৩৩তম বারের জন্য সন্তোষ ট্রফি জিতল বাংলা দল। ম্যাচের অন্তিম লগ্নে গোল করে বাংলা দলকে জেতালেন রবি হাঁসদা। এই প্রতিযোগিতায় এবার এটি তাঁর দ্বাদশ গোল। সংযুক্তি সময় এসে যখন সকলেই ধরে নিয়েছে ম্যাচ ৯০ মিনিটে শেষ হবে না, তখনই ঘটে ক্লাইম্যাক্স। সঞ্জয় সেনের দলের হয়ে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলার কাছে। কিন্তু স্ট্রাইকাররা গোলের সামনে বল পেয়েও পা ছোঁয়াতে পারেনি। ১০ মিনিটে কেরলের মহম্মদ আজসালের হেডার বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে আক্রমণে প্রাধান্য ছিল কেরলেরই। তুলনায় অনেকটাই যে নিজেদের গুটিয়ে রেখেছিলেন, বাংলার ফুটবলাররা। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা ডিফেন্স করে গেলেন।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঝমাঠের দখল নিয়ে নেয় বাংলা দল। এরপর টানা আক্রমণ করতে থাকে বাংলা। দেখে মনেই হয়নি, ঘরের মাঠে বাংলা খেলছে না অন্য রাজ্যে। হায়দরাবাদের মাঠে ফুল ফোটাতে থাকেন বাংলার ফুটবলাররা। আর সাহসীদের পাশে ঈশ্বর থাকেন, সেটাই প্রমাণিত হল শেষ মূহূর্তে হেডার থেকে পেয়ে যাওয়া বল রবি হাঁসদার কাছে চলে আসায়। তিনি বল জালে জড়িয়ে দেন।
ম্যাচের শেষে সঞ্জয় সেন বললেন, ‘ছেলেরা অনেক কিছু ত্যাগ করেছে। শেষ ২-২.৫ মাসে অনেক পরিশ্রম করেছে দল। পরিবার বন্ধুদের ছেড়ে ফুটবলাররা ছিল। তাই ছেলেদের ম্যাচের আগে বলেছিলাম, অতীত নিয়ে ভাবতে হবে না। নিজের সেরাটা দাও, তাহলেই ফলাফল আসবে। লাস্ট মিনিটে গোল পেয়েছি, জিতেছি। এটাই বড় ব্যাপার ’।
সন্তোষ ট্রফিতে এবারে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হল বাংলা দল। ১১টা ম্যাচের মধ্যে ১০টা ম্যাচেই জিতল বাংলা দল, একটি ম্যাচ ড্র হয়েছে। তাই খেলার শেষে বাংলার অধিনায়ক চাকু মাণ্ডি বললেন, ‘কোচ আমাদের বলেছিল, ফাইনালে যখন এসেছি জিততেই হবে। কোচ আমাদের বলেছিল, নিজেদের সেরাটা যেভাবেই হোক দিতে হবে। কোচকেই এই জয় ডেডিকেট করব। আমাদের ডিফেন্স খুব ভালো খেলেছে প্রতিযোগিতায় ’।
এবছরে বাংলার ফুটবলের জন্য খুবই ভালো গেছে। ২০২৪ সালের শুরুতেই সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। এরপর মোহনবাগান দল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। মহমেডান স্পোর্টিং ক্লাবও আইলিগ চ্যাম্পিয়ন হয়। এবার বাংলা ফুটবল দলও সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ফুটবলে বাংলার আধিপত্য আরও একবার বুঝিয়ে দিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।