বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মোহনবাগানের সামনে থেকে সরবে ATK? শুরু ভাবনাচিন্তা, গঠন করা হল ৫ সদস্যের কমিটি

মোহনবাগানের সামনে থেকে সরবে ATK? শুরু ভাবনাচিন্তা, গঠন করা হল ৫ সদস্যের কমিটি

‘রিমুভ এটিকে’ দাবিতে আন্দোলন লেগেই রয়েছে।

‘রিমুভ এটিকে’ দাবিতে আন্দোলন লেগেই থাকে। ময়দানে ক্লাব তাঁবু, এমনকী সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকেরা। এমন কী কলকাতায় আইএসএলের ডার্বিও বয়কটের ডাক দেওয়া হয়েছিল।

মোহনবাগানের নামের সামনে থেকে ‘এটিকে’ বাদ দেওয়ার দাবিতে সরব সবুজ-মেরুন সমর্থকেরা। দফায় দফায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে। এমন কী এর ঢেউ পৌঁছে গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বাড়ি পর্যন্ত! স্বভাবতই নড়েচড়ে বসেছেন ক্লাব-কর্তারা।

মোহনবাগানের নাম থেকে কি এ বার সরবে ‘এটিকে’? ক্লাবের কর্মসমিতির বৈঠকে ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে আইনি পরামর্শও নেওয়া হবে। তবে সমর্থকদের ক্ষোভের আঁচ থেকে বাঁচতে আপাতত জোড়াতালি দেওয়ার ব্যবস্থা চলছে।

আরও পড়ুন: I-League এও ফিরল হোম-অ্যাওয়ে ফর্ম্যাট, প্রথম ম্যাচেই গোকুলমের মুখোমুখি মহমেডান

মোহমবাগান গত ২ বছর ধরে আইএসএল খেলছে। আর তবে থেকেই মোহনবাগানের নামের আগে জুড়েছে ‘এটিকে’। কারণ তারা এটিকে-র সঙ্গে মিলিত হয়েই চুক্তি করে আইএসএল খেলছে। তাই চুক্তি না ভাঙলে ‘এটিকে’ নাম মুছে ফেলা কঠিন।

তবে ‘রিমুভ এটিকে’ দাবিতে আন্দোলন লেগেই থাকে। ময়দানে ক্লাব তাঁবু, এমনকী সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকেরা। এমন কী কলকাতায় আইএসএলের ডার্বিও বয়কটের ডাক দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে টানা ৭ নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান

এ দিন মোহনবাগানে কার্যসমিতির বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। কী সিদ্ধান্ত নেওয়া হল? ঠিক হয়েছে, বিচারপতি অসীম রায়ের সাহায্য নেওয়া হবে। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন সচিব দেবাশিস দত্ত। তাঁকে সাহায্য করবেন সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, যুব ফুটবল সচিব মানস ভট্টাচার্য। শুধু তাই নয়, ‘রিমুভ এটিকে’-র দাবিতে ক্লাবের সামনে যে ভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, তার তীব্র নিন্দা করেছে মোহনবাগানের কার্যকরী সমিতি।

এ দিকে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েছেন মহেশ টেকরিওয়াল। মোহনবাগানের ক্রিকেট সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর বদলে নয়া ক্রিকেট সচিব হলেন তন্ময় চট্টোপাধ্যায়। চলতি বছরের অ্যাকাউন্টস পাস হয় এ দিনের কার্যকরী সমিতির বৈঠকে। ১০ ডিসেম্বর হবে বার্ষিক সাধারণ সভা। ২১ এবং ২২ জানুয়ারি ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। পাশাপাশি জানানো হয়েছে, ১০ ডিসেম্বর হবে বার্ষিক সাধারণ সভা। ২১ এবং ২২ জানুয়ারি ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন