আইএসএলে রেফারিংয়ের মান নিয়ে পুরো মরশুমেই প্রশ্ন উঠেছে। রেফারিং বিতর্ক পিছু ছাড়ল না ফাইনালেও। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ক্ষোভপ্রকাশ করলেন বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দল। রীতিমতো কড়া ভাষায় তিনি বলেন, 'তোমরা আজ হেরে যাওনি। এই হারটা খুব বিঁধছে। কারণ ওই সিদ্ধান্তগুলি ভয়ংকর ছিল।' তারইমধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে জানান, আগামী মরশুম থেকে আইএসএলে 'ভার লাইট' (VAR Lite) চালু করা হতে পারে। যা বেলজিয়ামে ব্যবহৃত হয়।
শনিবার আইএসএল ফাইনালে ১২০ মিনিটের খেলার শেষে বেঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগানের খেলার ফল ছিল ২-২। তারপর টাইব্রেকারে জিতে যায় মোহনবাগান। নির্ধারিত ১২০ মিনিটের খেলায় যে চারটি গোল হয়, সেগুলির মধ্যে তিনটিই পেনাল্টি স্পট থেকে আসে। একাধিক পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভপ্রকাশ করতে থাকেন। ক্ষোভ উগরে দেন বেঙ্গালুরুর মালিকও।
শনিবার রাতেই টুইটারে তিনি লেখেন, 'আই অ্যাম সরি। কিন্তু এই ইন্ডিয়ান সুপার লিগে অতি অবশ্যই ভার (VAR) চালু করা উচিত। (রেফারিরা) এমন কয়েকটি সিদ্ধান্ত নিচ্ছেন, যা বড় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। বেঙ্গালুরু এফসির ছেলেদের জন্য অত্যন্ত গর্বিত। তোমরা আজ হেরে যাওনি। এই হারটা খুব বিঁধছে। কারণ ওই সিদ্ধান্তগুলি ভয়ংকর ছিল।' ওই টুইটের সঙ্গে এআইএফএফকে ট্যাগ করেন পার্থ।
সেই হারের জ্বালা রবিবারও মেটেনি। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করে বেঙ্গালুরুর মালিক লেখেন, ‘এটা পেনাল্টি? ইন্ডিয়ান সুপার লিগ সত্যি? একটি ফাইনালে? আগামী মরশুম থেকে ভারতেও ভার লাইট চালু করার যে ঘোষণা করেছেন কল্যাণ চৌবে, সেটার জন্য উন্মুখ হয়ে আছি। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সেটা খুব প্রয়োজনীয়।’
ভার লাইট কী বলেছেন এআইএফএফ সভাপতি?
চলতি মাসের গোড়ার দিকে বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সদর দফতরে গিয়েছিলেন এআইএফএফ সভাপতি। সেখানে কম খরচে যেভাবে ভার লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়, তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন। তিনি জানান, বেলজিয়ামের ফুটবল ফেডারেশনের সদর দফতরে ১৬ টি মনিটর এবং চারজন আছেন। তাঁরা চারটি ম্যাচে প্রযুক্তি ব্যবহার করতে পারেন। সেভাবেই ভারতের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় নিজেদের ভার প্রযুক্তি চালু করা যেতে পারে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)