ধীরেসুস্থে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান। সোমবার তারা ঘোষণা করেছে, হায়দরাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসি-র দুই তরুণক সই করানোর কথা। চ্যাম্পিয়ন টিমের আশিস রাইকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিল সবুজ-মেরুন। সেই সঙ্গে বেঙ্গালুরু এফসি-র আশিক কুরুনিয়নকেও এটিকে মোহনবাগান একই মেয়াদের চুক্তিতে সই করিয়েছে।
সোমবারই হায়দরাবাদ এফসি ঘোষণা করে, আশিস তাদের টিম ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন। ২৩ বছরের এই উইংব্যাক সম্প্রতি ভারতের হয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও খেলেছেন। সবুজ-মেরুন যোগ দিয়ে আশিস বলেছেন, ‘আমার বহু দিন ধরে স্বপ্ন ছিল কলকাতায় খেলার। প্রস্তাব পেয়েই তাই রাজি হয়ে যাই। সবুজ-মেরুন জার্সির ঐতিহ্য বিশাল। সেখানে খেলব ভেবেই আমি উত্তজেনা অনুভব করছি।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘কোচ ফেরান্দোর আক্রমণাত্মক ফুটবলের স্ট্র্যাটেজি আমার দারুণ লাগে। ফেরান্দোর কোচিংয়ে দেশের সেরা ক্লাবে খেলার মানসিক প্রস্ততি নিয়ে ফেলেছি। ’
আরও পড়ুন: ‘জানানো হয়েছিল, কোচের স্টাইলে আমি ফিট করি না’, ATK MB নিয়ে বোমা ফাটালেন রয় কৃষ্ণ
আরও পড়ুন: অমরিন্দরে মোহভঙ্গ, চেন্নাইয়িনের কিপারকে দলে নেওয়ার পথে ATK MB
এদিকে বেঙ্গালুরু এফসিও তারকা উইঙ্গার আশিক কুরুনিয়নের ক্লাব ছাড়ার কথা জানানোর পরেই, তাঁর সবুজ-মেরুন যোগ দেওয়ার কথা ঘোষণা করে কলকাতার দলটি। সম্প্রতি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন আশিক। নিঃসন্দেহে আশিক দলে নিয়ে শক্তি বাড়াল এটিকে মোহনবাগান।
আশিক কুরুনিয়ন আবার বলেছেন, ‘ইউরোপে জুনিয়র স্তরে খেলার অভিজ্ঞতা আছে আমার। কলকাতার পরিকাঠামোও দারুণ। যে কোনও ফুটবলারের স্বপ্ন থাকে কলকাতার ক্লাবে খেলার। এটিকে মোহনবাগান তো দেশের সেরা ফুটবল ক্লাব। ফেরান্দোর মতো সফল কোচ রয়েছেন পরামর্শ দেওয়ার জন্য। আমার লক্ষ্য হবে দলকে এএফসি কাপ, ডুরান্ড কাপ, আইএসএলে চ্যাম্পিয়ন করা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।