বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Beer in binoculars in FIFA WC: দূরবিনে মদ নিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা! ধুলো দেওয়া গেল না কাতারি পুলিশের চোখে

Beer in binoculars in FIFA WC: দূরবিনে মদ নিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা! ধুলো দেওয়া গেল না কাতারি পুলিশের চোখে

দূরবিনে মদ নিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা কাতারে (ছবি - টুইটার)

বিশ্বকাপে বিয়ার নিষিদ্ধ হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। এর মধ্যেই বিভিন্ন কায়দায় স্টেডিয়ামে মদ নিয়ে ঢোকার চেষ্টা করেছেন দর্শকরা।

খেলা দেখতে গেলে তো অনেকেই দূরবিন নিয়ে স্টেডিয়ামে যান। তা নিয়ে সন্দেহের অবকাশও নেই। তবে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কাতারি পুলিশের তীক্ষণ নজরে ধরা পড়ল এক অভিনব দূরবিন। এই দূরবিন দিয়ে কিছু দেখা যায় না। এই দূরবিন থেকে অবশ্য জল, মদ বা তরল যেকোনও কিছু খাওয়া যায়! এই দূরবিন ধরা পড়ার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও হিন্দুস্তান টাইমস বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

বিশ্বকাপে বিয়ার নিষিদ্ধ হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। এর মধ্যেই বিভিন্ন কায়দায় স্টেডিয়ামে মদ নিয়ে ঢোকার চেষ্টা করেছেন দর্শকরা। এই নিয়ে কিছু কিছু ‘মিম’ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছু ‘ভুয়ো’ পোস্টও ভাইরাল হয়েছে। এরই মধ্যে অবশ্য এই ভিডিয়ো ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, সবুজ জার্সি পরিহিত এক দর্শকের দূরবিন পরীক্ষা করছেন এক নিরাপত্তারক্ষী। তবে সেই দূরবিন দিয়ে কিছুই দেখতে পেলেন না নিরাপত্তারক্ষী। পরে তিনি দূরবিনের একটি ‘চোখ’ বোতলের খাপের মতো খুলে যায়। এরপর ভেতরে নাক দিয়ে ঘ্রাণ নেন সেই নিরাপত্তারক্ষী। মনে করা হচ্ছে, এক মেক্সিকোর সমর্থকই এভাবে মদ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন স্টেডিয়ামে। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনেরই এক ‘দূরবিন ফ্লাস্ক’-এর ছবি ভাইরাল হয়েছে ভিডিয়ো প্রকাশের পরই। তাতে দাবি করা হয়েছে, অ্যামাজনে এই ধরনের ‘দূরবিন ফ্লাস্ক’ বিক্রি করা হয়।

প্রসঙ্গত, আচমকাই বিশ্বকাপ শুরুর দুই দিন আগে বিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কাতারে। প্রতিশ্রুতি দিয়েও বিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করায় অনেক ফুটবল সমর্থকই ক্ষুব্ধ হয়েছিলেন। তবে ফিফা প্রধান জিয়ানি ইনফ্যান্টিনো বলেছিলেন, ‘বিয়ার না খেলে কেউ মরে যাবেন না।’ উল্লেখ্য, সুরাকে ‘হারাম’ হিসেবে গণ্য করা হয় ইসলাম ধর্মে। সাধারণত মুসলিম খেলোয়াড়রা কোনও সুরা সংস্থার বিজ্ঞাপন দেন না। ক্রিকেটেও এর নজির রয়েছে। সম্প্রতি টি২০ বিশ্বকাপের পর মঞ্চে শ্যাম্পেনের বোতল খোলা হয়নি মোইন আলি এবং আদিল রশিদের ধর্মবিশ্বাসকে সম্মান জানিয়ে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী ‘কী যেন…অভিষেক, ও পারবে না! সম্মান নিয়ে পদত্যাগ করুন’, মমতাকে অনুরোধ শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.