আজ ফতোরদায় লাস্টবয় নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছনোর হাতছানি ছিল এটিকে মোহনবাগানের সামনে। তবে ম্যাচের মাত্র ১৭ মিনিটে রক্ষণের ভুলেই নর্থইস্টকে এগিয়ে দেন ভিপি সুহের। কিন্তু বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি সবুজ মেরুনকে। পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরান জনি কাউকো। এরপর হাফ টাইমের পাঁচ মিনিট আগে এবং সাত মিনিট পরে যথাক্রেম লিস্টন কোলাসো এবং মনবীর সিংয়ের গোলে ৩-১ লিড নিয়ে নেয় জুয়ান ফেরান্দোর দল। ম্যাচের শেষ ১৫ মিনিট হাইল্যান্ডার্সরা আক্রমণের ঝড় তুললেও, ভাল ফিনিশারের অভাবে গোল আর করতে পারেনি খালিদ জামিলের দল। ম্যাচ জিতে লিগ তালিকায় হায়দরাবাদ থেকে দুই ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন।
ম্যাচ শেষ
ম্যাচের শেষ ১৫ মিনিটে নর্থইস্ট প্রচুর চেষ্টা করেও লাভের লাভ কিছুই হল না। জনি কাউকো, লিস্টন কোলাসো ও মনবীর সিংয়ের গোলে ৩-১ জিতল এটিকে মোহনবাগান। নর্থইস্টের হয়ে একমাত্র গোলটি আসে ভিপি সুহেরের পা থেকে।
৯২ মিনিট- সহজ সেভ অমরিন্দরের
বক্সের বাইরে থেকে সাহানেকের শট সহজেই বাঁচিয়ে দেন অমরিন্দর। ফিরতি কর্ণারও সহজেই ডিফেন্ড করতে সক্ষম হয় এটিকে মোহনবাগান রক্ষণ।
চার মিনিট ইনজুরি টাইম
৯০ মিনিটের খেলা শেষে চার মিনিটের অতিরিক্ত ইনজুরি টাইম যোগ করা হল।
৮৯ মিনিট- দুরন্ত সেভ শুভাশিসের
ফের একবার প্রতিআক্রমণে মনবীরের গতি দেখা গেল। সাহানেকের সেট পিস থেকে বল ঘুরে চলে আসে মনবীরের পায়ে। মুহূর্তে আগুনে গতিতে একাই নর্থইস্ট গোলের দিকে ধেয়ে যান মনবীর। শটও নেন। তবে এগিয়ে এসে মনবীরের জন্য প্রথমে গোল করার সুযোগ কঠিনতর করে তোলেন শুভাশিস, তারপর পরেও মনবীর গোলমুখী শট নিতে সক্ষম হলেও, ঝাঁপিয়ে বল বাঁচিয়ে দেন নর্থইস্ট গোলরক্ষক।
৮৪ মিনিট- আশা ছাড়তে নারাজ নর্থইস্ট
ম্যাচের পাঁচ মিনিট মতো বাকি। তবে দুই গোলে পিছিয়ে থাকা নর্থইস্ট কিন্তু একেবারেই হাল ছাড়তে নারাজ। মোহনবাগান রক্ষণকে বেশ চাপেই ফেলছে হাইল্যান্ডার্সরা। ফের একবার পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন আরেক নর্থইস্ট ফুটবলার। তবে ইমরানের মতো হার্নানের শটও গোলে বাইরে দিয়ে চলে যায়।
৮২ মিনিট- সুইপার কিপার শুভাশিস
প্রতিআক্রমণ থেকে ফের এক পাসেই গোটা নর্থইস্ট ডিফেন্সকে সহজেই পরাস্ত করে গোলের দিকে ছুটছিলেন মনবীর। আক্রমণ রুখতে পেনাল্টি বক্সের বাইরে নর্থইস্ট গোলরক্ষক শুভাশিস এগিয়ে আসেন এবং তাঁর পায়ে বলও আটকে যায়। আরেকটু জোরে দৌড়ে বলের কাছে পৌঁছতে পারলেই কিন্তু ফাঁকা গোলে বল জড়িয়ে দেওয়ার সুযোগ পেতেন মনবীর।
৭৯ মিনিট- অল্পের জন্য গোল পেলেন না ইমরান
