এ মরশুমে লিগ স্টেজে একবারও এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি হায়দরাবাদ এফসি। তবে গত ম্যাচে শীর্ষস্থান হাতছাড়া করে কিছুটা হতাশ থাকা মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে বাজিমাত। ৩-১ সবুজ মেরুনকে হারিয়ে দিল নিজামের শহরের দল। লিস্টন কোলাসোর ক্রস থেকে ১৮ মিনিটে রয় কৃষ্ণ এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে হায়দরাবাদকে ম্যাচে ফেরান বার্থোলোমিউ ওগবেচে। দ্বিতীয়ার্ধে মহম্মদ ইয়াসির ও হাভি সিভেরিয়ো ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে হায়দরাবাদকে জয় এনে দেয়। বুধবার (১৬ মার্চ) সেমির দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে দুই দল।
ম্যাচ সেরা ওগবেচে
এক আইএসএলে সর্বোচ্চ গোল (১৮) করার রেকর্ড নিজের নামে (যুগ্মভাবে) করার দিনে ম্যাচ সেরা হলেন হায়দরাবাদের ট্যালিসমান বার্থোলোমিউ ওগবেচে।
হায়দরাবাদের লিড দ্বিগুন করা সিভেরিয়োর গোল
হায়দরাবাদকে সমতায় ফেরানো ওগবেচের গোল
এটিকে মোহনবাগানের একমাত্র গোল
ম্যাচ শেষ
শেষ কয়েক মুহূর্তে একেবারে এন্ড টু এন্ড খেলায় এটিকে মোহনবাগান বেশ অনেকগুলি সুযোগ তৈরি করলেও, গোল হল না। ১-৩ ব্যবধানে হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হল সবুজ মেরুনকে। দ্বিতীয় লেগে জুয়ান ফেরান্দোর দলকে ফাইনালে পৌঁছতে বেশ কসরত করতে হবে।
৯০+২ মিনিট- পোস্টে মারলেন কিয়ান
ম্যাচে ফেরার দুর্ধর্ষ সুযোগ পেয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে লেট রান নিয়ে বলের সঙ্গে সংযোগ ঘটালেও কিয়ানের শট বারে লেগে ফিরে আসে।
৯০+১ মিনিট- হায়দরাবাদের বদল
গোলদাতা ইয়াসিরের বদলে হায়দরাবাদের হয়ে মাঠে নামলেন অ্যারন ডি'সিলভা।
৯০+১ মিনিট- বৌমাসের সুযোগ নষ্ট
কর্ণার থেকে বৌমাস সবার উঁচু লাফ দিয়ে বল হেড দিলেও, তা সোজা কাট্টিমানির দস্তানায় চলে যায়।
৬ মিনিট ইনজুরি টাইম
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ছয় মিনিট ইনজুরি টাইম যোগ করা হল।
৯০ মিনিট- পেনাল্টির আবেদন নাকচ
হায়দরাবাদ বক্সে আকাশের চ্যালেঞ্জে কৃষ্ণ পড়ে যাওয়ার পরেই গোটা মোহনবাগান ডাগ আউট পেনাল্টির দাবি জানায়। তবে রেফারি সেই দাবি নাকচ করে দেন।
৮৪ মিনিট- হায়দরাবাদের বদল
গোলদাতা সিভেরিয়োর বদলে হায়দরাবাদের হয়ে মাঠে নামলেন খাসা কামারা।
৮২ মিনিট- দুর্ধর্ষ ক্রস প্রবীরের
নামার এক মিনিটের মধ্যেই ডান দিক থেকে এক অসাধারণ ক্রস বাড়িয়েছিলেন প্রবীর দাস। গোটা হায়দরাবাদ রক্ষণকে তা মাত দিলেও, মনবীর সেই ক্রসে পা লাগাতে পারেননি। তিনি পা লাগাতে পারলেই নিশ্চিত গোল ছিল।
৮১ মিনিট- মোহনবাগানেরও জোড়া বদল
সন্দেশ ও দীপকের বদলে মোহনবাগানের হয়ে মাঠে নামলেন প্রবীর দাস ও কিয়ান নাসিরি। প্রীতম কোটাল এর ফলে সেন্টার ব্যাক পজিশনে বাকি ম্যাচ খেলবেন।
