন ডিলে তাঁকে সই করায় মুম্বই সিটি এফসি। মরসুম শেষে তিনি ফিরে যান কেরলেই। কিন্তু বয়স বেশি হওয়ায় তাঁকে ধরে রাখেনি কেরল। তাঁকে নেয় হায়দরাবাদ। এখন হায়দরাবাদেই ফুল ফোটাচ্ছেন ওগবেচে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের জিতলেই খেতাব নিশ্চিত ছিল, সিরিয়ার কাছে হেরে ইন্টারকন্টিনেন্টাল কাপে লাস্টবয় ভারত 'পুজোয় ফিরে আসুন', জনতার উদ্দেশে আর্জি মমতার আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI? আতঙ্কের বাংলাদেশ! সুনীলের জন্ম ভিটে দখল করল বিএনপি নেতা,লাইব্রেরি ভেঙে হল গুদাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.