এটিকে মোহনবাগানের বক্সের ঠিক বাইরে বল এবং জায়গা, দুইই পেয়ে গিয়েছিলেন সাবস্টিটিউট হিসাবে নামা ইমরান খান। তাঁর শট অবশ্য বেশ দুর্বলই ছিল বলতে হবে। তবে গোলের সামান্য বাইরে দিয়েই বল বেরিয়ে যায়। গোলে থাকলে অমরিন্দর হয়তো পৌঁছতে পারতেন না।
৭৫ মিনিট- সবুজ মেরুন পুরোপুরিভাবে ম্যাচের দখলে
মনবীরের তৃতীয় গোলের পর আর কোনো গোল না হলেও, বর্তমানে ম্যাচের রাশ একেবারে নিজেদের হাতে তুলে নিয়েছে এটিকে মোহনবাগান। ধীরে ধীরে নর্থইস্ট আর তেমন বড় সুযোগও তৈরি করতে পারছে না। অপরদিকে, বেশ কয়েকটি বদলের পর এটিকে মোহনবাগানের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দেও একটু ছেদ পড়েছে।
৭২ মিনিট- গোলদাতা মাঠ ছাড়লেন
এটিকে মোহনবাগানের হয়ে মাঝমাঠ থেকে গোটা ম্যাচের গতি কন্ট্রোল করার পাশপাশি একটি গোল ও অ্যাসিস্ট প্রদান করেন জনি কাউকো। দুর্দান্ত এক ম্যাচ খেলার পর শেষ কয়েক মিনিট তাঁকে বিশ্রাম দিতে তাঁর বদলে অভিষেক সূর্যবংশী, সবুজ মেরুনের হয়ে মাঠে নামলেন।
৭০ মিনিট- মার্সেলিনহোর প্রস্থান
নর্থইস্টের মিডফিল্ড জাদুকর মার্সেলিনহোকে তুলে নিলেন কোচ খালিদ জামিল। তাঁর বদলে মাঠে নামলেন দেশর্ন ব্রাউন।
৬৮ মিনিট- হলুদ কার্ড হার্নানের
শুভাশিস বসুকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখলেন হার্নান। ফাউল খুব বাজে না হলেও, পরপর অল্প ব্যবধানে একের পর এক ফাউল করার পরিণামেই হলুদ কার্ড দেখতে হল তাঁকে।
৬৮ মিনিট- দুর্দান্ত প্রয়াশ সাহানেকের
মোহনবাগান পেনাল্টি বক্সের একটু বাইরে থেকে প্রায় একাই বল নিয়ে একেবারে গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন নর্থইস্টের মার্কো সাহানেক। তবে তাঁর শট গোলের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। এটা গোল হলে এবারের আইএসএলে সম্ভবত সেরা গোলের বড় দাবিদার হত।
৬৭ মিনিট- সবুজ মেরুনের জোড়া বদল
টাংরি এবং কোলাসোর জায়গায় মাঠে নামলেন বিদ্যানন্দ সিং এবং কিয়ান নাসিরি।
৬৪ মিনিট- নর্থইস্টের বদল
প্রজ্ঞান সুন্দর গগৌয়ের জায়াগায় হাইল্যান্ডার্সদের হয়ে মাঠে নামলেন ইমরান খান।
৫৫ মিনিট- হার্নানের দারুণ ব্লক
উইং থেকে বারবার দুর্ধর্ষ সব আক্রমণ হেনে নর্থ ইস্টকে সমস্যায় ফেলছে এটিকে মোহনবাগান। ডান দিক থেকে মনবীরের পাস পেনাল্টি বক্সের মধ্যেই শুভাশিস বসুর পায়ে চলে আসে। তাঁর শট গোলের দিকে ধেয়ে গেলেও, দারুণ এক ব্লক করে বল বাইরে পাঠিয়ে দেন নর্থইস্টের হার্নান।
৫২ মিনিট- মনবীরের গোল
বলতে বলতেই এটিকে মোহনবাগানের লিড দ্বিগুন করলেন মনবীর সিং। ডিফেন্স থেকে নর্থইস্ট বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। লেনি রডরিগেজ মাঝমাঠে দারুণ ব্লক করে মনবীরের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। গোলের বাঁ-দিক থেকে কাট ব্যাক করে ডিফেন্ডার এবং গোলরক্ষক দুইজনকেই কার্যত মাটিতে ফেলে দিতে সক্ষম হন মনবীর এবং সহজেই কার্যত ফাঁকা গোলে বল জড়িয়ে দেন তিনি।
