বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ওড়িশা এফসির বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে সেমিতে চলে গেল ATK মোহনবাগান

ওড়িশা এফসির বিরুদ্ধে দাপুটে জয় পেয়ে সেমিতে চলে গেল ATK মোহনবাগান

গোলের পর পেত্রাতোস। ছবি- টুইটার 

শনিবার প্লেঅফে ওড়িশা এফসিকে ঘরের মাঠে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান।  

ওড়িশা এফসির বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা বজায় রাখল এটিকে মোহনবাগান। শনিবার প্লেঅফে নিজেদের ঘরের মাঠে খেলতে নামে জুয়ান ফেরান্দোর দল। আর সেই ম্যাচ সহজেই জিতে নেয় মোহনবাগান।

ম্যাচের শুরু থেকেই নিজেদের দাপট বজায় রাখে বাগান ফুটবলাররা। নিজেদের ঘরের মাঠে বিপক্ষ দলকে কোনও ভাবেই সুযোগ দেননি তারা। তবে একটা সময় দাপট দেখাতে থাকে ওড়িশা। কিন্তু লাভের লাভ কিছু করতে পারেনি। ম্যাচে ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান আশিক কুরনিয়ান। এরপর পরিবর্ত হিসাবে মাঠে নামেন লিস্টন কোলাসো। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাগানকে।

ফলে প্রথমার্ধে এগিয়ে যেতে কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি তাদেরকে। তবে ওড়িশাও নিজের আক্রমণের গতি বাড়াতে থাকে। কিন্তু কোনও ভাবেই তারা গোলের মুখ দেখতে পারেনি।

ম্যাচে ৩৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হুগো বৌমস। ফলে প্রথমার্ধেই চাপে পড়ে যায় ওড়িশা। এই ম্যাচে নামার আগে থেকেই পিছিয়ে ছিল ওড়িশা এফসি। ফলে এই ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামে ফেরান্দোর দল। শুধু তাই নয়, আইএসএলের ইতিহাসে ওড়িশার বিরুদ্ধে কখনও হারেনি এটিকে মোহনবাগান। সেই জয়ের ধারা বজায় রাখল তারা।

এই নিয়ে টানা তিনবার প্লেঅফ খেলছে সবুজ মেরুন। আইএসএলে যোগ দেওয়ার পর থেক লিগ পর্বে কখনও তিন নম্বরের নীচে থাকেনি তারা। সেই তুলনায় ওড়িশা এফসি অনেক পিছিয়ে। এই প্রথম প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। প্রথমবার প্লেঅফে সুযোগ পেয়েই হেভিওয়েট দলের কাছে তারা আটকে গেল ওড়িশা।

হুগো বৌমস ছাড়াও এদিন ৫৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। এই নিয়ে এবারের আইএসএলে ১০টি গোল করলেন তিনি। এরপর আর কেউ গোল করতে পারেনি। তবে ৬১ মিনিটের মাথায় চোট লাগে বিশাল কাইথের। তিনি মাঠে লুটিয়ে পড়েন। দুই দলের ফুটবলাররাই মেডিক্যাল টিম ডাকেন। অ্যাম্বুল্যান্স চলে আসে। ফেরান্দোও দৌড়ে মাঠে চলে যান। বিশাল উঠে দাঁড়ান। যদিও কোনও ঝুঁকি না নিয়ে আর্শ শেখকে নামানো হয়। পরে অবশ্য আর কোনও গোল করতে পারেনি ওড়িশা।

সেমিফাইনালে এটিকে মোহনবাগান সামনে হায়দরাবাদ এফসি। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে বৃহস্পতিবার ৯ মার্চ হায়দরাবাদে। ১৩ মার্চ দ্বিতীয় লেগের খেলা হবে যুবভারতীতে। আইএসএলের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি।

বন্ধ করুন
Live Score