চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত পারফরম্যান্স বার্সেলোনার। বেনফিকার বিরুদ্ধে পিছিয়ে গিয়েও বড় জয় পেল তারা। কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এদিন সেই ফর্ম বজায় রাখল রাফিনহা-ইয়ামালরা। শুরুতে অবশ্য হোঁচট খেতে হয়েছিল বার্সাকে। খেলার ২ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল বেনফিকা। একটা সময় ম্যাচে ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল তারা। সবাই ভেবেছিলেন ম্যাচে বার্সাদের হার নিশ্চিত। কিন্তু তখনই জ্বলে ওঠেন লেওনডোস্কিরা। বিপক্ষের জালে একের পর এক বল জড়িয়ে ম্যাচ ৫-৪ ব্যবধানে জিতে নেয় বার্সেলোনা। কোচ হানসি ফ্লিকের হাত ধরে এই মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে তারা। বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে ১৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে বার্সেলোনা। ৭টি ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেয়েছে তারা।
ঘরের মাঠে বেশ আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করে বেনফিকা। খেলার শেষ ১৫ মিনিট যখন বাকি ছিল সেই সময় ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেন ভ্যানজেলিস পাভলিদিস। ২ মিনিটে নিজের প্রথম গোলটি করেন তিনি। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় লেওনডোস্কি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তা। ২২ মিনিটে বার্সার গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেনফিকার পাভলিদিস। এরপর ৩০ মিনিটে ফের একবার গোল করে লিড ৩-১ করেন তিনি। প্রথমার্ধে পিছিয়ে থেকে শেষ করায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় বার্সেলোনা। ৬৪ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। বেনফিকার গোলকিপারের নেওয়া শট তাঁর মাথায় লেগে হাস্যকর ভাবে গোলে ঢুকে যায়। প্রথমে বুঝতেই পারেননি কেউ যে কী হল বিষয়টা।
৬৭ মিনিটে বার্সার ডিফেন্ডারের ভুলে বল জালে জড়ায় একবার। ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। তারপরেই আক্রমণ আরও বাড়ায় বার্সা। ৭৮ মিনিটে ফের একবার পেনাল্টি পেয়ে যায় তারা। এবারও গোল করতে ভুল করেন না লেওনডোস্কি। ৮৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় এরিক গার্সিয়া। এরপর ইনজুরি টাইমে গোল করে বার্সাকে জয় পেতে সাহায্য করে রাফিনহা। ম্যাচ জিতে স্বভাবতই আত্মবিশ্বাসী বার্সা কোচ ফ্লিক। তিনি বলেন, ‘এটা অসাধারণ একটা ম্যাচ ছিল। বেনফিকা প্রথমার্ধে ভালো খেলেছিল কিন্তু আমরা ভুল করেছিলাম অনেক। দলের মানসিকতা খুব পরিষ্কার, তারা একে অপরকে বিশ্বাস করে। এরকম ম্যাচ দেখাটা সত্যি অবিশ্বাস্য। দ্বিতীয়ার্ধে আমরা ওদের থেকে বেশি সুযোগ তৈরি করেছি। আমরা জয়ের দাবিদার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।