গত মরশুমের মাঝপথেই চোটআঘাতে ঘেরা এক ভয়ানক বিদেশ অ্য়াডভেঞ্চার শেষে এটিকে মোহনবাগানে কামব্যাক ঘটিয়েছেন সন্দেশ ঝিঙ্গান। তারপর বেশ কয়েকটি ম্যাচ খেললেও, দলের সঙ্গে ঠিকভাবে খাপ খাওয়াতে পারেননি তারকা ডিফেন্ডার। এর জেরেই আসন্ন মরশুমে সন্দেশ এটিকে মোহনবাগান ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে।
সদ্যই আহত তিরিরি বদলে মেলবোর্ন ভিকট্রির সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে সই করিয়েছে সবুজ-মেরুন। Telegraph India-র রিপোর্ট অনুযায়ী মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো আরেকজন বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে চাইছেন। এর ফলে সন্দেশের প্রথম এগারোয় সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমে আসবে। ফলে এটিকে মোহনবাগান ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সন্দেশের। ২৮ বছর বয়সি তারকা ডিফেন্ডারের নতুন সবুজ-মেরুন কোচের অধীনে মানিয়ে না নিতে পারার একটি বড় কারণ হল তাঁর খেলার ধরন।
সন্দেশ একেবারেই বর্তমান যুগের বল প্লেয়িং ডিফেন্ডার নন। অপরদিকে, ৩-৫-২ সিস্টেমে খেলা ফেরান্দো পছন্দ করেন এমন ডিফেন্ডার যিনি পিছন থেকে খেলা তৈরি করবেন, ভাল পাস বাড়াবেন। সন্দেশের খেলার প্রকৃতির সঙ্গে এই খেলার প্রকৃতি খাপ খায় না। এর ফলেই যত সমস্যা। উপরন্তু, এইচ এনকে সিবেনিকে সন্দেশ চোটের জেরে ম্যাচই খেলেননি, ফলে তাঁর ম্যাচ ফিটনেসও খুব একটা ভাল নয়। মোহনবাগানের মতো ক্লাবে প্রত্যাশার চাপ তো আছেই। সব মিলিয়ে সন্দেশের কাছে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার পরিবেশ বা সময় কোনওটাই তেমন নেই। তাই সবুজ-মেরুনের বদলে তাঁকে অন্য কোনও জার্সিতে মাঠে নামতে দেখলে অবাক হওয়ার কিন্তু খুব জায়গা থাকবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।