৭৯ মিনিট- হায়দরাবাদের জোড়া বদল
অনিকেত যাদব ও সৌভিক চক্রবর্তীর বদলে হায়দরবাদের হয়ে মাঠে নামলেন হোলিচরণ নাজরি ও সাহিল তাভোরা।
৭৪ মিনিট- কাউকোর অভূতপূর্ব মিস
দুই গোলে পিছিয়ে পড়ে অবশেষে জেগে উঠেছে এটিকে মোহনবাগান। বৌমাস অসাধারণ স্কিল দেখিয়ে একেবারে তিনজন হায়দরাবাদ ডিফেন্ডারকে পেনাল্টি বক্সের মধ্যে মাটি ধরিয়ে দেন। তাঁর পাস থেকে কার্যত ফাঁকা গোলে কাউকো বল জড়িয়ে দিলেই ম্যাচ জমে যেত। তবে সর্বদা নির্ভরযোগ্য কাউকো, অভূতপূর্বভাবে শট গোলের বাইরে মারেন।
৭২ মিনিট- কাট্টিমানির সেভ
দ্বিতীয়ার্ধে অবশেষে একটি ভাল সুযোগ তৈরি করল এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসো পেনাল্টি বাঁ-দিক থেকে ভাল শট নেন। তবে তা বাঁচিয়ে দেন হায়দরাবাদ গোলরক্ষক কাট্টিমানি। ফিরতি বল থেকে পেনাল্টি বক্সে ভাল ক্রস তুললেও, লিস্টনের ক্রস গোলে রূপান্তরিত করার জন্য ধারেকাছে কোনও এটিকে মোহনবাগান ফুটবলার ছিলেন না।
৬৯ মিনিট- সুযোগ নষ্ট করলেন ওগবেচে
হায়দরাবাদের আক্রমণে নাজেহাল সবুজ মেরুন রক্ষণ। শট নেওয়ার জন্য বেশ জায়গা পেয়ে গিয়েছিলেন ওগবেচে। তবে তেকাঠির মধ্যে নিদের শট রাখতে পারেননি তিনি।
৬৪ মিনিট- গোওওওওললল! সিভেরিয়ো!
তিরি উঠে যেতেই ছন্নছাড়া মোহনবাগান রক্ষণ। ওগবেচের পাস ক্লিয়ার করতে গিয়ে অনিকেতের পায়ে জমা দেন সন্দেশ। অনিকেত শট নিতে বিলম্ব করায় তাঁকে প্রথমে রুখে দেওয়া সম্ভব হলেও ইয়াসিরের কর্ণার থেকে হাভি সিভেরিয়ো হেডারে গোল করে হায়দরাবাদের লিড দ্বিগুন করলেন। এই গোলটা যেন প্রথম গোলেরই একেবারে কপি।
৬২ মিনিট- মোহনবাগানের পরিবর্তন
সংঘর্ষের পর তিরি গুরুতর আহত হয়েছেন বলেই মনে হচ্ছে। তিনি উঠে দাঁড়াতে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর বদলে মাঠে নামলেন হুগো বৌমাস।
৫৮ মিনিট- ইয়াসিরের গোলে লিডে হায়দরাবাদ
মাঝমাঠ থেকে ফের একবার ওগবেচের শক্তিশালী রানেই মোহনবাগানের রক্ষণ ছিন্নভিন্ন হয়ে গেল। ওগবেচের পাস থেকে সিভেরিয়োকে আটকাতে সন্দেশ ও তিরি, দুই মোহনবাগান ফুটবলারই ঝাঁপিয়ে পড়েন। তিন ফুটবলারই চ্যালেঞ্জের পর মাঠের মধ্যে পড়ে থাকলেও বল চলে যায় ইয়াসিরের কাছে। বাঁ-পায়ের সুন্দর বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন ইয়াসির। ২-১ এগিয়ে গেল হায়দরাবাদ এফসি।
৫৪ মিনিট- জোড়া বদল এটিকে মোহনবাগানের
গত ম্যাচে প্রথম একাদশে থাকা দুই ফুটবলার কার্ল ম্যাকহিউ ও মনবীর সিংকে মাঠে নামালেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। মাঠ ছাড়লেন লেনি ও ডেভিড উইলিয়ামস।
৫০ মিনিট- দ্বিতীয়ার্ধে এখনও গোল হয়নি
প্রথমার্ধ ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে কি কোনও দল ম্যাচ জিততে পারবে?
