বেনফিকাকে হারাতে পারলেই পাওয়া যেত শেষ ষোলোর টিকিট। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল বার্সেলোনা। কিন্তু বহু চেষ্টার পরেও সব ব্যর্থ হয়ে যায়। বহু লড়াই চালিয়েও গোলের ঠিকানা খুঁজে পায়নি জাভির ছেলেরা। বেনফিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আশঙ্কায় রয়েছে বার্সেলোনা। গ্রুপ ‘ই’তে মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে এই ড্রয়ে কঠিন সমীকরণের সামনে পড়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে থাকা বায়ার্ন মিউনিখ তাদেরকে চোখ রাঙাচ্ছে।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'ই' গ্রুপের ম্যাচে ক্যাম্প ন্যুতে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা। প্রথম দেখায় পর্তুগিজ ক্লাবটির মাঠে ৩-০ গোলে হেরেছিল তারা। ইউরোপ সেরার লিগে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত বায়ার্নের। ৭ পয়েন্ট নিয়ে এখনও অবশ্য দুই নম্বরে আছে বার্সেলোনা। তবে শেষ ম্যাচে তাদের খেলতে হবে জার্মান চ্যাম্পিয়নদের মাঠে। ওই দিন জিততেই হবে তাদের, নয়তো তাকিয়ে থাকতে হবে আরেক ম্যাচে। আর ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা বেনফিকা খেলবে ১ পয়েন্ট নিয়ে তলানির দল দিনামো কিয়েভের মাঠে।
আগামী ৯ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে বায়ার্নের মাঠে খেলতে হবে বার্সাকে। জার্মান ক্লাবটি যে দারুণ ছন্দে আছে, তাতে তাদেরকে হারানো ভীষণ কঠিন হবে কাতালানদের জন্য। জয় না পেলেও অবশ্য গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারবে বার্সা। সেক্ষেত্রে তাদেরকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচটির দিকে। সেদিন একই সময়ে বেনফিকা নামবে কিয়েভের মাঠে। ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ শতাংশ সময়ে বল ছিল তাদের পায়ে। গোলমুখে ১৪টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে তিনটি। অন্যদিকে, সফরকারীরাও সাতটি শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।