ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলেও ম্যাচ জিততে পারল না মহমেডান স্পোর্টিং ক্লাব। ৩-২ গোলে জিতল বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধের দুর্দান্ত ফুটবল খেলে বেঙ্গালুরু এফসি, সেই সুবাদেই তাঁরা ম্যাচ জিতে নিল। নিজেদের সেরা একাদশের দলই নামিয়েছিল বেঙ্গালুরু দল, ফলে মহমেডানের বিপক্ষে তারা শুরু থেকেই ছিলেন অনবদ্য। সল্টলেক স্টেডিয়ামে জয় দিয়েই ম্যাচ শেষ করল বেঙ্গালুরু এফসি দল। যদিও তাঁঁদের অনবদ্য লড়াই মন জিতে নিল সকলের। শুরুর দিকেই লিড নেয় বেঙ্গালুরু দল। ৭ মিনিটেই জোভানোভিচের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি, তাঁর হেডারে গোল চলে আসে। ২১ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ এসেছিল বেঙ্গালুরুর কাছে, কিন্তু জোভানোভিচের শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়।
আরও পড়ুন-বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর এবার অষ্টম বাছাইকে পর্যদুস্ত করে কুস্তির সেমিতে ভিনেশ
২২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় বেঙ্গালুরু এফসি। পেরেইরা দিয়াজ গোল করে বেঙ্গালুরুর ব্যবধান বাড়িয়ে দেন। ইনসুরেন্স গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বেঙ্গালুরু দল। বেঙ্গালুরু দলের ফুটবলাররা তুলনায় অনেক তরুণ হলেও বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত লড়াই দিলেন। ০-২ গোলে পিছিয়ে পড়েও তাঁরা ম্যাচ থেকে হারিয়ে যাননি, বরং মরিয়া হয়েই লড়াই চালিয়ে গেছিলেন। দ্বিতীয়ার্ধে দল দুরন্ত কামব্যাক করে। সাদা কালো শিবিরের অসাধারণ লড়াই মন জিতে নেয় সকলের। ৬০ মিনিটে বেঙ্গালুরুর হয়ে তৃতীয় গোল করেন ভিনিথ। তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় তাঁরা। এরপরই কামব্যাক শুরু করে মহমেডান স্পোর্টিং ক্লাব, যদিও ম্যাচে ফিরতে পারেনি তাঁরা। ৭৭ মিনিটে ইসরাফিল গোল করে মহমেডান স্পোর্টিংয়ের হয়ে একটি গোলের ব্যবধান কমান।
আরও পড়ুন-২০২৮ অলিম্পিক্সে নতুন বক্সিং ফেডারেশন… IBA-র বাড়াবাড়ি বন্ধ করতে পদক্ষেপ IOC-র!
ম্যাচের অন্তিম লগ্নে মহিতোষ রায়ের অনবদ্য গোলে ফিরে আসার চেষ্টা করে মহমেডান স্পোর্টিং। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-২ , কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে এরপর আর ফিরে আসতে পারেনি দল। তবে মহিতোষ রায়ের চোখ ধাঁধানো গোল বহুদিন মনে থাকবে সকলের। মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে দুরন্ত শটে গোল করে যান তিনি। মহমেডানের গোলরক্ষক লালকার্ড দেখেছিলেন দিয়াজকে ফাউল করায়। এরপর খেলোয়াড় দীপু হালদার গোলরক্ষা করেন মহমেডানের হয়ে।
আরও পড়ুন-ভারতকে পথ দেখাচ্ছে হরিয়ানা! প্রতিবাদী ভিনেশ জিততেই পাশে দাঁড়িয়ে বড় বার্তা নীরজের..
ম্যাচের স্কোরলাইন দেখে বোঝা যাবে না ঠিক কি লড়াইটা দিয়েছিলেন সাদা কালো শিবিরের তরুণ ব্রিগেড। সদ্য আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করা মহমেডানের থেকে ধারে ভারে অনেক এগিয়েই ছিল বেঙ্গালুরু, কিন্তু তাঁদের বিরুদ্ধেও যে এমন অসম লড়াই দেবেন মহমেডান, তা বোঝা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।