৫০ মিনিট- স্কোরলাইনে কোনো বদল নেই
দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট অতিক্রান্ত হলেও প্রথমার্ধের স্কোরে কোনো বদল ঘটেনি। মোহনবাগান ২-১ এগিয়ে।
মোহনবাগানের বদল
প্রবীর দাসের বদলে এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামলেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান।
দ্বিতীয়ার্ধ শুরু
২-১ এগিয়ে থাকা এটিকে মোহনবাগান লিড ধরে রাখতে পারলেই লিগ তালিকায় দুই নম্বরে পৌঁছে যাবে। তবে প্রথমার্ধে আক্রমণের ধার দেখে মনে হচ্ছে বড় ব্যবধানে ম্যাচ জয়ের লক্ষ্যে আছে সবুজ মেরুন।
হাফ টাইম
ম্যাচের ১৭ মিনিটেই ভিপি সুহেরের গোলে পিছিয়ে পড়লেও জনি কাউকো ও লিস্টন কোলাসোর গোলে ২-১ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল এটিকে মোহনবাগান।
৪৫ মিনিট- কোলাসোর গোলাসো
দুর্দান্ত পাসিং ফুটবলে হাফ টাইমের ঠিক আগেই এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন লিস্টন কোলাসো। রক্ষণ থেকে তিরির দারুণ পাস বাঁ-দিকের উইংয়ে কাউকোর পায়ে পৌঁছায়। প্রথম গোলে কাউকোকে পাস বাড়িয়েছিলেন লিস্টন, এবার কাউকোর ঠিকানা লেখা পাস খেরে দারুণ ফুটওয়ার্ক দেখিয়ে নিজের জন্য প্রথমে জায়গা তৈরি করেন লিস্টন এবং তারপর শটে বল জালে জড়িয়ে দেন। হাফ টাইমের আগই ২-১ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
৪৪ মিনিট- গুরজিন্দরের হলুদ কার্ড
মনবীর সিংকে কনুই দিয়ে গুঁতো মেরে হলুদ কার্ড দেখলেন নর্থইস্টের গুরজিন্দর।
৪১ মিনিট- পরপর দু'টি বড় সুযোগ মোহনবাগানের
ম্যাচের রাশ এটিকে মোহনবাগানেরই হাতে। একের পর এক ভাল সুযোগ তৈরি করছে ফেরান্দোর দল। মনবীর এক থ্রু বল পায়ে পেয়ে জোরালো শট মারলেও নর্থইস্ট গোলরক্ষক শুভাশিস প্রথমে ভাল সেভ দেন। ঠিক তার পরের মুহূর্তেই প্রবীরের ক্রস থেকে আরেক ফুলব্যাক শুভাশিস বসু শট নিলেও তাঁর নর্থইস্টের গোলপোস্টের বাইরের দিকে লেগে মাঠের বাইরে চলে যায়।
৩৪ মিনিট- খারাপ গোলকিপিং অমরিন্দরের
পেনাল্টি বক্সের বাঁ-দিক থেকে মার্সেলিনহোর দুর্বল শট দস্তানাবদ্ধ করার বদলে অমরিন্দর ডেঞ্জার জোনে ঠেলে দেন। সেখানে নর্থইস্টের ফরোয়ার্ড উপস্থিত থাকলেও, তিরি বল ক্লিয়ার করে দেন।
২৬ মিনিট- এন্ড টু এন্ড ফুটবল
দুই দলই প্রতিআক্রমণে দারুণ ফুটবল খেলছে। নর্থ ইস্টের পর এবার বড় সুযোগ তৈরি করল সবুজ মেরুন। ডান দিক থেকে প্রবীরের ক্রস আরেকটু হলেই মোহনবাগান ফরোয়ার্ডদের জন্য ট্যাপ ইন করার সুযোগ তৈরি করে দিত। তবে নর্থইস্ট ডিফেন্ডাররা তা ক্লিয়ার করে দেন। ফিরতি বল থেকে পেনাল্টি বক্সের মধ্যেই উপস্থিত কাউকো ফের একবার গোল করার সুযোগ পেলেও, তাঁর শট নর্থইস্ট ডিফেন্ডারদের গায়ে লেগে বাইরে চলে যায়।
২৪ মিনিট- মার্সেলিনহোর শট
