ফের ‘নতুন’ বাংলাদেশে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা এবং বাক স্বাধীনতার বিষয়টি। এবার জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া এক মারাত্মক অভিযোগ করলেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান যে গত কয়েদিন ধরে ক্রমাগত ভাবে ধর্ষণ এবং খুনের হুমকি পাচ্ছেন। এরকম অবস্থায় নড়েচড়ে বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। তারা এক বিবৃতিতে জানিয়েছে যে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হঠাৎ কেন হুমকি পেলেন মাতসুশিমা? আসলে কিছুদিন আগে বাংলাদেশের মহিলা ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন ১৮ জন ফুটবলার। তাঁদের মধ্যে ছিলেন মাতসুশিমাও। সেই কারণে হুমকির মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের হয়ে সাফ কাপ জিতেছিলেন তিনি।
যেই কারণে হুমকি পাচ্ছেন সুমাইয়া:
বাংলাদেশের নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারকে কোনও ভাবে মেনে নিতে পারছেন না ফুটবলাররা। তাঁর বিরুদ্ধে মানসিক নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি ১৮ জন খেলোয়াড় বাফুফেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, বাটলার দায়িত্বে থাকলে খেলা তো দূরের কথা অনুশীলন ক্যাম্পেই অংশ নেবেন না। প্রয়োজনে গণঅবসর নিতেও দু’বার ভাববেন না। তাঁদের এই অনড় অবস্থান নিয়ে যদিও দ্বিমত রয়েছে। আর এসবের মাঝে মঙ্গলবার এক মারাত্মক অভিযোগ করেন ২৩ বছর বয়সী সুমাইয়া।
বাংলাদেশ লড়াইয়ের প্রশংসা করতে জানে না:
তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি যখন ফুটবলকে বেছে নিই তখন আমার স্বপ্ন ছিল সেই সব তরুণীদের অনুপ্রাণিত করা যাদের মা বাবা শুধু পড়াশুনার উপর জোর দিয়ে থাকে। আমি দেখাতে চেয়েছিলাম, আবেগ এবং ইচ্ছা শক্তির মাধ্যমে সব প্রতিবন্ধকতা ভেঙে দেওয়া যায়। এখন এটা ভেবে আমার অনুতাপই হচ্ছে - আমার শিক্ষা, আমার পরিবার, আমার ঈদ, সবকিছু এমন একটি দেশকে প্রতিনিধিত্ব করার জন্য ব্যয় হয়েছে, যে দেশ আমাদের লড়াইয়ের প্রশংসা করতে জানে না।’
খুন এবং ধর্ষণের হুমকি সুমাইয়াকে:
সুমাইয়া ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ করে বলেন, ‘ফুটবল খেলার জন্য আমি আমার মা এবং বাবার সঙ্গে লড়াই করেছি, শুধু বিশ্বাস ছিল যে আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সত্যি বলতে কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই পরিস্থিতি সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। বিগত কিছুদিন ধরে আমি একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে ব্যবহৃত শব্দগুলি আমাকে মানসিক ভাবে বিধস্ত করে দিয়েছে।’
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে:
এরকম মারাত্মক অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা একটি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে উদ্দেশ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর প্রতিক্রিয়া হিসেবে বাফুফে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।