প্রথমার্ধের খেলা সমতায় শেষ
১৮ মিনিটে এটিকে মোহনবাগানকে কোলাসোর ক্রস থেকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে হুয়ানানের ক্রস থেকে হায়দরবাদকে সমতায় ফেরান বার্থোলোমিউ ওগবেচে। প্রথমার্ধ শেষে স্কোর ১-১।
৪৫+২ মিনিট- সমতায় ফিরল হায়দরাবাদ
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ইয়াসিরের কর্ণার মোহনবাগা রক্ষণে বিশাল সমস্যা তৈরি করে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রীতম কোটালরা, এমনকী হ্যান্ডবলেরও দাবি উঠে। তবে শেষে হুয়ানানের ক্রস থেকে হেডারে হায়দরাবাদকে ম্যাচে ফেরালেন ওগবেচে। এটি এই মরশুমে তাঁর ১৮তম গোল।
২ মিনিট ইনজুরি টাইম
প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটের খেলা শেষে দুই মিনিট ইনজুরি টাইম যোগ করা হল।
৪২ মিনিট- মোহনবাগানের সুন্দর পাসিং ফুটবল
মাঝমাঠ থেকে কৃষ্ণর সুন্দর পাস থেকে বল পায়ে পান কাউকো। শুভাশিসের সঙ্গে ওয়ান টু খেলার পর তিনি লিস্টনের উদ্দেশ্যে বল বাড়ান। তবে পেনাল্টি বক্সের বাইরে লিস্টনের শট ব্লক করে দেন সৌভিক চক্রবর্তী। বেশ দৃষ্টিনন্দন পাসিং ফুটবল খেলছে এটিকে মোহনবাগান।
৩৭ মিনিট- হায়দরাবাদ লড়াই চালাচ্ছে
জলপানের বিরতির পর হায়দরাবাদ বেশ ভালই শুরু করেছে। মাঝমাঠ থেকে ওগবেচের এক দুরন্ত রান ম্যাচে প্রথমবার মোহনবাগান রক্ষণকে একটু সমস্যায় ফেলে। ওগবেচের পাস থেকে মহম্মদ ইয়াসিরের স্কিলে সম্পূর্ণ পরাজিত হয়ে পেনাল্টি বক্সের একটু আগেই তাঁকে ফাউল করে বসেন শুভাশিস বসু। তবে হাভি সিভেরিয়োর ফ্রি-কিক সোজা গিয়ে এটিকে ওয়ালে লাগে।
৩০ মিনিট- জলের বিরতিতে এগিয়ে সবুজ মেরুন
রয় কৃষ্ণর গোলে ম্যাচের প্রথম জলপানের বিরতিতে ১-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। একেবারে শুরুর দিক থেকে এখন অনেকটা ভাল খেললেও, ম্যাচের রাশ কিন্তু এখনও সবুজ মেরুনেরই দখলে।
২৬ মিনিট- সুযোগ কাজে লাগাতে পারল না হায়দরাবাদ
বাঁ-দিকে হায়দরাবাদের অনিকেত যাদবের বিরুদ্ধে ডিফেন্ড করতে গিয়ে তিনি যে স্ট্রাইকার, তা নিজের চ্যালেঞ্জেই প্রমাণ করে দিলেন কৃষ্ণ। একেবারে পেনাল্টি বক্সের একটু বাইরে বাজে ফাউল দিয়ে বসেন তিনি। তবে সেই সেটপিস কাজে লাগাতে পারেনি হায়দরাবাদ।
১৮ মিনিট- গোওওওওওওওললল!