গোল খেয়েও দমে যেতে রাজি নয় নর্থইস্ট। প্রায় কাউকোর মতো একইরকম জায়গা থেকে শট নেন মার্সেলিনহো। তবে তাঁর শট মোহনবাগান ডিফেন্সের গায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। ফিরতি কর্ণার থেকে কোনো বড় সুযোগ তৈরি হয়নি।
২২ মিনিট- গোওওওললল! সমতায় ফিরল সবুজ মেরুন
পাঁচ মিনিটও টিকল না নর্থ ইস্টের লিড। পেনাল্টি বক্সের বাইরে থেকে লিস্টন কোলাসোর পাসে জোরালো শটে গোল করে এটিকে মোহনবাগানকে ম্যাচে ফেরালেন জনি কাউকো। শুভাশিস নর্থ ইস্টের গোলে নড়ারও সুযোগ পাননি।
১৭ মিনিট- দুর্দান্ত গোল সুহেরের
খেলার গতির বিপরীতেই ভিপি সুহেরের গোলে এগিয়ে গেল নর্থ ইস্ট। মাঝমাঠে মার্সেলিনহো বল জিতে তা বাড়িয়ে দেয় সুহেরকে। পেনাল্টি বক্সের ডান দিক থেকে সুহেরের জোরালো শটের কোনো জবাব ছিল অমরিন্দরের কাছে। ১-০ এগিয়ে গেল নর্থইস্ট।
১৫ মিনিট- বড় সুযোগ নষ্ট
নর্থ ইস্টের কর্ণার থেকে প্রতিআক্রমণে দুর্ধর্ষ সুযোগ পেয়ে গিয়েছিল সবুজ মেরুন। এক সময় তো একজন নর্থ ইস্ট ডিফেন্ডারের বদলে তিনজন এটিকে মোহনাগান ফুটবলার ছিলেন আক্রমণে। তবে ঠিকঠাক পাস না দেওয়ায় সুযোগ হাতছাড়া করল সবুজ মেরুন। শেষমেশ প্রবীর দাসের শট গোলের অনেক বাইরে দিয়ে চলে যায়।
১০ মিনিট: ম্যাচ এখনও গোলশূন্য
এটিকে মোহনবাগান আক্রমণাত্মক মেজাজেই রয়েছে ম্যাচের শুরু থেকে। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল। মনবীর তো একটি সহজ সুযোগ নষ্ট করে বসে। তা না হলে স্কোরলাইনটা গোলশূন্যের বদলে ১-০ এটিকে মোহনবাগানের পক্ষে হয়ে যেতে পারত।
খেলা শুরু
আজ নর্থইস্টকে হারাতে পারলেই আইএসএল টেবলের দুইয়ে উঠে আসবে এটিকে মোহনবাগান।
দল ঘোষণা
গত ম্যাচ থেকে প্রথম এগারোয় তিন পরিবর্তন ঘটিয়ে মাঠে নামছে সবুজ মেরুন।
নর্থ ইস্টের সাম্প্রতিক ফর্ম
লিগ তালিকার লাস্ট বয়, নয় ম্যাচে জয়ের মুখ না দেখা নর্থ ইস্টের পক্ষে সময়টা একেবারেই সুখকর যাচ্ছে না। খালিদ জামিলের দল আপাতত ১৬ ম্যাচ খেলে মাত্র দুই জয়, চার ড্র এবং লিগ সর্বোচ্চ ১০টি ম্যাচ হেরেছে। তাদের দখলে রয়েছে ১০ পয়েন্ট। লিগ তালিকায় ওপরের দিকে থাকা এটিকে মোহনবাগানকে হারানো কঠিন হলেও, ম্যাচ ড্র করতে পারলেই তারা লিগের লাস্ট পজিশন থেকে উঠে আসতে পারবে।
মোহনবাগানের সাম্প্রতিক ফর্ম
গত ম্যাচে লিগ লিডার হায়দরাবাদকে পরাজিত করার পর নতুন উদ্যমে মাঠে নামবে এটিকে মোহনবাগান। বর্তমানে ১৩ ম্যাচে ছয়টি জয়, পাঁচটি ড্র এবং দুই হারের সুবাদে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চারে রয়েছে সবুজ মেরুন। লিগের লাস্টবয়দের হারালে একদিকে যেমন এক ধাক্কায় দুই উঠে আসবে জুয়ান ফেরান্দোর দল, তেমনই আইএসএল শিল্ড জয়ের ক্ষেত্রেও সুবিধাজনক জায়গায় পৌঁছানোর হাতছানি রয়েছে তাদের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।