সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা। বাছাই পর্বের পর মূল পর্বে দাপট দেখিয়ে চলেছে সঞ্জয় সেনের ছেলেরা। অনেক দিন পর বাংলার ফুটবলে এরকম ধার লক্ষ্য করা যাচ্ছে। সোমবার ডেকান এরিনায় সন্তোষ ট্রফির মূল পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল আদিত্য-নরহরিরা। প্রতিপক্ষ ছিল তেলাঙ্গানা। এদিনের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলার দামাল ছেলেরা। যার ফল স্বরূপ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় লাভ করে তারা। এদিনের ম্যাচে বাংলার হয়ে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠা এবং একটি গোল করেন রবি হাঁসদা। এর আগে মূল পর্বের প্রথম ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলা। সব মিলিয়ে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে বাংলার দলের এইরকম পারফরম্যান্স দেখে বেশ খুশি প্রাক্তনীরা।
এদিনের ম্যাচে নিজেদের ছন্দেই খেলা শুরু করেছিল রবি-নরহরিরা। ম্যাচের প্রথম গোলটি আসে ৩৯ মিনিটে। তেলেঙ্গানার গোল লক্ষ্য করে দূর থেকেই ভলি করেন ইসরাফিল দেওয়ান। আচমকা শট আসায় বুঝতে না পেরে বল ঠিক করে গ্রিপ করতে ব্যর্থ হন তেলাঙ্গানার গোলকিপার ইশান সরকার। বল তাঁর হাত ফস্কে বেড়িয়ে এলে সেখান থেকে সহজ শটে বল জালে জড়িয়ে দেন রবি হাঁসদা। এরপরেই খুব দ্রুত দ্বিতীয় গোলটি পেয়ে যায় বাংলা। ডান দিক থেকে ক্রস করান সেই ইসরাফিল। তা হেড করে বল গোলে রাখতে ভুল করেন না নরহরি। হাফটাইমে ২-০ ব্যবধানে লিড নিয়ে মাঠ ছারে বাংলার ছেলেরা। এরপর দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে সঞ্জয় সেনের ছেলেরা। একদম শুরুতেই গোল করে ৩-০ ব্যবধানে বাংলাকে এগিয়ে দেন নরহরি।
তবে ম্যাচে আরও ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল বাংলার কাছে। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল তেলাঙ্গানার স্ট্রাইকাররা। তবে গোলকিপার আদিত্য পাত্রকে পরাস্ত করতে পারেনি তারা। ম্যাচের একটা সময় জয় নিশ্চিত বুঝে আদিত্যকে তুলে শুভম রায়কে নামান সঞ্জয় সেন। তাঁকেও পরাস্ত করতে পারেনি তেলাঙ্গানার স্ট্রাইকাররা। সব মিলিয়ে লাগাতার দুই ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলার দল। মূল পর্বে তারা গ্রুপ এ-তে রয়েছে। ২ ম্যাচের ২টি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর। ৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে সার্ভিসেস। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান, তেলাঙ্গানা এবং জম্মু কাশ্মীর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।