ষষ্ঠবারেও রাজনীতির ময়দানে জয়ের মুখ দেখা হল না ভাইচুং ভুটিয়ার। গত এক দশকে টানা ৬টি নির্বাচনে পরাজয়ের লজ্জার রেকর্ড গড়লেন ভারতীয় ফুটবলের এই তারকা স্ট্রাইকার। ফুটবল ময়দানে তিনি যতটা দাগ কাটতে পেরেছেন নিজের বর্ণময় কেরিয়ারে, রাজনীতির ময়দানে তিনি ততটাই ব্যর্থ। হারের ডবল হ্যাটট্রিক করে ফেললেন পাহাড়ি বিছে। এক নয়, একাধিক দলের হয়েই তিনি হারের এই লজ্জার রেকর্ড গড়েছেন, যার মধ্যে রয়েছে এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, পাশের রাজ্যের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, হামরো সিকিম হার্টি। তবে একটির হয়েও জয়ের খাতা খুলতে পারলেন না তিনি। এবারে তিনি ৪৩৪৬ ভোটের হেরে গেলেন এসকেএম প্রার্থীর কাছে। যার ফলে ডার্বিতে হ্যাটট্রিক করা ভাইচুংই গড়লেন, রাজনীতির ময়দানে হারের ডবল হ্যাটট্রিকের লজ্জার রেকর্ড।
আরও পড়ুন-ব্র্যান্ডন, নোয়াহর পর এবার ধীরজ-ভিক্টর, এফসি গোয়া ছাড়ার হিরিক
সিকিমের বরফুং কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়ছিলেন ভারতীয় ফুটবলের এক সময়ের আইকন। সিকিম ক্রান্তিকারী মোর্চার রিকশল দর্জি ভুটিয়া এই কেন্দ্রে জিতলেন, তাঁর প্রাপ্ত ভোট ৮৩৫৮। নিকটতম প্রতিদ্বন্দী ভাইচুং পেলেন ৪০১২ ভোট, অর্থাৎ এসকেএমের জয়ী প্রার্থীর অর্ধেক ভোটও পেলেন না প্রাক্তন এই জাতীয় ফুটবলার। যার ফলে টানা ৬টি নির্বাচনেই হারলেন তিনি। সিকিমের নির্বাচনে ভাইচুংয়ের দল অর্থাৎ এসডিএফকে কার্যত খড়কুটোর মতোই উড়িয়ে দিয়েছে এসকেএম। ৩২ কেন্দ্রের সিকিমে, ৩১টি আসনেই জিতেছে সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থীরা, ফলে এক্ষেত্রে ভাইচুংয়ের কাছে কাজটা কঠিনই ছিল।
ফুটবলকে বিদায় জানানোর পর মোহনবাগান, ইস্টবেঙ্গলের হয়ে খেলা এই স্ট্রাইকার বেছে নিয়েছিলেন বাংলাকে, নিজের রাজনৈতিক কেরিয়ারে সাফল্য পেতে। রাজ্যের শাসক দল ২০১৪ সালে তাঁকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করলেও তিনি সেখানে হেরে যান, এরপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাইচুংকে সিলিগুড়ি থেকে লড়ার টিকিট দেয় তৃণমূল কংগ্রেস, কিন্তু সেবারও জিততে পারেনি তিনি। এরপর সিকিমে নিজের দল হামরো সিকিম পার্টি খোলেন ভাইচুং। ২০১৯ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন গ্যাংটক এবং তুমেন লিঙ্গি কেন্দ্র থেকে, কিন্তু সেখানেও হারেন তিনি। এরপর গ্যাংটকে হওয়া উপনির্বাচনে লড়াই করেও হারের মুখ দেখেন পাহাড়ি বিছে।
আরও পড়ুন-কিংস কাপের ফাইনাল হারের পর মাঠেই কান্নায় ফেটে পড়লেন রোনাল্ডো, ভিডিয়ো
২০২৩ সালে হামরো সিকিম পার্টিকে তিনি সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে যুক্ত করে দেন। আশা করেছিলেন ২৪-এর বিধানসভায় হয়ত জিততে পারবেন, সেই মতো লড়ছিলেন বারফুং কেন্দ্র থেকে। কিন্তু এবারও ভাগ্য বদলালো না তাঁর। হারের লজ্জা নিয়েই এবারের রাজনৈতিক ময়দান ছাড়তে হল ভাইচুংকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।