বাঁ-দিকের উইংয়ে লিস্টন কোলাসোর দুর্ধর্ষ স্কিলে একেবারে হতভম্ব হয়ে যান হায়দরাবাদের সাইড ব্যাক নিম দর্জে। কোলাসোর বাড়ানো বল থেকেই একেবারেই স্ট্রাইকারদের মতো ঝাঁপিয়ে পড়ে বল জালে জড়িয়ে দেন রয় কৃষ্ণ। ১-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
১৪ মিনিট- কাট্টিমানির ভাল সেভ
পেনাল্টি বক্সের মধ্যে ডেভিড উইলিয়ামসের পাস থেকে জনি কাউকোর শট বেশ ভালভাবেই বাঁচিয়ে দেন কাট্টিমানি।
১০ মিনিট- নাজেহাল অবস্থা হায়দরাবাদের
এটিকে মোহনবাগানের প্রেসিং ফুটবলে একেবারে নাজেহাল হায়দরাবাদ। নিজেদের অর্ধ থেকেই বল বের করতে পারছেন না তারা। তবে তাদের জন্য এটাই সুখবর যে এখনও ম্যাচ গোলশূন্য।
৫ মিনিট- ম্যাচ গোলশূন্য
পাঁচ মিনিটের খেলা হয়ে গিয়েছে। এখনও কোনও দলই গোলের দরজা খুলতে পারেননি। তবে শুরুটা এটিকে মোহনবাগানই বেশি ভাল করেছে। তাঁর হায়দরাবাদকে লাগাতার প্রেস করছেন।
প্রথম কিকেই গোলের প্রয়াশ
ম্য়াচের প্রথম কিক নেয় এটিকে মোহনবাগান এবং একেবারে শুরুতেই মাঝমাঠ থেকে গোলে শট নেন ডেভিড উইলিয়ামস। অবশ্য গোল হয়নি।
এটিকে মোহনবাগানের দল
জামশেদপুর ম্যাচ থেকে প্রথম একাদশে দুুই বদল করে মাঠে নামছে এটিকে মোহনবাগান। কার্ল ম্যাকহিউ ও মনবীর সিংয়ের বদলে এই বড় ম্যাচে এটিকে মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ পেলেন দীপক টাংরি ও লেনি রডরিগেজ।
হায়দরাবাদের চার বদল
গত ম্য়াচ থেকে চার বদল করে সেমিফাইনালে মাঠে নামছে হায়দরাবাদ এফসি। নিখিল পুজারি, খাসা কামারা, জোয়েল চিয়ানেজে ও রোহিত দানুর বদলে বার্থোলোমিউ ওগবেচে, জাও ভিক্টর, অনিকেত যাদব ও আকাশ মিশ্র প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।
দুই দলের লিগের ম্যাচের ফল
হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে লিগ পর্বের দু'টি ম্যাচের মধ্যে একটিতে এটিকে মোহনবাগান ড্র করেছিল। অপর ম্যাচটি ২-১ জিতেছিল। সেমির প্রথম লেগেও জয়ের ধারাই ধরে রাখতে চাইবে জুয়ান ফেরান্দোর টিম।
হায়দরাবাদ এফসির ফর্ম
২০ ম্যাচে ১১টি জয়, পাঁচটি ড্র ও চারটি হারের সুবাদে, এটিকে মোহনবাগানের থেকে এক পয়েন্ট ও লিগ তালিকায় এক স্থান আগে শেষ করেছিল হায়দরাবাদ এফসি। বিগত পাঁচ ম্যাচে একমাত্র জামশেদপুরের বিরুদ্ধে পরাজয় বাদে, বাকি সবকয়টি ম্যাচ জিতেছে নিজামের শহর।
এটিকে মোহনবাগানের ফর্ম
২০ ম্যাচে ১০টি জয়, সাতটি ড্র ও তিনটি হারের ফলে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে শেষ করেছিল এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ০-১ হেরে লিগের শীর্ষে শেষ করার সুযোগ হাতছাড়া করলেও, কোচ জুয়ান ফেরান্দোর অধীনে ও একটাই ম্যাচ হেরেছে সবুজ-মেরুন। সেমিফাইনালের প্রথম লেগে আবার জয়ের স্রোতে ফিরতে চাইবে কলকাতা জায়ান্টসরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।