ফাইনাল ম্যাচ শেষে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়ে এটিকে মোহনবাগানের প্রধান কোচ জুয়ান ফেরান্দো বললেন, ‘আমি খুব খুশি। এটি একটি পরিবার। এখন সকলেই খুশি কিন্তু তাদের পিছনে রয়েছে অনেক আত্মত্যাগ। তারা পরিবারের সঙ্গে হোলি এবং দীপাবলি মিস করেছে। ইনজুরির কারণে, মরশুমটি কঠিন হয়ে গিয়েছিল কিন্তু খেলোয়াড়রা পুরো মরশুম জুড়ে পারফর্ম করছে এবং এটি দুর্দান্ত অনুভূতি।’
আইএসএল ফাইনালের শুরু থেকেই যেন দুরন্ত ফুটবল খেলছিল এটিকে মোহনবাগান। তবে শিবশক্তি প্রথমেই চোট পেয়ে উঠে যাওয়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। কারণ বেঙ্গালুরুতে শিব ও কৃষ্ণর জুটি যে কোনও দলের কাছে চাপের হয়ে গিয়েছিল। প্ৎতম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ফেরান্দোর টিম। গোল আসে ম্যাচের ১৪ মিনিটে। কর্নার পায় এটিকে মোহনবাগান। পেত্রাতোসের কর্নারে বক্সের মধ্যে হ্য়ান্ডবল করেন রয় কৃষ্ণ। বাগানের সেটপিস স্পেশালিস্ট দিমিত্রি পেত্রাতোস পেনাল্টি থেকে ১-০ করে দলকে এগিয়ে দেল। শুরুতেই গোল খেয়ে গেলে চাপে পড়ে যায় সুনীল ছেত্রীরা। এটিকে মোহনবাগান এই পর্বে আরও গোল তুলে নিতে পারত। সন্দেশ ঝিঙ্গানদের ডিফেন্স চাপ সামলাল কোনও রকমে।
আরও পড়ুন… এশিয়া কাপ নিয়ে গরম গরম কথা বলার পর এবার ভারতের শক্তির কথা স্বীকার করে নিলেন পাকিস্তান বোর্ড প্রধান
ম্যাচের প্রথমার্ধের ঠিক আগে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন রয় কৃষ্ণ। ফিজির স্ট্রাইকারকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন শুভাশিস। এবার পেনাল্টি থেকে গোল করে বিএফসিকে খেলায় ফেরালেন সুনীল ছেত্রী। ৭৮ মিনিটে সেই রয় কৃষ্ণই আবার ২-১ করে বেঙ্গালুরুকে এগিয়ে দিলেন। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এরপরে এটিকে মোহনবাগান আক্রমণের ঝড় তোলে। ম্যাচের ৮৫ মিনিটে বড় বক্সের ঠিক সামনে ফাউল করেন জোহানোভিচ। কিন্তু ওটা পেনাল্টি ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বড় বক্সের লাইনে ফাউল করেন পাবলো পেরেস। কিয়ান নাসিরি পড়েন বক্সের ভিতরে। রেফারি কিন্তু পেনাল্টিই দিলেন। পেত্রাতোস ফের পেনাল্টি থেকে গোল করে ২-২ করেন। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধেই খেলাটা শেষ করতে পারতেন মনবীর সিং। পেত্রাতসের দুরন্ত সেন্টারটা প্লেসিংয়ে ৩-২ করতে পারতেন। কিন্তু তিনি ড্রপ হেডে গোল করতে গিয়ে সহজ সুযোগ মিস করলেন মনবীর সিং।
আরও পড়ুন… ATK Mohun Bagan vs Bengaluru FC: বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন সবুজ মেরুন ব্রিগেড
১২০ মিনিটের পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বিশাল কাইথের হাতে আটকে যায় বেঙ্গালোরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কাইথই জিতিয়েছিলেন টাইব্রেকারে। আইএসএল-এর ফাইনালেও তাই করলেন তিনি। ম্যাচ জিতেই ছেলেদেরকে কৃতিত্ব দিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।